Health Insurance: ৩০ থেকে ৬০ গুণ বৃদ্ধি! এক ধাক্কায় অনেকটাই বাড়ছে স্বাস্থ্য বীমার প্রিমিয়াম | Health Insurance Premium 60% Hike
সৌভিক মুখার্জী, কলকাতাঃ বছরের দ্বিতীয় মাস গড়িয়ে তৃতীয় মাস সবে পড়ল। আর মাসের শুরুতেই এক বড় ধাক্কা। স্বাস্থ্য বীমার (Health Insurance) খরচ এবার এক ধাক্কায় অনেকটাই বাড়ছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। যদি আগে ১০০ টাকা দিতেন তাহলে এবার দিতে হতে পারে ১৬২ থেকে ২৫৯ টাকা। কিন্তু কেন এতটা বাড়ছে স্বাস্থ্য বীমার খরচ? চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত তথ্য।
স্বাস্থ্য বীমার ক্ষেত্রে প্রিমিয়ামের হার সাধারণত প্রতি বছর বাড়ে না। সর্বশেষ ১০ বছর আগে বড়সড় পরিবর্তন হয়েছিল। তবে এবার এক লাফে ৩০% থেকে ৬০% পর্যন্ত প্রিমিয়াম বাড়ছে। এই প্রিমিয়াম বৃদ্ধির কারণ হিসেবে বিশেষজ্ঞরা যে বিষয়গুলিকে উল্লেখ করছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বীমার দাবি দ্রুত গতিতে বৃদ্ধি। এছাড়া চিকিৎসার ব্যয় দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এখানেই শেষ নয়, হাসপাতালে ভর্তি হওয়ার হারও তুলনামূলক হারে বাড়ছে এবং মেডিকেল ইনফ্লেশন বেড়ে চলেছে। এহেন পরিস্থিতিতে বীমা সংস্থাগুলি দাবি মেটানোর জন্য প্রিমিয়ামের হার কিছুটা বাড়িয়ে দিয়েছে।
পলিসি বিশেষজ্ঞরা মনে করছে, প্রিমিয়ামের পরিমাণ আগের তুলনায় এক ধাক্কায় ৩০% থেকে ৬০% বৃদ্ধি পেতে পারে, যা সাধারণ মানুষের পকেটে চাপ ফেলবে। উদাহরণস্বরূপ, আগে যদি ১০০ টাকা প্রিমিয়াম জমা করতে হত, তাহলে এখন ১৬২ থেকে ২৫৯ টাকা প্রিমিয়াম জমা করতে হবে। একইভাবে আগে যদি কেউ ৫০০০ টাকা জমা করত তাহলে বর্তমানে তাকে ৮১০০ থেকে ১২,৯৫০ টাকা জমা করতে হবে।
স্বাস্থ্য বীমা সাধারণত নিন্ম এবং মধ্যবিত্ত মানুষের জন্য এক আশীর্বাদ। এই বীমা বৃদ্ধির ফলে সাধারণত কম আয়ের মানুষের উপর সরাসরি চাপ পড়বে। এছাড়া পুরোনো পলিসির প্রিমিয়াম আরো বেশি পরিমাণে দিতে হবে। শুধু তাই নয়, নতুন পলিসি নেওয়ার খরচও অনেকটা বেড়ে যেতে পারে এবং অনেকেই পকেটের চাপে বীমার কভারেজ কমিয়ে ফেলতে পারে। বিশেষজ্ঞরা মনে করছে, প্রতি ১০ জনের মধ্যে ১ জন ব্যক্তি স্বাস্থ্য বীমা নিতে এখন পিছিয়ে আসতে পারেন। কারণ, বাড়তি খরচ বহন করা সবার পক্ষে সম্ভব হয় না।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Realme 14 Pro সিরিজ জানুয়ারিতে ভারতে পা রেখেছে। আবার মার্চের প্রথমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে…
বেঙ্গালুরুর সংস্থা Oben Electric গত বছরের শেষে Rorr EZ নামে একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করেছিল।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ থেকে ১০ বছর আগে ১০০০ টাকার ক্রয়ক্ষমতা কেমন ছিল, কোনও ধারণা…
Oppo গত ডিসেম্বরে Dimensity 7300 চিপসেটের সাথে A5 Pro স্মার্টফোন লঞ্চ করছিল। পাওয়ারফুল বডি স্ট্রাকচারের…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই হু হু করে বেড়েই চলেছে বন্দে ভারত (Vande…
This website uses cookies.