HCL Recruitment 2025: হিন্দুস্তান কপার লিমিটেডে প্রচুর শূন্যপদ, নূন্যতম বেতন ২৮,২৮০ টাকা, দেখুন আবেদনের পদ্ধতি | HCL Recruitment 2025 Eligibility and Application Process
প্রীতি পোদ্দার, কলকাতা: চাকরির বাজারে একদিকে যেমন বেশ টানাটানি শুরু হয়েছে। তেমনই দুর্নীতির জাল যেন আরও বিস্তর করছে। কিন্তু এই আবহে এবার HCL বা হিন্দুস্থান কপার লিমিটেড চাকরিপ্রার্থীদের জন্য একটি দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে। সম্প্রতি এই রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে এক নিয়োগ-বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন পদমর্যাদায় নিয়োগ করা হবে কর্মী।
সম্প্রতি HCL বা হিন্দুস্তান কপার লিমিটেড নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে কোন পদে কত জনকে নিয়োগ করা হচ্ছে, স্যালারি কত, পদের নাম কী, সমস্ত তথ্য বিস্তারিত ভাবে আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করা হল।
এই বিজ্ঞপ্তিটি যেই ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে সেটি হল hindustancopper.com
হিন্দুস্তান কপার লিমিটেড বা HCL-এর তরফ থেকে যে সকল শূন্য পদের জন্য নিয়োগ করা হচ্ছে সেগুলি হল চার্জম্যান (ইলেক্ট্রিক্যাল), ইলেকট্রিশিয়ান A, ইলেকট্রিশিয়ান B এবং ডব্লিউইডি ‘B’।
হিন্দুস্তান কপার লিমিটেড বা HCL সংস্থার দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে মোট শূন্যপদের সংখ্যা ১০৩ টি। চার্জম্যান (ইলেক্ট্রিক্যাল) এর জন্য শূন্যপদের সংখ্যা ২৪ টি, ইলেকট্রিশিয়ান A পদের জন্য ৩৬ টি, ইলেকট্রিশিয়ান B এর জন্য ৩৬টি এবং ডব্লিউইডি ‘B’ পদের জন্য ৭টি শূন্যপদ রয়েছে।
হিন্দুস্তান কপার লিমিটেড বা HCL সংস্থার উল্লেখিত পদে নির্বাচিত প্রার্থীদের বেতন বিভাগ হিসেবে আলাদা হবে। চার্জম্যান (ইলেক্ট্রিক্যাল) এবং ইলেক্ট্রিশিয়ান ‘এ’ পদে নিযুক্তদের বেতন কাঠামো হবে যথাক্রমে মাসে ২৮,৭৪০ থেকে ৭২,১১০ টাকা এবং ২৮,৪৩০ থেকে ৫৯,৭০০ টাকা। অন্য দিকে, ইলেক্ট্রিশিয়ান ‘বি’ এবং ডব্লিউইডি ‘বি’ পদে নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ২৮,২৮০ টাকা থেকে ৫৭,৬৪০ টাকার মধ্যে।
HCL বা হিন্দুস্তান কপার লিমিটেড এর উল্লেখিত পদে আবেদনের জন্য বেশ কিছু যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে, নীচে সেই যোগ্যতা নিয়ে বিস্তারিত উল্লেখ করা হল।
এই সংস্থায় আবেদন করার জন্য প্রার্থীদের বিশেষ কয়েকটি যোগ্যতার প্রয়োজন। প্রত্যেকটা পদের ক্ষেত্রে ভিন্ন যোগ্যতা উল্লেখ করা হয়েছে। ইলেক্ট্রিশিয়ান ‘A’ পদে আবেদনের জন্য প্রার্থীদের ইলেক্ট্রিক্যালে ITI প্রদত্ত শংসাপত্র থাকতে হবে। পাশাপাশি ইলেক্ট্রিশিয়ান হিসাবে কাজ করার চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যদি কেউ দশম শ্রেণি পর্যন্ত উত্তীর্ণ থাকেন তাঁদের ইলেক্ট্রিশিয়ান হিসাবে ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়া, সরকারি ইলেক্ট্রিক্যাল ইনস্পেক্টর কর্তৃক প্রদত্ত ওয়্যারম্যান পারমিট থাকাও জরুরি। সঙ্গে ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে।
হিন্দুস্তান কপার লিমিটেড বা HCL সংস্থার বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে উল্লেখিত সমস্ত পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণিভুক্তদের নিয়োগের জন্য বয়সের ছাড় দেওয়া থাকবে।
প্রথমে আবেদনকারী প্রার্থীদের সমস্ত পদে লিখিত পরীক্ষা দিতে হবে। এরপর ট্রেড টেস্ট এবং রাইটিং এবিলিটি টেস্ট নেওয়া হবে। তখনই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে নির্বাচিত প্রার্থীদের। এরপর নির্দিষ্ট দিনে নির্বাচিত প্রার্থীদের জয়েনিং লেটার দেওয়া হবে।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীদেরকে উল্লেখিত পদে আবেদনের জন্য প্রথমে HCL এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে হোম পেজে “ক্যারিয়ার” বিভাগ নির্বাচন করতে হবে। এরপর নিয়োগ সংক্রান্ত লিঙ্কে ক্লিক করে নিতে হবে। তার আগে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর আবেদনপত্র খুললে সেখানে আবেদনকারীর প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে। সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করার পর আবেদন ফি
জমা দিতে হবে। এবং ভবিষ্যতে প্রমাণ স্বরূপ আবেদন ফি জমা দেওয়ার রিসিপ্ট কপি বের করে নিতে হবে।
হিন্দুস্তান কপার লিমিটেড বা HCL সংস্থায় আবেদন করার জন্য অবশ্যই প্রার্থীদের আবেদন ফি দিতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা ছাড়া বাকিদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ৫০০ টাকা। এবং SC, ST এবং প্রতিবন্ধী প্রার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে আবেদন পত্র জমা দিতে হবে।
হিন্দুস্তান কপার লিমিটেড বা HCL সংস্থায় উল্লিখিত পদগুলির আবেদন ইতিমধ্যেই শুরু হতে গিয়েছে। এবং এই সংস্থায় আবেদনের শেষ দিন ধার্য করা হয়েছে আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৫।
অফিসিয়াল বিজ্ঞপ্তি- click here
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাকিস্তান (Pakistan) যুদ্ধ যুদ্ধ আবহাওয়া! এই বুঝি শোনা যায় গোলাগুলির শব্দ! এমন…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রত্যেকদিন ভারতীয় রেলে কয়েক লাখ যাত্রী ট্রেনের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে…
সহেলি মিত্র, কলকাতা: গরম অতীত, টানা ঝড় বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে নেমেছে বাংলার তাপমাত্রা। আপাতত স্বস্তিমূলক…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
This website uses cookies.