লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Google Pixel 3 Watch: হার্ট অ্যাটাকের আগেই পাবেন সতর্ক বার্তা, Google Pixel 3 ওয়াচে এল লস অফ পালস ডিটেকশন ফিচার | Google Pixel 3 Watch Loss of Pulse Detection Feature

Published on:

গুগল তাদের স্মার্টওয়াচ সিরিজে নতুন এক যুগান্তকারী হেলথ ট্র্যাকিং ফিচার যুক্ত করল। এখন থেকে Pixel Watch 3 ওয়াচে “লস অফ পালস ডিটেকশন” ফিচার পাওয়া যাবে, যা ব্যবহারকারীর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এই ফিচারটি মূলত ইউরোপীয় বাজারে চালু থাকলেও, এখন এটি যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্যেও রোল আউট করা হয়েছে।

READ MORE:  গুগলের Find My Device অ্যাপে দারুন ফিচার, এবার প্রিয়জন রাস্তায় হারিয়ে গেলেও খুঁজে পাবেন

কী এই ‘লস অফ পালস ডিটেকশন’ ফিচার?

গুগলের এই নতুন ফিচারটি ব্যবহারকারীর হৃদস্পন্দনের ওপর নিবিড়ভাবে নজর রাখতে সাহায্য করবে। কোনো অস্বাভাবিকতা বা হৃদস্পন্দন না পাওয়া গেলে, এটি ব্যবহারকারীকে সতর্ক করে এবং প্রয়োজনে জরুরি পরিষেবায় (Emergency Services) যোগাযোগ করে।

এই ফিচারটি এমন পরিস্থিতিতে দরকারি হয়ে ওঠে, যখন ব্যবহারকারী হয়তো অজ্ঞান হয়ে পড়েছেন বা প্রতিক্রিয়া জানানোর মতো অবস্থায় নেই। এটি কার্ডিয়াক অ্যারেস্ট, রেসপিরেটরি ও সার্কুলেটরি ফেইলিওর, ওভারডোজ, কিংবা বিষক্রিয়া-জনিত কারণে পালস হারানোর মতো সংকটময় পরিস্থিতি শনাক্ত করতে সক্ষম।

READ MORE:  WhatsApp অ্যাপে না ঢুকেই হবে ভিডিও কল, দুর্দান্ত ফিচার নিয়ে আসছে Google

Pixel Watch 3 ওয়াচে আসা অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক Wear OS 5.1 আপডেটে এই ফিচার যোগ করা হয়েছে। নতুন এই আপডেটের সফটওয়্যার ভার্সন BP1A.250305.019.W7।

ব্যবহারের শর্ত ও সীমাবদ্ধতা

Wi-Fi মডেলের ক্ষেত্রে ঘড়িটি স্মার্টফোনের ব্লুটুথ রেঞ্জে থাকতে হবে। LTE মডেলের জন্য প্রয়োজন সক্রিয় LTE সংযোগ থাকলে তবেই এটি কাজ করবে।

গুগল সতর্ক করেছে যে, এই প্রযুক্তি সর্বদা নির্ভুলভাবে পালস হারানোর ঘটনা শনাক্ত করতে সক্ষম নাও হতে পারে এবং এটি কোনো রোগের ভবিষ্যদ্বাণী করতে পারে না।

READ MORE:  OxygenOS 15 OTA Update: ওয়ানপ্লাস ফোন ব্যবহারের মজা হবে দ্বিগুণ! দুর্দান্ত ফিচার সহ এল নতুন আপডেট | OnePlus 12R Nord 4 Pad 2 OS Update

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.