লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Google Pixel 8a Offer: ১৫০০০ হাজার টাকা সস্তা হল Google Pixel 8a ক্যামেরা ফোন, Pixel 9a বাজারে এতেই অফার | Pixel 8a Price Drop

Published on:

ভারতে Google Pixel 9a স্মার্টফোনের বিক্রি শুরু চলেছে আগামী ১৬ এপ্রিল। তবে, এর আগেই পুরনো মডেল Google Pixel 8a-র উপর দারুণ অফার দেওয়া হচ্ছে। এই স্মার্টফোনটি এখন লঞ্চের সময়ের থেকে ১৫,০০০ টাকা কমে পাওয়া যাচ্ছে। চলুন, জেনে নেওয়া যাক এই ফোনের বিশেষত্ব এবং কোথায় মিলছে এই অফার।

Google Pixel 8a এর লঞ্চের সময়ের দাম এবং বর্তমানে অফার

Google Pixel 8a ভারতে প্রথম লঞ্চ হয়েছিল দুটি ভ্যারিয়েন্টে: ৮ জিবি + ১২৮ জিবি এবং ১২ জিবি+ ২৫৬ জিবি। লঞ্চের সময়, এর ৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল ৫২,৯৯৯ টাকা এবং ১২জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল ৫৯,৯৯৯ টাকা। তবে এখন এই ফোনটি ফ্লিপকার্টে অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। ১২৮ জিবি ভ্যারিয়েন্টটি এখন ৩৭,৯৯৯ টাকায় এবং ২৫৬ জিবি ভ্যারিয়েন্টটি ৪৪,৯৯৯ টাকায় কিনে নেওয়া যাবে, যা লঞ্চের সময়ের থেকে ১৫,০০০ টাকা কম।

READ MORE:  লঞ্চের আগেই ফাঁস Samsung Galaxy A06 5G-এর দাম, এত সস্তা সবাই কিনতে পারবে

দামদার ডিসপ্লে এবং ক্যামেরা

গুগল পিক্সেল ৮এ ফোনে ৬.১ ইঞ্চির সুপার অ্যাক্টুয়া OLED ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে এবং কনিং গোরিলা গ্লাস ৩ দ্বারা সুরক্ষিত। এর ফলে ডিসপ্লে হবে অত্যন্ত মসৃণ এবং দৃশ্যমানতা আরও ভালো। এছাড়া, ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা রয়েছে, যা দুর্দান্ত ছবি তুলতে সক্ষম। সেলফির জন্য ১৩ মেগাপিক্সেল ক্যামেরাও পাওয়া যাবে।

READ MORE:  ট্যারিফ বৃদ্ধির জের, 30 হাজার টাকা বাড়তে চলেছে iPhone 16 এর দাম | iPhone 16 Series Price Increase

ব্যাটারি এবং চার্জিং

গুগল পিক্সেল ৮এ স্মার্টফোনে ৪৪৯২ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনে ওয়্যারলেস চার্জিং সাপোর্টও রয়েছে, যা একে দ্রুত চার্জ করার সুবিধা দেয়।

প্রসেসর এবং AI ফিচার্স

ফোনটি গুগলের নিজস্ব টেনসর G3 চিপসেট দ্বারা চালিত, যার সাথে টাইটান M2 কোপ্রসেসর যুক্ত । এর ফলে, ফোনটি দ্রুত এবং কার্যকরী পারফরম্যান্স প্রদান করে। এছাড়া, এতে বেশ কিছু আকর্ষণীয় AI ফিচারও রয়েছে, যেমন সার্কেল টু সার্চ, ম্যাজিক এডিটর (AI ইমেজ এডিটিং), এবং অডিও ম্যাজিক ইরেজার ইত্যাদি।

READ MORE:  ১০ হাজার টাকার কমে ভালো ক্যামেরা ও বড় ব্যাটারির সেরা ৫ ফোন, Redmi, Samsung আছে লিস্টে

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.