লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Google Pixel 9a লঞ্চ হচ্ছে মার্চে! ফাঁস হল তারিখ, জেনে নিন এই ফোনের দাম, ফিচার্স

Published on:

গুগল প্রতি বছর ফ্ল্যাগশিপের পাশাপাশি একটি সাশ্রয়ী মূল্যের প্রিমিয়াম ফোন লঞ্চ করে থাকে। ফলে এই বছর Pixel 9a রিলিজ হওয়াটাই স্বাভাবিক। তবে এখন জানা গিয়েছে যে গত বছর Pixel 8a যে সময় এসেছিল, তার আগেই Pixel 9a লঞ্চ হয়ে যেতে পারে। ফোনটির প্রি অর্ডারের তারিখ ও লঞ্চ ডেট ফাঁস হয়ে গিয়েছে। এটি মার্চের শেষে আসবে বলে দাবি করা হয়েছে। চলুন দেখে নিই, Google Pixel 9a সম্পর্কে কী কী তথ্য সামনে এল।

READ MORE:  জলের মধ্যেও কাজ করবে, Realme P3, Poco X7 সহ এই তিন ওয়াটারপ্রুফ ফোন কিনুন সস্তায় | Waterproof Smartphone Under 20000 Rupees

Google Pixel 9a: লঞ্চ ও প্রি-অর্ডার ডেট

অ্যান্ড্রয়েড হেডলাইনসের প্রতিবেদন অনুযায়ী, গুগল পিক্সেল ৯এ ২৬ মার্চ লঞ্চ হতে পারে। ফোনটি একই দিনে দোকান থেকে কেনা যাবে। অগ্রিম অর্ডার অবশ্য ১৯ মার্চ থেকে নেওয়া শুরু করবে কোম্পানি। তুলনাস্বরূপ, গত বছরের ৭ মে পিক্সেল ৮এ ভারত সহ বিশ্বব্যাপী লঞ্চ হয়েছিল। ফ্লিপকার্টে ১৪ মে থেকে সেল শুরু হয়েছিল। ফ্লিপকার্টের সঙ্গে গুগল পার্টনারশিপ বজায় রাখে কিনা সেটাই এখন দেখার বিষয়।

READ MORE:  Realme Narzo 80x 5G Price in India: এত সস্তা হবে Realme Narzo 80 Pro 5G ও Narzo 80x 5G, লঞ্চের আগেই দাম ও সেলের তারিখ ঘোষণা | Realme Narzo 80 Pro 5G Sale Date

Google Pixel 9a: স্পেসিফিকেশন ও দাম (সম্ভাব্য)

পিক্সেল ৮এ মডেলটির তুলনায়, পিক্সেল ৯এ আরও বড় এবং উজ্জল ৬.২ ইঞ্চি ডিসপ্লে, ২৭০০ নিট পিক ব্রাইটনেস, ও ১৮০০ নিটস এইচডি ব্রাইটনেস অফার করবে। ডিসপ্লেটি কর্নিং গরিলা গ্লাস ৩ দ্বারা সুরক্ষিত থাকবে। ফোনের পিছনে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি আল্ট্রাওয়াইড লেন্স থাকতে পারে। সামনের ক্যামেরাটি একটি ১৩ মেগাপিক্সেল সেন্সর হবে।

READ MORE:  বিশ্বের প্রথম ট্রিপল-ফোল্ড স্মার্টফোন Huawei Mate XT বিশ্বজুড়ে লঞ্চ হল, দাম কত জানেন

এছাড়া, এই ফোনে গুগল টেনসর ৪ প্রসেসর, ২৩ ওয়াট ওয়্যার্ড ও ৭.৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং স্পিড ও পিক্সেল ৮এ-এর তুলনায় বড় ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনটির দাম ৪৯৯ ডলার (১২৮ জিবি মডেল) থেকে শুরু হবে দলে দাবি সূত্রের। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪৩,০০০ টাকা। এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য হবে ৫৯৯ ডলার (৫১,৭০০ টাকা)।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.