Great News For Mohun Bagan: মোহনবাগানে খুশির হাওয়া! প্লে অফের আগেই সুখবর, ফিরছেন সাহাল? | Sahal Returning To Mohun Bagan After Injury
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ISL-এ একপ্রকার অপ্রতিরোধ্য মোহনবাগান (Mohun Bagan)। এ মরসুমে দুর্দান্ত ফুটবল খেলে লিগ শিল্ড নিশ্চিত করেছে গঙ্গা পাড়ের ছেলেরা। এখন লক্ষ্য প্লে অফ। আর সেই কারণেই ইতিমধ্যেই গোছানো ফুটবল দল নিয়ে প্রস্তুতি শুরু করেছেন হোসে মোলিনা। এমতাবস্থায় বাগান শিবিরে খুশির হাওয়া, শোনা যাচ্ছে, মঙ্গলবারের প্লে অফের আগেই দলে ফিরছেন তাবড় ফুটবলার সাহাল আব্দুল সামাদ। সূত্র বলছে, প্লে অফে খেলতে পারেন তিনি।
শেষবারের মতো 5 ফেব্রুয়ারি পাঞ্জাব এফসির বিরুদ্ধে বাগান প্লেয়ারদের সঙ্গ দিয়েছিলেন সামাদ। সেই ম্যাচে 39 মিনিটের মাথায় ব্যাপক চোট পান বাগান তারকা। আর এরপরই একপ্রকার বাধ্য হয়ে তাঁকে তুলে নেয় মোহনবাগান ম্যানেজমেন্ট।
চোট কাটাতে প্রথম থেকেই সাইডলাইনে রিহ্যাব করারচ্ছিলেন খেলোয়াড়। অবশেষে সমস্ত জল্পনা কাটিয়ে মোহনবাগানে ফিরছেন পুরনো সৈনিক। বেশ কয়েকটি সূত্র বলছে, আগামী এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ নাগাদ তাঁকে দলে পেতে পারেন মোলিনা।
গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে সামাদকে ছাড়াই আক্রমন শানিয়েছে বাগান প্লেয়াররা। তবে মার্চ মাস পড়তেই ফুটবলারকে নিয়ে আশার আলো দেখতে পাচ্ছেন মোলিনা। সূত্র বলছে, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের প্লে অফ। এই মঞ্চে মোহনবাগানের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি ও জামশেদপুর এসি-র মধ্যেকার জয়ী দল।
শক্তিশালী দলের বিরুদ্ধে মাঠে নামার আগেই সুখবর পেল বাগান। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানাচ্ছে, সম্ভবত মঙ্গলবারের আগেই ফিট হয়ে মোলিনার দলে যোগ দিতে পারেন সামাদ। আর সেই সূত্র ধরেই তাঁকে নিয়ে প্লে অফ খেলবে মোহনবাগান।
অবশ্যই পড়ুন: ফুটবলার পিকে ব্যানার্জীর বাড়িতে খুন? ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ! গ্রেফতার গাড়ি চালক
ইন্ডিয়ান সুপার লিগের নির্ধারিত সূচি অনুযায়ী, ইতিমধ্যেই লিগ শিল্ড নিশ্চিত করে প্লে অফ জায়গা করেছে মোহনবাগান। ফলত, এবারের মরসুমে প্রতিপক্ষ দলগুলির সাথে প্লে অফে লড়বে বাগান প্লেয়াররা। মোহনবাগান ছাড়াও শক্তিশালী দল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসি, এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি এবং মুম্বাই সিটি এফসি চলতি ISL-এর প্লে অফে খেলবে। সেক্ষেত্রে বলে রাখি, এফসি গোয়া খেলবে বেঙ্গালুরু এফসি ও মুম্বাই সিটি এফসির মধ্যে জয়ী দলের বিরুদ্ধে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৬ই মার্চ, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন কাটবে আজ…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিটা মন্দিরেই বিগ্রহের পাশাপাশি মন্দিরে মন্দিরে প্রণামী বাক্স থাকে। কিন্তু দর্শনার্থী, ভক্তেরা…
আপনি যদি জিও ব্যবহারকারী হন এবং একটি সাশ্রয়ী মূল্যের পরিকল্পনার সন্ধানে থাকেন, তাহলে একটি দুর্দান্ত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
ভারতে এবার উচ্চগতির ইন্টারনেট পরিষেবার যুগ শুরু হতে চলেছে। এলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্যাটেলাইট ভিত্তিক…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিজীবীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি (EPF) আর্থিক সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি…
This website uses cookies.