সৌভিক মুখার্জী, কলকাতাঃ বছরের দ্বিতীয় মাস গড়িয়ে তৃতীয় মাস সবে পড়ল। আর মাসের শুরুতেই এক বড় ধাক্কা। স্বাস্থ্য বীমার (Health Insurance) খরচ এবার এক ধাক্কায় অনেকটাই বাড়ছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। যদি আগে ১০০ টাকা দিতেন তাহলে এবার দিতে হতে পারে ১৬২ থেকে ২৫৯ টাকা। কিন্তু কেন এতটা বাড়ছে স্বাস্থ্য বীমার খরচ? চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত তথ্য।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
স্বাস্থ্য বীমার প্রিমিয়াম বাড়ছে কেন? | Health Insurance Premium Hike |
স্বাস্থ্য বীমার ক্ষেত্রে প্রিমিয়ামের হার সাধারণত প্রতি বছর বাড়ে না। সর্বশেষ ১০ বছর আগে বড়সড় পরিবর্তন হয়েছিল। তবে এবার এক লাফে ৩০% থেকে ৬০% পর্যন্ত প্রিমিয়াম বাড়ছে। এই প্রিমিয়াম বৃদ্ধির কারণ হিসেবে বিশেষজ্ঞরা যে বিষয়গুলিকে উল্লেখ করছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বীমার দাবি দ্রুত গতিতে বৃদ্ধি। এছাড়া চিকিৎসার ব্যয় দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এখানেই শেষ নয়, হাসপাতালে ভর্তি হওয়ার হারও তুলনামূলক হারে বাড়ছে এবং মেডিকেল ইনফ্লেশন বেড়ে চলেছে। এহেন পরিস্থিতিতে বীমা সংস্থাগুলি দাবি মেটানোর জন্য প্রিমিয়ামের হার কিছুটা বাড়িয়ে দিয়েছে।
নতুন প্রিমিয়ামের হিসাব
পলিসি বিশেষজ্ঞরা মনে করছে, প্রিমিয়ামের পরিমাণ আগের তুলনায় এক ধাক্কায় ৩০% থেকে ৬০% বৃদ্ধি পেতে পারে, যা সাধারণ মানুষের পকেটে চাপ ফেলবে। উদাহরণস্বরূপ, আগে যদি ১০০ টাকা প্রিমিয়াম জমা করতে হত, তাহলে এখন ১৬২ থেকে ২৫৯ টাকা প্রিমিয়াম জমা করতে হবে। একইভাবে আগে যদি কেউ ৫০০০ টাকা জমা করত তাহলে বর্তমানে তাকে ৮১০০ থেকে ১২,৯৫০ টাকা জমা করতে হবে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
সাধারণ মানুষের উপর প্রভাব
স্বাস্থ্য বীমা সাধারণত নিন্ম এবং মধ্যবিত্ত মানুষের জন্য এক আশীর্বাদ। এই বীমা বৃদ্ধির ফলে সাধারণত কম আয়ের মানুষের উপর সরাসরি চাপ পড়বে। এছাড়া পুরোনো পলিসির প্রিমিয়াম আরো বেশি পরিমাণে দিতে হবে। শুধু তাই নয়, নতুন পলিসি নেওয়ার খরচও অনেকটা বেড়ে যেতে পারে এবং অনেকেই পকেটের চাপে বীমার কভারেজ কমিয়ে ফেলতে পারে। বিশেষজ্ঞরা মনে করছে, প্রতি ১০ জনের মধ্যে ১ জন ব্যক্তি স্বাস্থ্য বীমা নিতে এখন পিছিয়ে আসতে পারেন। কারণ, বাড়তি খরচ বহন করা সবার পক্ষে সম্ভব হয় না।