GST On UPI: ২০০০ টাকার বেশি UPI লেনদেনে ১৮% GST? কেন্দ্রের কাছে গেল প্রস্তাব | Central Government
সৌভিক মুখার্জী, কলকাতা: ডিজিটাল লেনদেনকে আরও নয়া উচ্চতায় নিয়ে যেতে বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটলো কেন্দ্র। হ্যাঁ, অনলাইন পেমেন্টকে এবার করের আওতায় নিয়ে আসার প্রস্তাব সামনে এসেছে। জানা গিয়েছে, 2000 টাকার বেশি UPI লেনদেনে এবার 18% জিএসটি ধার্য করতে চলেছে কেন্দ্র সরকার। হ্যাঁ একদম ঠিকই পড়েছেন। কিন্তু আদৌ কি কার্যকর হবে এই নিয়ম? জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।
কোভিডের পরবর্তী সময় থেকে ভারতে ডিজিটাল লেনদেন রকেটের গতিতে এগোচ্ছে। প্রতিদিন প্রায় কোটি কোটি ইউপিআই লেনদেন হচ্ছে। ফলে সরকার রাজস্ব বাড়ানোর জন্য জিএসটি ধার্য করতে চলেছে। সরকারের মূল লক্ষ্য – ডিজিটাল লেনদেনকে ট্যাক্সের আওতায় নিয়ে আসা, যাতে কর ফাঁকি দেওয়ার সুযোগ কমে এবং দেশের অর্থনীতি আরো উন্নত হয়।
সুত্রের খবর, ইউপিআই লেনদেনের ক্ষেত্রে 2000 টাকার সীমা পেরোলে এবার ধার্য হতে পারে জিএসটি। আর সেই জিএসটির পরিমাণ দাঁড়াচ্ছে 18%। এমনকি এও জানা যাচ্ছে, ব্যক্তি থেকে ব্যক্তি বা ব্যক্তি থেকে ব্যবসায়ী, কোন পার্থক্য থাকবে না। সবার উপরেই একই হারে জিএসটি প্রযোজ্য হবে।
বর্তমানে এই প্রস্তাব নিয়ে পর্যালোচনা করছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক দপ্তর। এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি আসেনি। তাই বাস্তবে এখনো জিএসটি চালু হওয়ার কোন গ্যারান্টি নেই। তবে হঠাৎ করে যদি GST চালু করা হয়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।
এক্ষেত্রে জানিয়ে রাখি, বড় লেনদেনের ক্ষেত্রে ট্রানজেকশন ট্যাক্সের চার্জ আরোপ করলে করের বোঝা সামাল দেওয়া যাবে এবং ব্যাঙ্কিং অবকাঠামো উন্নত হবে। ডিজিটাল লেনদেনের গতি বাড়ানো এবং রাজস্ব নিশ্চিত করা, এই দুইয়ের লক্ষ্যেই কেন্দ্র সরকার এই নয়া নিয়ম চালু করতে চলেছে। তবে 18% জিএসটি আরোপের প্রস্তাব কবে অনুমোদন পাবে, সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যাচ্ছে না।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: আমেরিকার শুল্ক যুদ্ধের মাঝে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে ভারত। এদিকে দেশের…
Business Idea: করোনা মহামারীর পর অনেকেই চাকরির আশা ছেড়ে ব্যবসার দিকে পা বাড়াচ্ছে। কারণ অনেকে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আমরা সাধারণত কোন ট্যাবলেট বা ইলেকট্রনিক ডিভাইস কেনার আগে তার ফিচার, দাম,…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বন্ধু ভারতের কথা রাখল শ্রীলঙ্কা। দিল্লির আপত্তির জের, বাতিল হয়ে গেল পাকিস্তান-শ্রীলঙ্কা…
সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি সদ্য পাস করা একজন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা হোল্ডার? তাহলে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সুপার কাপে সেরা দল নিয়ে নামছে না মোহনবাগান (Mohun Bagan)। ইন্ডিয়ান সুপার…
This website uses cookies.