Gold Price: টার্গেট কি তবে ১ লাখ! চড়চড়িয়ে বেড়েই চলেছে সোনার দাম, মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের | Check Out Today's Gold Price Rate
প্রীতি পোদ্দার, কলকাতা: মাঘ পেরিয়ে সবে পড়েছে ফাল্গুন মাস। একের পর এক বিয়ের মরশুম যেন এখন উপচে পড়েছে। কিন্তু বিয়ের মরশুমে আনন্দের বদলে এখন শুধুই মন খারাপ। ভাবছেন নিশ্চয়ই কেন? আসলে এই দুঃখের মূল কারণ হল সোনা। যে হারে সোনার দাম (Gold Price) চড়চড়িয়ে বাড়ছে তাতে রীতিমত মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের। গত কয়েক মাস ধরে কিছুতেই কমছে না সোনার দাম। এদিকে ফেব্রুয়ারি মাস প্রায় শেষের পথে।
তবে সোনার দাম ঊর্ধ্বমুখী হলেও সামান্য হলেও কমেছে রুপোর দাম। অর্থাৎ একদিক থেকে খানিকটা স্বস্তি মিলেছে নিম্ন মধ্যবিত্তদের। কিন্তু যাদের সামনেই বিয়ের অনুষ্ঠান এবং যাঁদের সোনার গহনা কেনার পরিকল্পনা রয়েছে, তাদের এখন বেশ চাপের মধ্যেই থাকতে হবে। কারণ গহনা কিনতে খরচ পড়বে অনেকটাই। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে দেখে নেওয়া যাক সোনার কেমন দাম হয়েছে আজ।
আজ অর্থাৎ বৃহস্পতিবার, লক্ষ্মীবারে ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৮ হাজার ৭০ টাকা। এবং ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৮০ হাজার ৭০০ টাকা। অন্যদিকে ১০০ গ্রাম সোনার দাম পড়েছে ৮ লক্ষ ৭ হাজার টাকা। অর্থাৎ একদিনেই সোনার দাম ৩৫০০ টাকা দাম বেড়েছে। পাশাপাশি ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম হয়েছে ৮ হাজার ৮০৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়বে ৮৮ হাজার ৪০ টাকা। অন্যদিকে ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৮ লক্ষ ৮০ হাজার ৪০০ টাকা। অর্থাৎ একদিনে ৩৯০০ টাকা দাম বেড়েছে।
তবে শুধু ২২ ও ২৪ ক্যারেটের সোনার গয়না নয়, দাম বেড়েছে ১৮ ক্যারেটের সোনার দামও। ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম হয়েছে ৬ হাজার ৬০৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়বে ৬৬ হাজার ৩০ টাকা। এবং ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৬ লক্ষ ৬০ হাজার ৩০০ টাকা। অর্থাৎ একদিনে ২৯০০ টাকা দাম বেড়েছে ১৮ ক্যারেটের সোনার দাম। তবে সোনার দাম বাড়লেও, রুপোর দাম কমেছে খানিক। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১০ হাজার ৪০ টাকা। ১ কেজি রুপোর দাম পড়বে ১ লক্ষ ৪০০ টাকা। অর্থাৎ একদিনে রুপোর দাম ১০০ টাকা কমেছে।
সৌভিক মুখার্জী, কলকাতা: এবার সেভিংস অ্যাকাউন্টে (Savings Account) মাস শেষে মোটা অঙ্কের টাকা জমবে। হ্যাঁ,…
মোটোরোলা আগামীকাল অর্থাৎ ৩০ এপ্রিল ভারতে তাদের নতুন স্মার্টফোন Motorola Edge 60 Pro লঞ্চ করতে…
প্রীতি পোদ্দার, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পাহেলগাঁও (Pahalgam Terror Attack) অঞ্চলে পর্যটকদের ওপরে জঙ্গিদের আক্রমণ সাড়া…
সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের 43টি আঞ্চলিক ব্যাঙ্ক এবার মিশে গিয়ে 28টি ব্যাঙ্কে পরিণত হচ্ছে। হ্যাঁ,…
রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। হ্যাঁ, মুখ্যমন্ত্রী এবার একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা (Government Announcement) করে…
চীনে আইকো আজ ঘোষণা মতো iQOO Z10 Turbo এবং iQOO Z10 Turbo Pro স্মার্টফোন লঞ্চ…
This website uses cookies.