Gori Nagori: লেহেঙ্গা -চোলিতে সাহসী ডান্স গোরি নাগোরির, দেখে পাগল হয়ে গেলেন ভক্তরা

ইন্টারনেটের এই যুগে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে হাজার হাজার ভিডিও। পশু-পাখিদের ভিডিও থেকে শুরু করে হাস্যকর ভিডিও, সংবাদ শিরোনামে জায়গা করে নিচ্ছে বলিউড অভিনেত্রীদের সাহসী নাচের ভিডিওর পাশাপাশি ভারতীয় যুবতীদের উত্তপ্ত ডান্সের ভিডিওগুলি। ফলে আজকের দিনে ভারতের অধিকাংশ যুবতী সোশ্যাল মিডিয়ায় নিজেদের ফ্যান ফলোয়ার্স তৈরি করতে ব্যস্ত রয়েছেন। শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য নয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লক্ষাধিক টাকা উপার্জনের লক্ষ্যেও অধিকাংশ যুবতীরা সাহসিকতার চরম সীমা উত্তীর্ণ করতে দ্বিধাবোধ করছেন না।

READ MORE:  Anurager Chhowa: TRP ফেরাতে মেগা টুইস্ট অনুরাগের ছোঁয়ায়, আসছে নতুন সোনা-রুপা, কারা তাঁরা? | Big Changes For Target Rating Point

তবে ডিজিটাল প্লাটফর্মে সাহসী নাচের ভিডিও যাদের হাত ধরে পরিচয় লাভ করেছে, তারা হলেন হরিয়ানার সেক্সি নিত্য শিল্পীরা। স্বপ্না চৌধুরী, সুনিতা বেবি, মুসকান বেবি, পায়েল চৌধুরী, রচনা তিওয়ারির মতো অগণিত সাহসী যুবতীদের হাত ধরে আজ ডিজিটাল প্লাটফর্মে সাহসী নাচের ভিডিও হয়ে উঠেছে তীব্র জনপ্রিয়। আপনারা জানলে অবাক হবেন, হরিয়ানার এমন একাধিক সেক্সি যুবতী রয়েছেন, যাদের ফলোয়ার্স সংখ্যা বলিউডের তারকা অভিনেত্রীদের চেয়েও বেশি। আর এই সমস্ত যুবতীদের তালিকায় প্রথম সারিতে রয়েছেন হট ডান্সার গোরি নাগোরি। বিগত কয়েক বছরে এই সাহসী নৃত্যশিল্পীর একাধিক ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে।

READ MORE:  ‘মিনি হার্ট অ্যাটাক’ শ্রুতির? কী হল অভিনেত্রীর?

আমরা আপনাদের বলি, হরিয়ানার অন্যতম জনপ্রিয় এই নৃত্যশিল্পীর সেক্সি ফিগার দেখে নিয়ন্ত্রণ হারায়নি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। খোলা স্টেজে উত্তাপ সৃষ্টি করার জন্য নিজের শরীরে জল ঢালার পাশাপাশি দেহের নরম অঙ্গ ঝাঁকিয়েও ডান্স করতে দেখা গেছে এই সেলিব্রেটিকে। বর্তমানে সেক্সি নৃত্যশিল্পী গোরি নাগোরির “থুমকা” গানটি রীতিমত ভাইরাল হচ্ছে ইউটিউবে। এই গানে গোরি নাগোরিকে আইটেম ডান্স করতে দেখা গেছে। ভিডিওটিতে লাবণ্যময়ী গোরি নাগোরির উত্তপ্ত পারফরমেন্স বর্তমানে ঘাম ঝরাচ্ছে বিনোদনপ্রেমীদের। আপনারা জানলে অবাক হবেন, ইউটিউবে এই ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকে তিন লাখের বেশি মানুষ উপভোগ করেছে। রইল ভাইরাল ভিডিওর লিংক-

READ MORE:  Sreeparna Roy: বিরতি শেষ, জি বাংলার হাত ধরে কামব্যাক করছেন শ্রীপর্ণা, প্রকাশ্যে নতুন মেগার নাম | Sriparna Roy comeback with Zee Bangla New Serial Sakhi Bhalobasa Kare Koi

Scroll to Top