লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Gold Rate: ২০২৬-এ ৩ লক্ষ ছোঁবে সোনার দাম! এখন বিনিয়োগ করলে লাভ হবে? দেখুন রিপোর্ট | May Gold Price Achieve 3 Lakh In 2026

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: সোনার কথা উঠলে এখন সাধারণ মানুষের মধ্যে মনে একটিই প্রশ্ন। আর কত বাড়বে? বাজারে গিয়ে 10 গ্রাম সোনা (Gold Rate) কিনতে গেলে এখন পকেট থেকে 1 লক্ষ টাকা খোয়াতে হচ্ছে। অথচ শোনা যাচ্ছে, হলুদ ধাতুর দর আগামী দুই বছরের মধ্যে নাকি 3 লক্ষ টাকায় পৌঁছে যাবে। হ্যাঁ একদম ঠিকই পড়েছেন।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

আর যে কেউ এই ভবিষ্যৎবাণী দেয়নি। বিশ্ব বিখ্যাত মার্কিন অর্থনৈতিক সংস্থা জে পি মর্গানের তরফ থেকে এসেছে এরকম তথ্য। তারা শুধু আন্দাজ নয়, বরং স্পষ্ট কারণও দিয়েছেন। কেন এরকম ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়তে পারে সোনার বাজার? জানতে হলে পুরোটা পড়ুন।

READ MORE:  ভুয়ো ভোটারের দিন শেষ! আধার লিঙ্ক বাধ্যতামূলক করল এবার নির্বাচন কমিশন

দিনের পর দিন সোনার দাম লাগাম ছাড়া বাড়ছে!

2024 সাল জুড়ে সোনার দরএ আগুন লেগেছিল। 2025 সালেও তার কম কিছু যাচ্ছে না। সোনার দাম একধাক্কায় 29 শতাংশ বেড়ে 3500 মার্কিন ডলারের পৌঁছিয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 3 লক্ষ টাকাড় সমান। আর ভারতের বাজারে 10 গ্রাম সোনার দাম ইতিমধ্যেই 1 লক্ষ টাকার গণ্ডি পার করেছে। 


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

জে পি মর্গানের সূত্র বলছে, যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে 2026 সালের মাঝামাঝি সময়ে প্রতি আউন্স সোনার দাম 4000 মার্কিন ডলার ছুঁতে পারে, যার ভারতীয় মুদ্রায় দাঁড়াবে প্রায় 3,41,558 টাকা।

কেন এত দ্রুত হাড়ে বাড়ছে দাম?

বেশ কিছু সূত্র বলছে, এই দ্রুত হারে দাম বাড়ার পেছনে কয়েকটি আন্তর্জাতিক কারণ রয়েছে। প্রথমত, আমেরিকা ও চীনের মধ্যে সাম্প্রতিক চলতে থাকা শুল্কযুদ্ধ বাণিজ্যিক উত্তেজনা ক্রমশ বাড়িয়ে তুলছে। আর এর প্রভাব পড়ছে সোনার বাজারে।

READ MORE:  গুজব নাকি বাস্তব? ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদ নিয়ে ফাঁস হল আসল তথ্য

এছাড়া মার্কিন অর্থনৈতিক মন্দার আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। আর এর ফলে সোনার প্রতি বিনিয়োগকারীদের বিশ্বাস আরও বাড়ছে। এছাড়া দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি সোনার ভান্ডারকে আরও মজুদ করছে। ফলে সোনার দর আরো ঊর্ধ্বগতিতে ঠেকছে।

2025-এর শেষে পরিস্থিতি কী হতে পারে?

বিশেষজ্ঞরা মনে করছে, এই দাম বৃদ্ধির ধারা যদি বজায় থাকে, তাহলে 2025 সালের চতুর্থ ত্রৈমাসিকে সোনার দাম প্রতি আউন্সে 3675 মার্কিন ডলারে পৌঁছতে পারে, যার ভারতীয় মূল্য দাঁড়াবে প্রায় 3,14,000 টাকা। আর এত বেশি দামে সোনা কেনা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। পাশাপাশি উৎসব ও বিয়ের মরসুমে তো সোনার চাহিদা আর বলার অপেক্ষা রাখবে না। 

READ MORE:  Stock Market: ২৬% কমল দাম, এই স্টকে বিনিয়োগ করলে পেতে পারেন মোটা মুনাফা | Hindustan Aeronautics Limited Share Price Down

এখন কি বিনিয়োগ করবেন?

যদি সোনায় বিনিয়োগ করতে চান, তাহলে একটু ভেবে নেওয়া উচিত। কারণ সম্প্রতি দাম বাড়লেও বাজারে কখন কি পরিস্থিতি হয়, তা বলা যায় না। তবে এটুকু নিশ্চিত বলা যায় যে, আগামী দুই এক বছরের মধ্যে সোনার দাম রেকর্ড স্পর্শ করবে। তাই সোনা কেনার আগে বা বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.