Google Pay: ফ্রি অতীত, এবার UPI লেনদেনেও লাগবে চার্জ, দুঃসংবাদ দিল Google Pay | Google Pay Announces UPI Transaction Will Be Charged

পার্থ সারথি মান্না, কলকাতাঃ একটা সময় ছিল যখন ডিজিটাল লেনদেনের প্রতি ভীতি ছিল মানুষের। তবে UPI আসার পর সেসব একেবারে অতীতের ঘটনা হয়ে গিয়েছে। ছোটোখাটো চা সিগারেটের পয়সা থেকে শুরু করে ফোন ল্যাপটপ কেনার জন্য কয়েক হাজার এমনকি লক্ষ টাকাও দিব্যি কয়েক সেকেন্ডের মধ্যে ট্রান্সফার করে নেওয়া যাচ্ছে। এতে একদিকে যেমন ক্যাশ বয়ে বেড়ানোর ঝামেলা নেই তেমনি নিরাপত্তাও রয়েছে বেশ। একইসাথে ফ্রীতে কাজ মিটে যাওয়ায় গোটা ভারতেই UPI এর রমরমা। কিন্তু এবার সেসব অতীত হতে পারে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

UPI ব্যবহারে গুণতে হবে চার্জ

UPI এর মাধ্যমে যেমন দ্রুত টাকা ট্রান্সফার করা যেত তেমনি নিরাপদ হওয়ার পাশাপাশি এটা ছিল সম্পূর্ণ ফ্রি। তাই ছোট থেকে বড় সকলেই গুগুল পে বা ফোন পে এর মত অ্যাপ ব্যবহার করে টাকা লেনদেন করতেন। কিন্তু এবার আর তেমনটা থাকছে না। আপনি যদি Google Pay ব্যবহারকারী হন তাহলে সাবধান! শীঘ্রই UPI লেনদেনের জন্য দিতে হতে পারে চার্জ। হ্যাঁ গোটা দেশের ৬৭ মিলিয়ন গুগুল-পে ব্যবহারকারীদের জন্য এই খবরটা কমবেশি ঝটকার মতনই।

READ MORE:  UPI Rules Changing: ১৫ ফেব্রুয়ারি থেকেই বদলে যাবে UPI-র চার্জব্যাক নিয়ম | Unified Payments Interface Chargeback Rules

আসলে স্মার্টফোন হোক বা কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করতে হলে ছোট থেকে বড় সকলেরই ভরসা গুগুল বাবাজি। তাই UPI এর ক্ষেত্রেও Google Pay-কেই বেছে নিয়েচিলেন বেশিরভাগ মানুষেরাই। কিন্তু এতদিন বিনামূল্যে পরিষেবা দিলেও এবার দুঃসংবাদ দিল কোম্পানি। পেমেন্টের ক্ষেত্রে একটি ছোট্ট চার্জ কাটা হবে। যদিও সব ধরণের পেমেন্টে এই চার্জ বসছে না।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কত টাকা চার্জ গুণতে হবে?

যেমনটা জানা যাচ্ছে, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিডি আপনি বিল পেমেন্ট করতে চান তাহলে চার্জ লাগবে। এছাড়া ইউটিলিটি বিল যেমন বিদ্যুতের বিল, জল বা  গ্যাসের বিল ইত্যাদি পেমেন্ট করার সময় অতিরিক্ত ০.৫% থেকে ১% পর্যন্ত চার্জ কাটা হবে। তবে সাধারণ লেনদেনের ক্ষেত্রে এখনও পর্যন্ত আলাদা করে কোনো চার্জ লাগছে না।

READ MORE:  Business Idea: শুরু করলেই প্রতিমাসে ১-২ লক্ষ গ্যারান্টি আয়, রইল ২০২৫ সালের সেরা ব্যবসার আইডিয়া | All You Need To Know To Start A Bike Service Centre Business

প্রসঙ্গত, বিল পেমেন্টের ক্ষেত্রে আগেও এই ধরণের চার্জ বসিয়েছে গুগুল পে। মোবাইল রিচার্জের ক্ষেত্রে অতিরিক্ত ৩ টাকা সারচার্জ দিতে হত। এমনকি বাকি ইউপিআই অ্যাপ যেমন ফোন পে বা পেটিএম এর ক্ষেত্রেও বিল পেমেন্টের ক্ষেত্রে কিছু অতিরিক্ত চার্জ দিতে হয়।

Scroll to Top