লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Hero Splendor Plus 2025 Launched: নতুন রূপে ফিরে এল ভারতের সবচেয়ে জনপ্রিয় বাইক | Hero Splendor Plus 2025 Price in India

Published on:

হিরো মোটোকর্প ভারতের বাইকপ্রেমীদের জন্য নিয়ে এসেছে তাদের জনপ্রিয় মডেল স্প্লেন্ডার প্লাসের ২০২৫ ভার্সন (Hero Splendor Plus 2025)। আধুনিক প্রযুক্তি ও নতুন ডিজাইনের সংমিশ্রণে এই বাইক এখন আরও উন্নত, পরিবেশবান্ধব ও ফিচার-সমৃদ্ধ হয়ে উঠেছে। বাজেটের মধ্যে যারা নির্ভরযোগ্য বাইক খুঁজছেন তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি আকর্ষণীয় বিকল্প।

Hero Splendor Plus 2025 এর দাম ও ভ্যারিয়েন্ট

২০২৫ হিরো স্প্লেন্ডার প্লাস মোট ছয়টি ভ্যারিয়েন্টে এসেছে। এর স্প্লেন্ডার+ ড্রাম ব্রেক-এর এক্স-শোরুম মূল্য ৭৯,০৭৬ টাকা, আর সর্বোচ্চ মডেল XTEC ডিস্ক ব্রেক-এর মূল্য ৮৬,০৫১ টাকা রাখা হয়েছে। এছাড়াও রয়েছে i3S প্রযুক্তি ও XTEC 2.0 ভার্সন, যেগুলোর ফিচার আরও আধুনিক ও সুবিধাজনক।

READ MORE:  হুন্ডাই-মহিন্দ্রাকে টেক্কা দিতে ৭ আসনের গাড়ি আনছে মারুতি সুজুকি, লঞ্চ হবে এই বছরেই | Maruti Grand Vitara Seven Seater Spotted Testing

Hero Splendor Plus 2025 এর ইঞ্জিন ও পারফরম্যান্স

নতুন স্প্লেন্ডার প্লাস BS6 ফেজ II OBD-2B নির্গমন মানদণ্ড অনুযায়ী তৈরি, যা পরিবেশের দিক থেকেও উন্নত। যদিও ইঞ্জিন আগের ৯৭.২ সিসি-ই রাখা হয়েছে, তবে এটি ৭.৯১ বিএইচপি পাওয়ার ও ৮.০৫ এনএম টর্ক উৎপন্ন করে। ৪-স্পিড গিয়ারবক্স থাকায় এর পারফরম্যান্স আগের মতোই মসৃণ ও নির্ভরযোগ্য।

READ MORE:  ১৬৫ কিমি মাইলেজের ইলেকট্রিক বাইকে ২৫ হাজার টাকা ছাড়, এই সুযোগ মিস করবেন না

Hero Splendor Plus 2025 এর নতুন ডিজাইন ও ফিচার

এই বাইকের ডিজাইনে হালকা পরিবর্তন আনা হয়েছে। নতুন বডি প্যানেল, আকর্ষণীয় গ্রাফিক্স, রিয়ার গ্র্যাব রেল ও লাগেজ র‌্যাক, ব্যবহারকারীর জন্য সুবিধাজনক করে তুলেছে বাইকটিকে। ফিচারেও এসেছে বড় পরিবর্তন—এবার এতে রয়েছে ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি হেডল্যাম্প, ডে-টাইম রানিং লাইটস (DRL) এবং ব্লুটুথ কানেক্টিভিটি, যা মোবাইলের মাধ্যমে বাইকের তথ্য সরবরাহ করে।

READ MORE:  টাটা-হুন্ডাইকে হারিয়ে বিক্রির নিরিখে গাড়ি বাজারে দ্বিতীয় স্থান দখল করল Mahindra | India Second Largest Automaker Mahindra

ভবিষ্যতের পরিকল্পনা: ইলেকট্রিক হিরো স্প্লেন্ডার

হিরো মোটোকর্প ২০২৭ সালের মধ্যে ইলেকট্রিক স্প্লেন্ডার লঞ্চের পরিকল্পনা করছে। এটি ভারতের প্রথম ব্যাপক ব্যবহারের উপযোগী ইলেকট্রিক বাইক হবে, যার বার্ষিক বিক্রির লক্ষ্য রাখা হয়েছে ২ লাখ ইউনিট।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.