ক্যামেরা কেন্দ্রিক প্রিমিয়াম স্মার্টফোনের কথা উঠলেই Google Pixel এর নাম উঠে আসা। তবে অন্যান্য অ্যান্ড্রয়েড স্মার্টফোনের তুলনায় গুগল পিক্সেল ফোনগুলি অনেক ব্যয়বহুল, যার কারণে অনেকেই ডিভাইসগুলি কিনতে পারেন না। তবে এই মুহূর্তে আপনি যদি সস্তায় পিক্সেল স্মার্টফোন নিতে চান তাহলে আপনার জন্য সুখবর। কারণ এই মুহূর্তে Google Pixel 8 কম দামে বিক্রি হচ্ছে। ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে ডিভাইসটি লোভনীয় অফারে পাওয়া যাচ্ছে।
Google Pixel 8 ফোনের দামে পতন
গুগল পিক্সেল 8 এর 256GB স্মার্টফোনটির আসল দাম 82,999 টাকা। তবে আপনি এটি প্রায় অর্ধেক দামে কিনতে পারবেন। ফ্লিপকার্টে এটি 42 শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে। এই ডিসকউন্ট অফারের পরে ডিভাইসটি মাত্র 47,999 টাকায় কেনা যাচ্ছে। আবার Flipkart Axis Bank এর ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে প্রায় 2,000 টাকা ছাড় মিলবে।
আরও পড়ুন: Samsung Galaxy S25 Edge এর দাম ফাঁস
এছাড়া ফ্লিপকার্ট দারুণ এক্সচেঞ্জ অফারও দিচ্ছে। গুগল পিক্সেল 8 কেনার সময় পুরানো ফোন বদল করলে 26,200 টাকার পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ মূল্য আপনার পুরানো ফোনের অবস্থা এবং সংস্থার এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করবে।
Google Pixel 8 এর স্পেসিফিকেশন ও ফিচার
এতে গুগল আলুমিনিয়াম ফ্রেম ডিজাইন উপস্থিত। এই ফোনে IP68 রেটিং আছে, যা জল ও ধুলো প্রতিরোধ করবে।এই স্মার্টফোনে 6.3 ইঞ্চি OLED প্যানেল উপস্থিত যার রিফ্রেশ রেট 120Hz। এটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে। পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে গুগল টেনসর G4 চিপসেট দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য গুগল পিক্সেল 8 মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে 50+48 মেগাপিক্সেল সেন্সর আছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 10.5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 4700mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 27W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।