লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Hardik Pandya: গোদের ওপর বিষফোঁড়া! MI-র ধারাবাহিক হারের মাঝেই হার্দিক পান্ডিয়াকে চরম শাস্তি দিল BCCI | BCCI Punished Hardik For Slow Over

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পরপর দুই ম্যাচে মুম্বইয়ের ধারাবাহিক হারের মাঝেই অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে(Hardik Pandya) বড়সড় শাস্তি দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে, গুজরাতের ম্যাচে স্লো ওভার রেটের কারণে মোটা অঙ্কের জরিমানা গুনলেন পান্ডিয়া। সূত্রের খবর, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হওয়ায় বিরাট শাস্তির মুখে পড়তে হল ভারতীয় তারকাকে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

দুঃসময়ের মাঝেই শাস্তি পেলেন পান্ডিয়া

একে প্রথম দুই ম্যাচের একটিতেও জায়গা করে উঠতে পারেনি MI, তার ওপর আবার দলের ছেলেদের একাধিক ভুল পদক্ষেপ। সবমিলিয়ে এবারের মরসুমের শুরুটা যথেষ্ট দুর্ভাগ্যের হয়েছে পান্ডিয়া বাহিনীর জন্য। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এমন দুঃসময়ের মাঝে GT-র বিরুদ্ধে পরাজয়ের পর অধিনায়ক পান্ডিয়াকে বড়সড় শাস্তি দিল BCCI।

READ MORE:  KKR Player: 'বর্ডার গাভাস্কার ট্রফিতে বিরাট প্রস্তাব পেয়েও ছেড়ে দিয়েছি', নীরবতা ভাঙলেন KKR তারকা | Kolkata Knight Riders Star Over BGT

খোঁজ নিয়ে জানা গেল, IPL 2025-এর নবম ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেননি পান্ডিয়া, আর সেই কারণেই তারকাকে মোটা অঙ্কের জরিমানা করেছে ভারতীয় ক্রিকেট। সূত্রের খবর, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হয়েছিলেন তিনি, তাই নিয়ম মেনে ভারতীয় তারকাকে 12 লক্ষ টাকা জরিমানা করেছে বোর্ড। অফিসিয়াল বিবৃতি জারি করে জানানো হয়, এ মরসুমে মুম্বই ইন্ডিয়ানস প্রথম অপরাধ করায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কোড অফ কন্ডাক্টের 2.2 ধারা অনুযায়ী, জরিমানার শাস্তি পেলেন পান্ডিয়া।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

আগেও একই কারণে শাস্তি পেয়েছেন হার্দিক

GT-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে 36 রানের ব্যবধানে পরাজিত হয়েছে হার্দিক পান্ডিয়ার দল। সেই সাথেই গোদের ওপর বিষফোঁড়ার মতো স্লো ওভার রেটের কারণে 12 লক্ষ টাকার জরিমানা গুনেছেন পান্ডিয়া। তবে এই ঘটনা এটাই প্রথম নয়, এর আগেও সমগোত্রীয় কারণে হার্দিক পান্ডিয়াকে নিষিদ্ধ করেছিল বোর্ড।

READ MORE:  IPL 2025: IPL শুরুর দু'সপ্তাহ আগেই চরম নিষেধাজ্ঞা জারি কেন্দ্রের! ব্যাপক ক্ষতির মুখে BCCI | Government Of Imposes Restrictions On BCCI

জানা যায়, গত বছর লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শেষের ম্যাচে ধীরগতির ওভারের কারণে নিষিদ্ধ হয়েছিলেন হার্দিক। আর সেই কারণেই চেন্নাইয়ের বিরুদ্ধে এবারের মরসুমের প্রথম ম্যাচে অংশ নিতে পারেননি পান্ডিয়া। এবারেও একেবারে প্রথম দিকেই একই কারণে শাস্তি পেলেন হার্দিক। বলে রাখি, IPL 2025 মরসুমে স্লো ওভার রেটের কারণে এই প্রথম কোনও অধিনায়ক শাস্তি পেলেন। এখন প্রশ্ন, তাহলে কি এবারেও নিষিদ্ধ হবেন পান্ডিয়া?

READ MORE:  CFL: কোর্টে ঝটকা খেল ইস্টবেঙ্গল | Diamond Harbor In Court Against East Bengal FC

অবশ্যই পড়ুন: IPL-র সর্বকালের সেরা একাদশ বাছলেন মঈন আলি, দলে KKR-এর মাত্র একজন! দেখুন লিস্ট

নিষিদ্ধ করা হবে হার্দিককে?

ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র দাবি করছে, স্লো ওভার রেটের কারণে ভারতীয় তারকাকে জরিমানা করা হয়েছে ঠিকই, তবে তাঁকে নিষিদ্ধ করবে না বোর্ড। কেননা, ইতিমধ্যেই ধীর ওভার রেটের জন্য অধিনায়কদের নিষিদ্ধ করার নিয়ম বাতিল করেছে BCCI। তাই নতুন নিয়ম অনুযায়ী, এবারের মরসুমে বাতিল হবেন না পান্ডিয়া। তবে সূত্র বলছে, শাস্তি হিসেবে খেলোয়াড়কে ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.