Haryanvi Dance Video: মুসকান বেবির দুর্দান্ত নাচে ঘুম উধাও স্বপ্নার, স্টাইলে মাত করল সবাইকে
আজকের সোশ্যাল মিডিয়ার যুগে ভাইরাল হওয়া যেন এক রকম ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আর এই তালিকায় নতুন সংযোজন হলেন **হরিয়ানভি নৃত্যশিল্পী মুসকান বেবি**। তার একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার উত্তাপ বাড়িয়ে তুলেছে।
মুসকান বেবির ভাইরাল হওয়া হরিয়ানভি নাচের ভিডিওতে তাকে দুর্দান্ত এক্সপ্রেশন এবং ঝকঝকে নাচের ছন্দে দেখা গেছে। দর্শকরা তার প্রতিটি মুভে উচ্ছ্বসিত হয়ে পড়েছেন। ভিডিওর কমেন্ট বক্সে ভক্তদের প্রশংসার বন্যা বইছে।
ভিডিওতে দেখা গেছে, মঞ্চে মুসকান বেবির পারফরম্যান্সের সময় ভক্তরা একেবারে সামনে চলে আসার জন্য মরিয়া হয়ে পড়েছেন। তার প্রতিটি স্টেপ, অঙ্গভঙ্গি আর ফ্লেয়ারে দর্শকরা যেন পাগল হয়ে যাচ্ছেন।
মুসকান বেবির স্টাইল আর গ্ল্যামার দেখে অনেকে বলছেন, তিনি এখন হরিয়ানভি ডান্স কুইন স্বপ্না চৌধুরীর জন্যও এক বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন। তার পারফরম্যান্স দেখে অনেকে বলছেন, এমন দুর্দান্ত নাচে স্বপ্নার জনপ্রিয়তাও এখন চ্যালেঞ্জের মুখে।
মুসকান বেবি ‘মেরা কে নাপেগা ভারত’ গানটিতে পারফর্ম করেছেন। টাইট স্যুট পরে স্টেজে তার মোহময়ী নাচ এবং দুর্দান্ত অভিব্যক্তিতে ভক্তরা মন্ত্রমুগ্ধ। তার নাচ দেখে দর্শকরা রীতিমতো ঘেমে উঠেছেন।
সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Motorola Edge 60 Fusion। এবার ডিভাইসটি বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে।…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ০৬ই এপ্রিল, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কাটবে?…
শ্বেতা মিত্র, কলকাতাঃ স্বপ্ন পূরণে কোনও বাধাই যে বাধা হয় না, তা আবারও একবার প্রমাণ…
নতুন ফোন কিনতে চান? তাহলে কয়েকটা দিন অপেক্ষা করে যান। কারণ আগামী সপ্তাহে ভারতীয় বাজারে…
25 হাজার টাকার কম দামে নতুন ফোন কিনতে চাইলে অ্যামাজনে আপনার জন্য দুর্দান্ত ডিল রয়েছে।…
ভালো সাউন্ডের জন্য অনেকেই ডলবি অডিও প্রযুক্তি সহ স্মার্ট টিভির (Smart TV) সন্ধান করেন, তাদের…
This website uses cookies.