Google Pixel 10 Specifications: আসছে Google Pixel 10 সিরিজের চারটি স্মার্টফোন, কোন মডেলের কত দাম থাকবে | Google Pixel 10 Series Price
গুগলের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন সিরিজ Google Pixel 10-এর দাম, ডিজাইন ও ফিচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে। অনুমান করা হচ্ছে, ২০২৫ সালের আগস্টে এই সিরিজ লঞ্চ হবে এবং এই সিরিজের অধীনে চারটি নতুন Pixel ফোন বাজারে আসবে, যার মধ্যে একটি বেস মডেল, দুটি প্রো মডেল এবং একটি ফোল্ডেবল ফোন থাকবে।
রিপোর্ট অনুযায়ী, Pixel 10 Pro Fold মডেলের দাম রাখা হবে প্রায় ১,৬০০ ডলার (প্রায় ১,৩৭,৬৬৭ টাকা)। এটি পূর্ববর্তী মডেল Pixel 9 Pro Fold-এর তুলনায় ২০০ ডলার সস্তা। অপরদিকে, Pixel 10 এবং Pixel 10 Pro মডেলগুলোর দাম পূর্ববর্তী মডেলগুলোর মতোই থাকবে, অর্থাৎ যথাক্রমে ৭৯৯ ডলার (প্রায় ৬৮,৭০০ টাকা) এবং ৯৯৯ ডলার (প্রায় ৮৫,৯০০ টাকা)। তবে, Pixel 10 Pro XL মডেলটির দাম আগের চেয়ে ১০০ ডলার বেশি রাখা হতে পারে, অর্থাৎ ১,১৯৯ ডলার (প্রায় ১,০৩,৯৯৯ টাকা)।
ডিজাইনের ক্ষেত্রে কিছু পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। গুগল পিক্সেল ১০ প্রো এক্সএল আগের থেকে কিছুটা কমপ্যাক্ট হতে পারে, যার ডাইমেনশন হবে ১৬২.৭ x ৭৬.৬ x ৮.৫ মিমি। যদিও এতে আগের মতোই ৬.৮ ইঞ্চির বড় ডিসপ্লে থাকবে। প্রো ভার্সনগুলো চকচকে ফ্রেমসহ আসবে, অন্যদিকে বেস মডেলটিতে থাকতে পারে ম্যাট ফিনিশ।
সব মডেলেই গুগলের নিজস্ব Tensor চিপসেট ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে। নতুন চিপসেট উন্নত পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও আরও কার্যকর AI ফিচার অফার করবে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল- এইবার বেস মডেল Pixel 10-তেও ট্রিপল রিয়ার ক্যামেরা থাকতে পারে, যার মধ্যে পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। আগে এটি কেবল প্রো মডেলগুলোতেই সীমাবদ্ধ ছিল।
রিয়েলমি আগামী ২৩ এপ্রিল চীনে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 7 লঞ্চ করতে চলেছে।…
Vodafone Idea (Vi) আজ তাদের গ্রাহকদের জন্য নতুন একটি প্রিপেড প্ল্যান লঞ্চ করল। ৩৪০ টাকার…
বাজারে শক্তিশালী এবং টেকসই অ্যান্ড্রয়েড ট্যাবলেটের চাহিদা বেড়েছে। আর তাই Samsung আজ লঞ্চ করেছে Galaxy…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৬ই এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন যাবে?…
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান ব্যস্ত জীবনে অটোমেটিক গাড়ির (Automatic Car) চাহিদা একেবারে আকাশছোঁয়া। ক্লাচের ঝামেলা…
সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বের সবথেকে উঁচু বিল্ডিং হিসেবে বুর্জ খলিফাকে (Burj Khalifa) আমরা সবাই চিনি।…
This website uses cookies.