Google Pixel 9a লঞ্চ হতেই হু হু করে কমে গেল Pixel 8a এর দাম, কেনার মোক্ষম সুযোগ | Google Pixel 8a Price
সদ্য লঞ্চ হয়েছে Google Pixel 9a স্মার্টফোন। ফ্ল্যাগশিপ প্রিমিয়াম ফোনের দৌড়ে গুগলের এই ডিভাইস আলোড়ন ফেলেছে বাজারে। তবে, এই ফোন লঞ্চ হওয়ায় একটি ভালো জিনিস ঘটেছে। অনেকটা কমে গেছে আগের মডেল Google Pixel 8a ডিভাইসের দাম। এই ফোনেও রয়েছে ঠাসা ফিচার ও স্পেসিফিকেশন। এদিন, ৪৯,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছে নতুন গুগল পিক্সেল ৯এ স্মার্টফোন। তবে এর থেকে অনেক কমে পাওয়া যাচ্ছে আগের মডেল।
গত বছর, গুগল পিক্সেল ৮এ দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে লঞ্চ হয়েছিল – ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। দাম ছিল ৫২,৯৯৯ টাকা। কিন্তু এখন এটি ২৮ শতাংশ ছাড়ের সাথে পাওয়া যাচ্ছে। যার ফলে দাম কমে ৩৭,৯৯৯ টাকায় নেমে এসেছে। এছাড়াও, ৫ শতাংশ পর্যন্ত আনলিমিটেড ক্যাশব্যাক অফার রয়েছে। যারা ২৫৬ জিবি ভার্সন কিনবেন তাদের জন্য দাম পড়বে ৪৪,৯৯৯ টাকা। যা আগে ছিল ৫৯,৯৯৯ টাকা।
এতে রয়েছে ৬.১ ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। মিলবে গুগল টেনসর জি৩ প্রসেসর, যার সাথে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অভ্যন্তরীণ স্টোরেজ যুক্ত আছে। এই ফোনে একটি ফিজিক্যাল এবং একটি eSIM, উভয়ই সাপোর্ট করবে। অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড ১৫।
গুগলের এই ডিভাইসের ব্যাটারি ক্যাপাসিটি ৪৪০৪ এমএএইচ, যা ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। জল এবং ধুলো বালি থেকে রক্ষা করার জন্য ফোনে আইপি৬৮ রেটিং রয়েছে। ফটোগ্রাফির জন্য পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ উপস্থিত, যার মধ্যে একটি ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং একটি ১৩ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স আছে। সেলফি এবং ভিডিয়ো কলের জন্য পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করেন? আগামী দিনে পরিবারের সঙ্গে কোথাও…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২৭শে মার্চ, বৃহস্পতিবার। লক্ষ্মীবারে কি আপনার ভাগ্য ফিরবে? জানতে হলে আজকের…
রাত পোহালেই ভারতে লঞ্চ হবে রয়্যাল এনফিল্ডের ৬৫০ সিসির ষষ্ঠ মোটরসাইকেল Classic 650। বিপুল জনপ্রিয়…
প্রীতি পোদ্দার, কোচবিহার: ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যে এখনও ঠিক হয়নি তা বারংবার একাধিক ঘটনার…
আগামী ১লা এপ্রিল থেকে ভারতীয় ব্যাংকিং সেক্টরে বড়সড় পরিবর্তন আসছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক নতুন কিছু…
Realme GT 8 Pro ফোনে Snapdragon 8 Elite 2 প্রসেসর, OLED ডিসপ্লে, ও ৭,০০০ এমএএইচ…
This website uses cookies.