GST On UPI: ২০০০ টাকার বেশি UPI লেনদেনে ১৮% GST? কেন্দ্রের কাছে গেল প্রস্তাব | Central Government
সৌভিক মুখার্জী, কলকাতা: ডিজিটাল লেনদেনকে আরও নয়া উচ্চতায় নিয়ে যেতে বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটলো কেন্দ্র। হ্যাঁ, অনলাইন পেমেন্টকে এবার করের আওতায় নিয়ে আসার প্রস্তাব সামনে এসেছে। জানা গিয়েছে, 2000 টাকার বেশি UPI লেনদেনে এবার 18% জিএসটি ধার্য করতে চলেছে কেন্দ্র সরকার। হ্যাঁ একদম ঠিকই পড়েছেন। কিন্তু আদৌ কি কার্যকর হবে এই নিয়ম? জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।
কোভিডের পরবর্তী সময় থেকে ভারতে ডিজিটাল লেনদেন রকেটের গতিতে এগোচ্ছে। প্রতিদিন প্রায় কোটি কোটি ইউপিআই লেনদেন হচ্ছে। ফলে সরকার রাজস্ব বাড়ানোর জন্য জিএসটি ধার্য করতে চলেছে। সরকারের মূল লক্ষ্য – ডিজিটাল লেনদেনকে ট্যাক্সের আওতায় নিয়ে আসা, যাতে কর ফাঁকি দেওয়ার সুযোগ কমে এবং দেশের অর্থনীতি আরো উন্নত হয়।
সুত্রের খবর, ইউপিআই লেনদেনের ক্ষেত্রে 2000 টাকার সীমা পেরোলে এবার ধার্য হতে পারে জিএসটি। আর সেই জিএসটির পরিমাণ দাঁড়াচ্ছে 18%। এমনকি এও জানা যাচ্ছে, ব্যক্তি থেকে ব্যক্তি বা ব্যক্তি থেকে ব্যবসায়ী, কোন পার্থক্য থাকবে না। সবার উপরেই একই হারে জিএসটি প্রযোজ্য হবে।
বর্তমানে এই প্রস্তাব নিয়ে পর্যালোচনা করছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক দপ্তর। এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি আসেনি। তাই বাস্তবে এখনো জিএসটি চালু হওয়ার কোন গ্যারান্টি নেই। তবে হঠাৎ করে যদি GST চালু করা হয়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।
এক্ষেত্রে জানিয়ে রাখি, বড় লেনদেনের ক্ষেত্রে ট্রানজেকশন ট্যাক্সের চার্জ আরোপ করলে করের বোঝা সামাল দেওয়া যাবে এবং ব্যাঙ্কিং অবকাঠামো উন্নত হবে। ডিজিটাল লেনদেনের গতি বাড়ানো এবং রাজস্ব নিশ্চিত করা, এই দুইয়ের লক্ষ্যেই কেন্দ্র সরকার এই নয়া নিয়ম চালু করতে চলেছে। তবে 18% জিএসটি আরোপের প্রস্তাব কবে অনুমোদন পাবে, সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যাচ্ছে না।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২০ই এপ্রিল, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন যেতে চলেছে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) আগামী ২৫শে…
নুবিয়া সম্প্রতি নিশ্চিত করেছে যে তারা আগামী ২৮ এপ্রিল চীনে Nubia Z70S Ultra Photographer Edition…
গোটা দেশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে 5G নেটওয়ার্ক। প্রথমে Reliance Jio এবং Airtel তাদের গ্রাহকদের…
সৌভিক মুখার্জী, কলকাতা: এমন একটা সময় ছিল, যখন দিল্লি থেকে মুম্বাই বা গুরগাঁও থেকে বড়োদরার…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত সপ্তাহ থেকেই সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বাংলা জুড়ে হিংসার আগুন জ্বলে…
This website uses cookies.