Google Pixel 9a Price: লঞ্চের একদিন আগেই দাম ফাঁস Google Pixel 9a ফোনের, ক্যামেরায় টেক্কা দেবে সবাইকে | Google Pixel 9a Specifications

গুগলের লেটেস্ট বাজেট স্মার্টফোন Google Pixel 9a আগামীকাল লঞ্চ হতে চলেছে। যদিও ইতিমধ্যেই এর ডিজাইন, চিপসেট, ক্যামেরা এবং স্টোরেজ সম্পর্কে জানা গেছে। লঞ্চের একদিন আগে এখন আবার একটি রিপোর্টে Pixel 9a এর দামও ফাঁস করা হয়েছে। জার্মানি এবং সংযুক্ত আরব আমিরাতের একটি রিটেল ওয়েবসাইট থেকে দাম প্রকাশ্যে এসেছে। ফিচারের কথা বললে, এই ডিভাইসে ৬.৩ ইঞ্চি ডিসপ্লে, ৫১০০ এমএএইচ ব্যাটারি এবং টেনসর জি৪ চিপসেট আছে।

এদিকে India Today এর প্রতিবেদন অনুসারে, গুগলের তরফে এই ফোনের লঞ্চের সময় এখনও নিশ্চিত করা হয়নি, তবে গুগল আগামীকাল সন্ধ্যায় এর উপর থেকে পর্দা সরাতে পারে। আসুন Pixel 9a সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

READ MORE:  Realme 14 5G: কম দামে ক্রেতাদের খুশি করবে Realme 14 5G, লঞ্চের আগেই প্রচুর তথ্য ফাঁস হয়ে গেল | Realme 14 5G Launch Date

Google Pixel 9a এর দাম ফাঁস

জার্মান ই-কমার্স ওয়েবসাইট এক্সপার্ট টেকনোমার্কট জানিয়েছে, গুগল পিক্সেল ৯এ এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৪৯ ইউরো (প্রায় ৫২,০০০ টাকা)। এটি কালো, ধূসর, গোলাপী এবং বেগুনি রঙে ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে এবং এখানে বলা হয়েছে যে, ফোনটির ১০ থেকে ১৪ দিনের মধ্যে শিপিং শুরু হবে।

READ MORE:  অ্যান্ড্রয়েড ফোনে এবার ৮ বছর ধরে আপডেট, হাত মেলাল Google ও Qualcomm | Android Smartphone get 8 Years Update

Google Pixel 9a ফিচার (সম্ভাব্য)

গুগল পিক্সেল ৯এ ডিভাইসে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৩ ইঞ্চি AMOLED ডিসপ্লে আছে। ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ৩ ব্যবহার করা হয়েছে। আসন্ন হ্যান্ডসেটটি পিক্সেল ৯ এবং ৯ প্রো এর মতো দেখতে হবে বলে আশা করা হচ্ছে।

পারফরম্যান্সের জন্য পিক্সেল ৯এ মডেলে গুগলের নিজস্ব টেনসর জি৪ চিপসেটে ব্যবহার করা হতে পারে, যার সাথে ৮ জিবি LPDDR5X র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত আছে। গুগল অতিরিক্ত সুরক্ষার জন্য টাইটান এম২ চিপও অন্তর্ভুক্ত করতে পারে।

READ MORE:  iPhone 16e Sales: ভারতেই আস্থা অ্যাপলের, দেশে তৈরি নতুন iPhone 16e বিক্রি হবে বিদেশেও | iPhone 16e Made in India Assembled

ফটোগ্রাফির জন্য গুগল পিক্সেল ৯এ ফোনে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ১৩-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৩ ওয়াট ওয়্যার্ড এবং ৭.৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে।

Scroll to Top