Great News For Team India: শক্তি বাড়ল টিম ইন্ডিয়ার, বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগেই চরম সুখবর | Shubman Gill In Top Of ICC ODI Ranking

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশের ম্যাচের আগেই দলের তরুণ ক্রিকেটারকে নিয়ে সুখবর পেল ভারত(Team India)। বুধবার থেকে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত মিনি বিশ্বকাপের যাত্রা। প্রথম দিনই নিউজিল্যান্ড বাহিনীর বিপক্ষে মাঠে নেমেছে আয়োজক পাকিস্তান। এমতাবস্থায়, পুরুষদের সর্বশেষ ওয়ানডের র‍্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ICC।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

আর সেই তালিকার শীর্ষে নাম রয়েছে ভারতের তরুণ ব্যাটসম্যান শুভমন গিলের। হ্যাঁ, পুরুষদের আন্তর্জাতিক ওয়ানডে র‍্যাঙ্কিং তালিকার মগডালে যে জায়গা এতদিন ধরে রেখেছিলেন পাক তারকা, বাবর আজম। এবার সেই শীর্ষস্থান বাবরের কাছ থেকে কেড়ে নিলেন টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ খেলোয়াড়। রিপোর্ট বলছে, ইংল্যান্ডের বিপক্ষে সাম্প্রতি তার ওয়ানডে ফর্মই তাঁকেই এই সাফল্য দিয়েছে।

READ MORE:  Petrol Diesel Price Today: প্রায় ১ টাকা বাড়ল পেট্রলের দাম, আজ ডিজেলের রেট কত? | Petrol And Diesel Fuel Price Today

ইংল্যান্ড সিরিজে দুরন্ত ছন্দে ছিলেন গিল

ইংরেজদের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজের 3 ম্যাচেই দুর্দান্ত ছন্দে ছিলেন ভারতীয় তারকা শুভমন। জস বাটলারদের বিরুদ্ধে বিগত 3 ওয়ানডে ম্যাচেই ব্যাটিং দাপট অব্যাহত ছিল তাঁর। তথ্য বলছে, ইংলিশ ব্রিগেডের বিপক্ষে 3 ম্যাচে দুটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন গিল। মনে করা হচ্ছে, সাম্প্রতিক ওয়ানডে ফরম্যাটে দুর্দান্ত ফর্মের কারণেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার ওয়ানডে র‍্যাঙ্কিং তালিকার একেবারে শীর্ষ জায়গা পেয়েছেন শুভমন।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

পিছিয়ে পড়লেন বাবর আজম

পুরুষদের আন্তর্জাতিক ওয়ানডে আসরে নিজের দুর্দান্ত পারফরমেন্সের কারণে এতদিন র‍্যাঙ্কিং তালিকার মগডালে চেপে বসেছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম। তবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার 2023 ওয়ানডে র‍্যাঙ্কিং তালিকা প্রকাশ্যে আসতেই জায়গা বদল হলে পাক ক্রিকেটারের। হ্যাঁ, খেলোয়াড়ের পারফরমেন্স ও আইসিসির বিচারে সদ্য প্রকাশিত তালিকায় 773 পয়েন্ট পেয়েছেন বাবর। যেখানে দুর্দান্ত পারফর্ম করে 796 পয়েন্টে দ্বিতীয়বারের জন্য তালিকার শীর্ষ জায়গা পেয়েছেন গিল।

READ MORE:  Injury Of Virat Kohli: ফাইনালের আগেই চোট কোহলির! রবিবার খেলবেন? ভয় ধরাচ্ছে নতুন কারণ | Injury Update Of Virat Kohli

তৃতীয় স্থানে রোহিত শর্মা

সম্প্রতি টেস্ট সিরিজ গুলিতে নিজের ব্যর্থতার পরিধি বাড়ালেও ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ানডেতে শতরান হাঁকিয়েছিলেন অধিনায়ক রোহিত। তবে ইংরেজদের বিরুদ্ধে শুধু সাম্প্রতিক পারফরমেন্সই নয়, নিজের ক্রিকেট কেরিয়ারে এই ওয়ানডে ফরম্যাট অত্যন্ত পছন্দ করেন রোহিত। আর সেই কারণেই এই সংস্করণে তার রেকর্ডও খুব ভাল। রিপোর্ট বলছে, শর্মার ওয়ানডে ফর্মকে গুরুত্ব দিয়ে এবার পুরুষদের আন্তর্জাতিক ওয়ানডে র‍্যাঙ্কিং তালিকায় তাঁকে তৃতীয় স্থানে জায়গা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।

অবশ্যই পড়ুন: বিনামূল্যে ভারত-বাংলাদেশ ম্যাচ দেখতে চান? রইল ফ্রি চ্যানেল ও OTT-র হদিশ

চ্যাম্পিয়নস ট্রফির আগে শক্তি বাড়ল ভারতের?

বৃহস্পতিতে দুবাইয়ের মাঠ দখল করবেন রোহিত শর্মার নেতৃত্বাধীন বাহিনী। প্রতিপক্ষ ওপার বাংলার শান্ত-দল। এই হাই ভোল্টেজ ম্যাচ দিয়েই বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া। পরিস্থিতি যখন এমন ঠিক সেই মোক্ষম সময়ে, আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিং তালিকার শীর্ষে এবং তৃতীয় স্থানে দুই ভারতীয়র নাম দেখে দলের বাকিদের আত্মবিশ্বাস যে চওড়া হবে এ কথা বলার অবকাশ রাখে না। অধিনায়ক রোহিত তো রয়েছেনই সেই সাথে গিলের ওয়ানডে ফরম্যাটে এগিয়ে থাকার রেকর্ড মেন ইন ব্লু-র ছেলেদের নতুন আশা যোগাবে একথা একপ্রকার নিশ্চিত।

READ MORE:  India Vs Bangladesh: ভারতকে কীভাবে হারাতে পারবে বাংলাদেশ, জানিয়ে দিলেন শান্ত | Najmul Hossain Shanto Over Tomorrows Match