Gold Silver Price Today: হু হু করে বাড়ছে দাম! আজকের সোনা, রুপোর দর কত? Today Gold And Silver Price
প্রীতি পোদ্দার, কলকাতা: সোনা এমনই এক ধাতু যা একদিকে যেমন রূপের সৌন্দর্য্য বৃদ্ধি করে ঠিক তেমনই সোনা বিনিয়োগের ক্ষেত্রেও এক উল্লেখযোগ্য ভূমিকা বহন করে। হলুদ এই ধাতুর রমরমা এতই বেশি যে কোনও গৌরবময় অধ্যায়কেও স্বর্ণময় বলে আখ্যা দেওয়া হয়। কিন্তু দিনের পর দিন সোনার মূল্য এতটাই বেড়ে যাচ্ছে যার ফলে এক বড় সমস্যায় পড়েছে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর গ্রাহকরা। সব রেকর্ড ছাপিয়ে রীতিমত ঊর্ধ্বমুখী হচ্ছে সোনার দাম।
এদিকে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এখন মাঘ মাস চলছে। আর মাঘ মাস মানেই বিয়ের মরশুম। এদিকে মেয়ের বিয়ের সোনার গয়না জোগাড় করতে গিয়ে হিমশিম খাচ্ছে বাবা মায়েরা। তার উপর তুঙ্গে সোনার চাহিদা। যদিও বাজেটের পর একটু নিয়ন্ত্রণে এসেছিল সোনার দাম। কিন্তু কিছু দিন পর আবার নিজের পুরোনো রূপে ফিরে এসেছে সোনার দাম। যার ফলে এখন যারা বিয়ে করবেন তাঁদের কপালে ইতিমধ্যেই চিন্তার ভাঁজ পরা শুরু হয়ে গিয়েছে। একনজরে দেখে নেওয়া যাক আজ সোনার দাম কততে দাঁড়িয়েছে।
আজ, ৭ ফেব্রুয়ারি রেকর্ড উচ্চতায় পৌছেছে সোনার দাম। আজকের হিসেবে ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম হয়েছে ৮০৮০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৮০ হাজার ৮০০ টাকা। এবং ১০০ গ্রাম সোনা কিনতে খরচ পড়তে চলেছে ৮ লক্ষ ৮ হাজার টাকা। অন্যদিকে ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮ হাজার ৫০০ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৮৫ হাজার টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৮ লক্ষ ৫০ হাজার টাকা।
পাশাপাশি ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ হাজার ৪৮৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৬৪ হাজার ৮৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৪৮ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে। তবে স্বস্তির বিষয় হল সোনার দাম বাড়লেও, রুপো এখনও পর্যন্ত সস্তা হয়েছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৯ হাজার ৫৩৫ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ৯৫ হাজার ৩৫০ টাকা।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.