লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Gold, Silver Price Today: লক্ষ্মীবারে দাম কমল সোনা-রুপোর? জানুন কলকাতা আজ রেট কত | Know Today Silver and Gold Price In Kolkata

Published on:

শ্বেতা মিত্র, কলকাতা: এখন জমিয়ে চারিদিকে বিয়ের মরসুম চলছে। ফেসবুক, ইনস্টাগ্রাম খুললেই বন্ধু, আত্মীয় পরিজনের বিয়ে, ভিডিও দেখা যাচ্ছে। সেইসঙ্গে গয়না পরিহিত বধূদের বেশ সুন্দরও লাগছে। কিন্তু এই কিছু সোনা কিনতে গিয়ে এখন কার্যত হিমশিম খেতে হচ্ছেন সাধারণ আমজনতা। ইতিমধ্যে ৮০,০০০-এর গন্ডি পেরিয়ে গিয়েছে সোনার দাম। আগামী দিনে যে সকল বাবা মা মেয়ের বিয়ে দেবেন তাঁদের মাথায় ইতিমধ্যে চিন্তা ঢুকে গিয়েছে এত দাম দিয়ে কীভাবে সোনা-রুপো কেনা সম্ভব? যাইহোক, সামনেই আবার রয়েছে সরস্বতী পুজো থেকে শুরু করে ভ্যালেনটাইন্স ডে। সোনার দাম কি কমবে? বা আজ বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবারে কি দাম কমল না বাড়ল? জানতে হলে ঝটপট পড়ে ফেলুন আজকের এই প্রতিবেদনটি।

READ MORE:  সারারাত মোবাইল ব্যবহার করছেন? জানেন আপনার কি পরিণতি হতে পারে?

কলকাতায় আজকের সোনার দাম

আপনিও কি কলকাতা শহরের বাসিন্দা? তাহলে জেনে নিন আজ শহরে কত টাকায় মিলছে সোনা ও রুপো। জানলে চমকে উঠবেন, আজ আরও বেশ খানিকটা দাম বাড়ল সোনার। যদিও আগামী কিছু মাসের মধ্যে এই দাম আরও আকাশছোঁয়া হতে পারে বলে আশঙ্কা করছে ব্যবসায়িক মহল। যাইহোক ২২, ২৪ ক্যারেটে বেশ অনেকটাই দাম বেড়েছে। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে ঠিক কতটা পরিমানে এই দাম বেড়েছে? তাহলে বিশদে জানতে নজর রাখুন লেখাটির ওপর।

২২ ক্যারেট সোনার দাম | Gold Price Today

গতকাল বুধবার যেখানে ২২ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ছিল ৭৫,৯৫০ টাকা ছিল, আজ সেই দাম ১৫০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭৬, ১০০ টাকায়।

READ MORE:  ভূমিকম্পে ধ্বংস হবে কলকাতাও? একাধিক বিপজ্জনক এলাকা চিহ্নিত করল খড়গপুর IIT

২৪ ক্যারেট সোনার দাম

অন্যদিকে গতকাল বুধবার ২৪ ক্যারটে যেখানে ১০ গ্রাম সোনার দাম ছিল ৮২, ৮৫০ টাকা সেখানে আজ ১৭০  টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৮৩,০২০ টাকায়।

কলকাতায় রুপোর দাম | SIlver Price Today

আপনি যদি সোনার দাম দেখি চমকে গিয়ে থাকেন তাহলে এখনো রুপোর দাম কিন্তু দেখা বাকি রয়েছে। আজ কলকাতা শহরে সোনার পাশাপাশি রুপোর দামও বেশ খানিকটা বেড়ে গিয়েছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। আজ শহরে ১০০ গ্রাম রুপোর দাম ২০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৯৮৫০ টাকায়। এছাড়াও আজ এক কেজি রুপোর দাম ২০০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৯৮, ৫০০ টাকায়।

READ MORE:  Weather Update: তুমুল বৃষ্টির আভাস উত্তরবঙ্গে! কী হবে দক্ষিণবঙ্গে? আগামীকালের আবহাওয়া | Heavy Rain In North Bengal Till Saturday

এভাবে জানুন Gold Rate

আপনি কিন্তু বাড়িতে বসেই শুধুমাত্র একটা ফোন কলের মাধ্যমে সোনা ও রুপোর দর জেনে নিতে পারেন। কেন্দ্রীয় সরকার ঘোষিত ছুটির দিন ব্যতীত শনিবার ও রবিবার আইবিজেএ দ্বারা হারগুলি প্রকাশ করা হয় না। ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার গয়নার খুচরা দাম জানতে 8955664433 একটি মিসড কল দিতে পারেন। এরপরেই আপনার ফোনের এসএমএসের মাধ্যমে রেট চলে আসবে। এ ছাড়া ঘন ঘন আপডেট সম্পর্কে তথ্যের জন্য www.ibja.co বা ibjarates.com ভিজিট করতে পারেন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.