Hardik Pandya: গোদের ওপর বিষফোঁড়া! MI-র ধারাবাহিক হারের মাঝেই হার্দিক পান্ডিয়াকে চরম শাস্তি দিল BCCI | BCCI Punished Hardik For Slow Over
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পরপর দুই ম্যাচে মুম্বইয়ের ধারাবাহিক হারের মাঝেই অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে(Hardik Pandya) বড়সড় শাস্তি দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে, গুজরাতের ম্যাচে স্লো ওভার রেটের কারণে মোটা অঙ্কের জরিমানা গুনলেন পান্ডিয়া। সূত্রের খবর, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হওয়ায় বিরাট শাস্তির মুখে পড়তে হল ভারতীয় তারকাকে।
একে প্রথম দুই ম্যাচের একটিতেও জায়গা করে উঠতে পারেনি MI, তার ওপর আবার দলের ছেলেদের একাধিক ভুল পদক্ষেপ। সবমিলিয়ে এবারের মরসুমের শুরুটা যথেষ্ট দুর্ভাগ্যের হয়েছে পান্ডিয়া বাহিনীর জন্য। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এমন দুঃসময়ের মাঝে GT-র বিরুদ্ধে পরাজয়ের পর অধিনায়ক পান্ডিয়াকে বড়সড় শাস্তি দিল BCCI।
খোঁজ নিয়ে জানা গেল, IPL 2025-এর নবম ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেননি পান্ডিয়া, আর সেই কারণেই তারকাকে মোটা অঙ্কের জরিমানা করেছে ভারতীয় ক্রিকেট। সূত্রের খবর, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হয়েছিলেন তিনি, তাই নিয়ম মেনে ভারতীয় তারকাকে 12 লক্ষ টাকা জরিমানা করেছে বোর্ড। অফিসিয়াল বিবৃতি জারি করে জানানো হয়, এ মরসুমে মুম্বই ইন্ডিয়ানস প্রথম অপরাধ করায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কোড অফ কন্ডাক্টের 2.2 ধারা অনুযায়ী, জরিমানার শাস্তি পেলেন পান্ডিয়া।
GT-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে 36 রানের ব্যবধানে পরাজিত হয়েছে হার্দিক পান্ডিয়ার দল। সেই সাথেই গোদের ওপর বিষফোঁড়ার মতো স্লো ওভার রেটের কারণে 12 লক্ষ টাকার জরিমানা গুনেছেন পান্ডিয়া। তবে এই ঘটনা এটাই প্রথম নয়, এর আগেও সমগোত্রীয় কারণে হার্দিক পান্ডিয়াকে নিষিদ্ধ করেছিল বোর্ড।
জানা যায়, গত বছর লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শেষের ম্যাচে ধীরগতির ওভারের কারণে নিষিদ্ধ হয়েছিলেন হার্দিক। আর সেই কারণেই চেন্নাইয়ের বিরুদ্ধে এবারের মরসুমের প্রথম ম্যাচে অংশ নিতে পারেননি পান্ডিয়া। এবারেও একেবারে প্রথম দিকেই একই কারণে শাস্তি পেলেন হার্দিক। বলে রাখি, IPL 2025 মরসুমে স্লো ওভার রেটের কারণে এই প্রথম কোনও অধিনায়ক শাস্তি পেলেন। এখন প্রশ্ন, তাহলে কি এবারেও নিষিদ্ধ হবেন পান্ডিয়া?
অবশ্যই পড়ুন: IPL-র সর্বকালের সেরা একাদশ বাছলেন মঈন আলি, দলে KKR-এর মাত্র একজন! দেখুন লিস্ট
ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র দাবি করছে, স্লো ওভার রেটের কারণে ভারতীয় তারকাকে জরিমানা করা হয়েছে ঠিকই, তবে তাঁকে নিষিদ্ধ করবে না বোর্ড। কেননা, ইতিমধ্যেই ধীর ওভার রেটের জন্য অধিনায়কদের নিষিদ্ধ করার নিয়ম বাতিল করেছে BCCI। তাই নতুন নিয়ম অনুযায়ী, এবারের মরসুমে বাতিল হবেন না পান্ডিয়া। তবে সূত্র বলছে, শাস্তি হিসেবে খেলোয়াড়কে ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে।
ফ্ল্যাগশিপ ফোন মানেই বেশি দাম। কিন্তু সেটা একটু পুরনো হয়ে গেলেই দাম কমতে থাকে। ফলে…
Infinix Note 50X কোম্পানির নতুন বাজেট ফ্রেন্ডলি ফিচার সমৃদ্ধি ৫জি স্মার্টফোন। যা বেশ আলোড়ন ফেলেছে…
বাইক হোক বা স্কুটার, টু-হুইলার কেনার পর কিছুদিন না যেতেই ক্রেতাদের একাংশের তা নিয়ে অভিযোগের…
এখনকার সময়ে ভারতে ৮,০০০ টাকার মধ্যে 5G স্মার্টফোন খুঁজে পাওয়া বেশ কঠিন। কিন্তু কিছু ব্র্যান্ড…
চার চাকার বাজারে দেশ-বিদেশ মাতালেও দু’চাকার প্রতি এখনও পর্যন্ত টাটা মোটরসের কোনও আগ্রহ চোখে পড়েনি।…
সৌভিক মুখার্জী, কলকাতা: সোনা শুধুমাত্র একটি ধাতু নয়। বরং এটি সঞ্চয়, বিনিয়োগ, গয়না সবকিছুর এক…
This website uses cookies.