Government Employee: দোলের আগে লটারি লাগল লক্ষ লক্ষ কর্মীর, আচমকাই বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার | Government Of Madhya Pradesh Hike Salary
শ্বেতা মিত্র, কলকাতা: দোলের আগেই ফের একবার বড় ঘোষণা হয়ে গেল আর এই ঘোষণা বেতন বৃদ্ধি সংক্রান্ত হয়েছে। দোলের মাত্র কয়েকদিন বাকি থাকতে কর্মচারী ও শ্রমিকদের বড় উপহার দিয়ে রাজ্য সরকার প্রতি মাসে ২৪৩৪ টাকা বেতন বৃদ্ধি করেছে। এই নিয়ে ইতিমধ্যেই সরকারি নির্দেশিকা অবধি জারি করা হয়েছে। আউটসোর্সিং কর্মচারী ও শ্রমিকদের ন্যূনতম মজুরিতে এই বৃদ্ধি করা হয়েছে।
ইন্দোর হাইকোর্টের সিদ্ধান্তের পর, শ্রম বিভাগ বৃহস্পতিবার বেতন বৃদ্ধির আদেশ জারি করেছে। আসলে মধ্যপ্রদেশে বেতন বৃদ্ধি করা হয়েছে। কর্মচারী ও শ্রমিকদের বড় উপহার দিয়ে রাজ্য সরকার প্রতি মাসে ২৪৩৪ টাকা বেতন বৃদ্ধি করেছে। এমপির আউটসোর্সড কর্মচারী ও শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির নির্দেশ জারি করা হয়েছে। কর্মচারী এবং শ্রমিকরা শুধুমাত্র ২০২৫ সালের মার্চ থেকে এর সুবিধা পাবেন।
রাজ্যের ২১ লক্ষ আউটসোর্সড কর্মচারী ও শ্রমিক এর সুবিধা পাবেন। তাদের বেতন প্রতি মাসে ১৬২৫ টাকা থেকে বেড়ে ২৪৩৪ টাকা হবে। শ্রম বিভাগ বেতন বৃদ্ধির আদেশ জারি করেছে কিন্তু ১১ মাসের বকেয়া সম্পর্কে কিছুই স্পষ্ট করেনি। আউটসোর্সার এবং শ্রমিক ইউনিয়নগুলি কেবল ২০২৪ সালের এপ্রিল থেকে বর্ধিত মজুরি এবং বকেয়া পরিশোধ করবে বলে আশা করা হচ্ছে।
১০ ফেব্রুয়ারি হাইকোর্টের ইন্দোর বেঞ্চের দেওয়া সিদ্ধান্তের পর শ্রম বিভাগ এই পদক্ষেপ নিয়েছে। আদালত সরকারকে টেক্সটাইল শিল্পে কর্মরত শ্রমিকদের জন্য একটি পৃথক ন্যূনতম মজুরি নির্ধারণের নির্দেশও দিয়েছে। এই শিল্পগুলিতে নিযুক্ত প্রায় ৪ লক্ষ শ্রমিককে বর্ধিত মজুরির জন্য অপেক্ষা করতে হবে। এর আগে, আউটসোর্সড কর্মচারী ও শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির বিজ্ঞপ্তির বিরুদ্ধে এমপি টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের দায়ের করা আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.