Haier M80F Mini LED 4K Smart TV Display: 85 ইঞ্চি পর্যন্ত স্ক্রিন ও দুর্দান্ত কালার সিস্টেম সহ Haier M80F Mini LED 4K স্মার্ট টিভি লঞ্চ হল | Haier M80F Mini LED 4K Smart TV Launched in India
Haier সম্প্রতি ভারতে লঞ্চ করল Haier M80F Mini LED 4K স্মার্ট টিভি। এই লাইনআপের অধীনে ৫৫-ইঞ্চি, ৬৫-ইঞ্চি, ৭৫-ইঞ্চি এবং ৮৫-ইঞ্চি ডিসপ্লে সাইজে বাজারে এসেছে। মিনি LED প্রযুক্তি সম্পর্কে বলা হয় যে, এটি বেশি উজ্জ্বলতা এবং সঠিক কনট্রাস্ট প্রদান করে। এই সিরিজের টিভিগুলিতে HDR10 এবং ডলবি ভিশন IQ প্রযুক্তি সাপোর্ট করবে, যা দুর্দান্ত ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স দেবে। আসুন এই সিরিজের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Haier M80F সিরিজের মিনি LED 4K স্মার্ট টিভির দাম ভারতীয় বাজারে ৫৭,৯৯০ টাকা থেকে শুরু হচ্ছে। এই লাইনআপটি বিভিন্ন রিটেল স্টোর এবং ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে কেনা যাবে
হায়ার M80F সিরিজ মিনি LED 4K স্মার্ট টিভি ৫৫-ইঞ্চি, ৬৫-ইঞ্চি, ৭৫-ইঞ্চি এবং ৮৫-ইঞ্চি ডিসপ্লে সাইজে পাওয়া যাবে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৮০০ নিটস পিক ব্রাইটনেস লেভেল, HDR10, ডলবি ভিশন আইকিউ, মিনি LED এবং MEMC প্রযুক্তি সাপোর্ট করে। যা ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে আরও উন্নত করে এবং উন্নত মোশন ফ্লুইডিটির সাথে 4K রেজুলেশন ভিডিও অফার করে। চোখের সুরক্ষার জন্য এর স্ক্রিন TÜV লো ব্লু লাইট সার্টিফিকেশন প্রাপ্ত।
নতুন এই টিভিতে KEF অডিও সিস্টেমের উপলব্ধ, যা “সিনেম্যাটিক সাউন্ড” অফার করবে বলে দাবি করা হয়েছে। এতে “আল্ট্রা-রেসপন্সিভ” গেমিং অভিজ্ঞতা পাওয়া যাবে। এর সাথে ডলবি অ্যাটমস এবং dbx-tv সাপোর্টসহ সাবওফার দেওয়া হয়েছে।
হায়ার M80F সিরিজ মিনি LED 4K টিভিতে DLG প্রযুক্তি, ALLM (অটো লো লেটেন্সি মোড) এবং VRR (ভেরিয়েবল রিফ্রেশ রেট)-এর সাপোর্ট করে।
শ্বেতা মিত্র, কলকাতাঃ অক্ষরে অক্ষরে যেন মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। বদলাতে শুরু করেছে…
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) ভারতীয় ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত একটি উচ্চ-গতির ব্রডব্যান্ড প্ল্যান হাজির করেছে।…
মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে দুটোই দারুন বিকল্প। দাম ৩০,০০০ টাকার মধ্যে। Motorola Edge 60 Fusion এবং…
বাজারে ছেয়ে গিয়েছে 5G স্মার্টফোন। কিন্তু এর মধ্যে থেকে সঠিক ও ব্যবহারের জন্য উপযুক্ত মডেল…
ঘন ঘন রিচার্জ করতে না চাইলে Airtel এর এই প্ল্যান বেছে নিতে পারেন। দেশের দ্বিতীয়…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৪ঠা এপ্রিল, শুক্রবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
This website uses cookies.