Google Pixel 9a: অবশেষে বিক্রি শুরু সেরা ক্যামেরা সহ সস্তা Pixel 9a ফোনের, পাবেন লোভনীয় অফার | Google Pixel 9a Sale Date in India
চলতি মাসে লঞ্চ হয়েছে Google Pixel 9a। তবে কিছু সমস্যার কারণে ডিভাইসটির বিক্রি এতদিন শুরু হয়নি। কিন্তু আছ এই স্মার্টফোনের সেলের তারিখ ঘোষণা করল গুগল। ভারতে ১৬ এপ্রিল থেকে পাওয়া যাবে পিক্সেল ৯এ কম দামে “এ” সিরিজের নতুন এই স্মার্টফোন সবাইকে চমকে দেবে একাধিক ফিচারের কারণে। কত দাম ও কী অফার রয়েছে চলুন জানা যাক।
দেশে গুগল পিক্সেল ৯এ এর দাম ৪৯,৯৯৯ টাকা। এটি তিনটি রঙের বিকল্পে পাওয়া যাবে : আইরিস (নীল), অবসিডিয়ান (কালো), এবং পোর্সেলিন (সাদা)। ফ্লিপকার্ট এর মাধ্যমে অনলাইনে কেনা যাবে ডিভাইসটি। আর অফলাইনে রিলায়েন্স ডিজিটাল এবং টাটা ক্রোমা-সহ নির্বাচিত রিটেল স্টোর থেকে কিনতে পারবেন। লঞ্চ অফারের অধীনে, নির্বাচিত ব্যাঙ্ক কার্ডগুলিতে ৩০০০ টাকার ছাড় এবং ২৪ মাস পর্যন্ত সুদ-মুক্ত ইএমআই এর সুবিধা রয়েছে।
গুগল পিক্সেল ৯এ স্মার্টফোনে রয়েছে ৬.৩ ইঞ্চি অ্যাকুয়া ডিসপ্লে, যার সর্বোচ্চ উজ্জ্বলতা ২,৭০০ নিটস এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। প্রসেসর রয়েছে টেনসর জি৪, যার সাথে যুক্ত আছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৩ ওয়াট তারযুক্ত চার্জিং এবং কিউআই ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
জল এবং ধুলো প্রতিরোধের জন্য এতে মিলবে আইপি৬৮ রেটিং। অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড ১৫। ফটোগ্রাফির জন্য উপস্থিত, ডুয়াল-ক্যামেরা সিস্টেম। যার মধ্যে ৪৮ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সামনে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা।
এই ডিভাইসে একাধিক AI-চালিত ফটোগ্রাফি ফিচার দেওয়া হয়েছে। যেমন, অ্যাড মি, বেস্ট টেক, ম্যাজিক এডিটর, নাইট সাইট, প্যানোরমা ও নাইট সাইট এবং ম্যাজিক ইরেজার।
প্রীতি পোদ্দার, কলকাতা: ফের আরও একবার ভর দুপুরে আঁধার নেমে এল কলকাতা হাইকোর্ট (Calcutta High…
সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। সম্প্রতি রাজ্যের সার্ভিসেস সিলেকশন বোর্ড জাতীয় স্বাস্থ্য মিশনের…
ব্যাঙ্ক ডিপোজিট স্কিম নিয়ে আলোচনা হলে বেশিরভাগ মানুষই প্রথমে ফিক্সড ডিপোজিটের (FD) কথা ভাবেন। এটি…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের প্রধান তিন টেলিকম সংস্থা Reliance Jio, Airtel ও Vodafone Idea (Vi)…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত বারের ডিভেন্ডিং চ্যাম্পিয়নদের অবস্থা এ মরসুমে একেবারে শোচনীয়! লিগের উদ্বোধনী ম্যাচে…
২০২৪ সালের জুন মাসের পর এবার ২০২৫ সালের এপ্রিল, এক বছরের মধ্যে জাতীয় সড়কে এই…
This website uses cookies.