Google Pixel 8a Offer: ১৫০০০ হাজার টাকা সস্তা হল Google Pixel 8a ক্যামেরা ফোন, Pixel 9a বাজারে এতেই অফার | Pixel 8a Price Drop
ভারতে Google Pixel 9a স্মার্টফোনের বিক্রি শুরু চলেছে আগামী ১৬ এপ্রিল। তবে, এর আগেই পুরনো মডেল Google Pixel 8a-র উপর দারুণ অফার দেওয়া হচ্ছে। এই স্মার্টফোনটি এখন লঞ্চের সময়ের থেকে ১৫,০০০ টাকা কমে পাওয়া যাচ্ছে। চলুন, জেনে নেওয়া যাক এই ফোনের বিশেষত্ব এবং কোথায় মিলছে এই অফার।
Google Pixel 8a ভারতে প্রথম লঞ্চ হয়েছিল দুটি ভ্যারিয়েন্টে: ৮ জিবি + ১২৮ জিবি এবং ১২ জিবি+ ২৫৬ জিবি। লঞ্চের সময়, এর ৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল ৫২,৯৯৯ টাকা এবং ১২জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল ৫৯,৯৯৯ টাকা। তবে এখন এই ফোনটি ফ্লিপকার্টে অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। ১২৮ জিবি ভ্যারিয়েন্টটি এখন ৩৭,৯৯৯ টাকায় এবং ২৫৬ জিবি ভ্যারিয়েন্টটি ৪৪,৯৯৯ টাকায় কিনে নেওয়া যাবে, যা লঞ্চের সময়ের থেকে ১৫,০০০ টাকা কম।
গুগল পিক্সেল ৮এ ফোনে ৬.১ ইঞ্চির সুপার অ্যাক্টুয়া OLED ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে এবং কনিং গোরিলা গ্লাস ৩ দ্বারা সুরক্ষিত। এর ফলে ডিসপ্লে হবে অত্যন্ত মসৃণ এবং দৃশ্যমানতা আরও ভালো। এছাড়া, ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা রয়েছে, যা দুর্দান্ত ছবি তুলতে সক্ষম। সেলফির জন্য ১৩ মেগাপিক্সেল ক্যামেরাও পাওয়া যাবে।
গুগল পিক্সেল ৮এ স্মার্টফোনে ৪৪৯২ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনে ওয়্যারলেস চার্জিং সাপোর্টও রয়েছে, যা একে দ্রুত চার্জ করার সুবিধা দেয়।
ফোনটি গুগলের নিজস্ব টেনসর G3 চিপসেট দ্বারা চালিত, যার সাথে টাইটান M2 কোপ্রসেসর যুক্ত । এর ফলে, ফোনটি দ্রুত এবং কার্যকরী পারফরম্যান্স প্রদান করে। এছাড়া, এতে বেশ কিছু আকর্ষণীয় AI ফিচারও রয়েছে, যেমন সার্কেল টু সার্চ, ম্যাজিক এডিটর (AI ইমেজ এডিটিং), এবং অডিও ম্যাজিক ইরেজার ইত্যাদি।
যারা গ্রামের দিনমজুর, ক্ষুদ্র কৃষি কিংবা কোন অস্থায়ী কাজের উপর নির্ভর করে থাকেন, তাদের জন্য…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত বছর অর্থাৎ ২০২৪ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে ঘোষণা করেছিলেন…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: হাতছাড়া হয়েছিল ডুরান্ড কাপ। তাই ইন্ডিয়ান সুপার লিগে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিল মোহনবাগান…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েকদিন ধরে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে একের পর এক অশান্তির ছবি…
সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। সম্প্রতি NTPC Green Energy Limited (NGEL) এর তরফ…
এপ্রিল ২০২৫ থেকে রেশন কার্ড সংক্রান্ত প্রক্রিয়াগুলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, আবেদন,…
This website uses cookies.