Govt Employees Allowance: DA নয়, তবে মাসের শুরুতেই সুখবর, ২৫% বাড়ল ভাতা! কর্মীদের সুখবর দিল সরকার | Child Education Allowance Hiked By 25% Announced By Haryana Government
পার্থ সারথি মান্না, কলকাতাঃ বাজেটের দিনেই সরকারি কর্মীদের জন্য এল বিরাট সুখবর। জানুয়ারি মাসের পয়লা তারিখ থেকেই বাড়ল ভাতা। অল্প স্বল্প নয় একেবারে ২৫% বেড়েছে ভাতা ফলে অনেকটাই বেশি টাকা পাওয়া যাবে। কোন খাতে এই বৃদ্ধি হল ও কোন কর্মীরা পাবেন? জানতে হলে আজ প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
যেমনটা জানা যাচ্ছে সন্তানদের পড়াশোনার জন্য ভাতা পেয়ে থাকেন সরকারি কর্মীরা। এবার ভাতাই ২৫% বাড়ানো হয়েছে। আসলে কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী মহার্ঘ ভাতা যদি ৫০% বেড়ে যায় থাকে সন্তানের পড়াশোনার জন্য পাওয়া ভাতার পরিমাণ ২৫% হারে বাড়ানো হবে। সেই হিসাবেই এই বৃদ্ধি হয়েছে। তবে এই ঘোষণা হরিয়ানা সরকারের তরফ থেকে করা হয়েছে। তাই এই রাজ্যের সরকারি কর্মীরা কেন্দ্রের হারেই ভাতা পাবেন বলে জানা যাচ্ছে।
যেহেতু সপ্তম পে কমিশন অনুযায়ী, জানুয়ারি মাসেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৫৩% হয়ে গিয়েছে তাই একাধিক বিভাগের তরফ থেকে ভাতার পরিমাণ সংশোধনের জন্য দাবি জানানো হচ্ছিল। এবার সেই হিসাবেই নতুন করে ভাতার পরিমাণ বাড়ানো হচ্ছে হরিয়ানা সরকারের তরফ থেকে।
এবার অনেকেই ভাবছেন ২৫% বৃদ্ধি পাওয়ার পর কতটাকা করে পাওয়া যাবে? উত্তর হল আলাদা আলাদা ক্ষেত্রে টাকার পরিমাণ ভিন্ন হবে। প্রতিমাসে ছেলে মেয়েদের পড়াশোনার খরচ হিসাবে ২৮১২.৫ টাকা, ও হোস্টেল ভাড়া হিসাবে ৮৪৩৭.৫ টাকা পাওয়া যাবে। এছাড়া যদি সন্তান বিশেষ ভাবে সক্ষম হয় সেক্ষেত্রে প্রতিমাসে ৫৬২৫ টাকা পাবেন। আর যদি কর্মী নিজেও একজন বিশেষভাবে সক্ষম মহিলা হন তাহলে সন্তানদের দেখাশোনার জন্য তাকেও ৩৭৫০ টাকা দেওয়া হবে।
প্রসঙ্গত, সরকারি নির্দেশিকা অনুযায়ী সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরা যারা সন্তানের পড়াশোনার খরচ পান তারা আসল খরচ যাই হোক না কেন, মাসে ২৮১২.৫ টাকা ও হোস্টেল খরচ বাবদ ৮৪৩৭.৫ টাকা পেয়ে যাবেন। এছাড়াও যারা বিশেষভাবে সক্ষম বা তাদের সন্তানেরা বিশেষভাবে সক্ষম আসল খরচ যাই হোক, নিয়ম অনুযায়ী ভাতার টাকা পেয়ে যাবেন।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সে যোগ দিতে পারেন ভারতের অন্যতম সেরা…
প্রীতি পোদ্দার, কলকাতা: বৈশাখের শুরুতে ঝড় বৃষ্টির আবহে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল তাপমাত্রা। কিন্তু দুর্যোগের মেঘ…
সৌভিক মুখার্জী, কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কেন্দ্র সরকার গুজরাটে অবৈধ বাংলাদেশি নাগরিকদের (Bangladeshi…
প্রীতি পোদ্দার, কলকাতা: রাত পেরোলেই আগামীকাল দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে পুণ্যার্থীদের। কারণ অক্ষয় তৃতীয়ার…
সহেলি মিত্র, কলকাতাঃ এপ্রিল মাস শেষ হওয়ার আগে ফের একবার বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক…
আপনি কি মে মাসে কোন ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ সারতে চান? তাহলে আগে থেকেই মে মাসের…
This website uses cookies.