Gold Reserve: মাত্র এক সপ্তাহে ১১,৯৮৬ কোটি টাকার সোনা! কী করতে চাইছে RBI? | Reserve Bank Of India Gold Reserve
সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বজুড়ে যেমন একদিকে অর্থনৈতিক অনিশ্চয়তা চলছে, অন্যদিকে চলছে রাজনৈতিক টানাপোড়েন। আর এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগের বিকল্প খুঁজে বেড়াচ্ছে। তারই মধ্যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সোনার ভান্ডারে বড়সড় ঝাঁপ দিয়েছে। হ্যাঁ, মাত্র এক সপ্তাহের ব্যবধানে আরবিআই সোনা রিজার্ভের মূল্য ১১,৯৮৬ কোটি টাকা বাড়িয়েছে। ভাবতে পারছেন?
গত ১৮ই এপ্রিল, শুক্রবার এই নয়া তথ্য আরবিআই নিজেই সামনে এনেছে। তারা স্পষ্ট জানিয়েছে, এই সোনা মজুদের (Gold Reserve) ফলে দেশের সোনা রিজার্ভের মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ৬,৮৮,৮৯৬ কোটি টাকা। হ্যাঁ একদম ঠিকই পড়েছেন।
বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, সোনার দরের এই হঠাৎ মূল্য বৃদ্ধির পিছনে রয়েছে একাধিক আন্তর্জাতিক কারণ। প্রথমত, সম্প্রতি মার্কিন ডলারের দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধের উত্তেজনা এখন তুঙ্গে। পাশাপাশি বৈশ্বিক অর্থনৈতিক টানাপোড়েন সোনার বাজারে প্রভাব ফেলছে। আর এই পরিস্থিতিতে বহু দেশ নিরাপদ বিনিয়োগের বিকল্প হিসেবে কোষাগারে সোনা মজুদ করে রাখছে। যার প্রভাব পড়ছে ভারতের বাজারে।
শুধু আন্তর্জাতিক বাজার নয়, বরং দেশের মধ্যেও সোনার বাজার রেকর্ড ছুঁয়েছে। হ্যাঁ, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX)-এর জুন মাসের এক চুক্তি অনুযায়ী, সোনার দর প্রতি ১০ গ্রাম ৯৫,১৩৫/- টাকায় পৌঁছে গিয়েছে। আর বিশেষজ্ঞরা মনে করছে, সাধারণ মানুষ বা প্রতিষ্ঠান, সকলেই এখন সোনাকে নিরাপদ বিনিয়োগের বিকল্প হিসেবেই বেছে নিচ্ছে।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক শুধু সোনা নয়, বরং সামগ্রিকভাবে বিদেশী মুদ্রার রিজার্ভও অনেকগুণ বাড়িয়ে তুলছে, যাতে যেকোন আন্তর্জাতিক আর্থিক সংকট সামাল দেওয়া যায়। বিশ্বের অনেক দেশের মতই ভারতও গোল্ড-ব্যাকড ETF-এ সম্প্রতি আগ্রহ দেখাচ্ছে এবং সোনার প্রতি নির্ভরতা দিনের পর দিন বাড়াচ্ছে।
বিশ্বজুড়ে এই অনিশ্চয়তার আবহে সোনা আবারও প্রমাণ করল যে, কেন তাকে নিরাপদ বিনিয়োগের বিকল্প বলা হয়। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের এই পদক্ষেপ শুধুমাত্র দেশের অর্থনৈতিক দিককে নিরাপদ রাখবে না, বরং ভবিষ্যতের জন্য বড়সড় পদক্ষেপ।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২০ই এপ্রিল, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন যেতে চলেছে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) আগামী ২৫শে…
নুবিয়া সম্প্রতি নিশ্চিত করেছে যে তারা আগামী ২৮ এপ্রিল চীনে Nubia Z70S Ultra Photographer Edition…
গোটা দেশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে 5G নেটওয়ার্ক। প্রথমে Reliance Jio এবং Airtel তাদের গ্রাহকদের…
সৌভিক মুখার্জী, কলকাতা: এমন একটা সময় ছিল, যখন দিল্লি থেকে মুম্বাই বা গুরগাঁও থেকে বড়োদরার…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত সপ্তাহ থেকেই সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বাংলা জুড়ে হিংসার আগুন জ্বলে…
This website uses cookies.