লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Hero Vida V2 Series: ইলেকট্রিক স্কুটার কিনবেন? ১১ হাজার টাকা দাম কমলো Hero Vida V2 সিরিজের | Hero Vida V2 Lite Plus Pro Price in India

Published on:

হিরো মটোকর্প তাদের Vida V2 সিরিজের ইলেকট্রিক স্কুটারের দাম কমানোর সিদ্ধান্ত নিল, যার ফলে এই স্কুটারগুলি এখন আরও সস্তায় কেনা যাবে। Hero Vida V2 Lite মডেলটির দাম ১১,০০০ টাকা কমানো হয়েছে। ফলে এর এক্স-শোরুম মূল্যে ৭৪,০০০ টাকা হয়েছে। অন্যদিকে, Vida V2 Plus-এর দাম ১৫,০০০ টাকা কমিয়ে রাখা হয়েছে ৮২,৮০০ টাকা। অন্যদিকে টপ-এন্ড মডেল Vida V2 Pro এখন ৪,৭০০ টাকা সাশ্রয়ী হওয়ায়, এর বর্তমান এক্স-শোরুম দাম ১,২০,৩০০ টাকা হয়েছে।

READ MORE:  Suzuki Access Electric Scooter: চলতি বছর থেকেই কিনতে পারবেন সুজুকির ইলেকট্রিক স্কুটার, মাইলেজ-ফিচার্স জেনে নিন

Hero Vida V2 সিরিজের ব্যাটারি ও রেঞ্জ

জানিয়ে রাখি, Hero Vida V2 সিরিজে তিনটি মডেল আছে – Lite, Plus ও Pro। এদের মধ্যে Vida V2 Lite মডেলে আছে ২.২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক, যা ফুল চার্জে প্রায় ৯৪ কিমি রেঞ্জ দেবে। V2 Plus এবং V2 Pro উভয় মডেলে পাওয়া যাবে ৩.৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। যদিও V2 Plus ফুল চার্জে প্রায় ১৪৩ কিমি চলবে, আর V2 Pro মডেলটি ১৬৫ কিমি পর্যন্ত রেঞ্জ দেবে।

READ MORE:  এমন অফার কেউ দেবে না, অবিশ্বাস্য ছাড়ে মোটরসাইকেল বিক্রি করছে জনপ্রিয় সংস্থা

প্রতিদ্বন্দ্বী

হিরো ভিডা ভি২ সিরিজের ইলেকট্রিক স্কুটারগুলি বর্তমানে বাজারে ওলা S1, এথার ৪৫০, টিভিএস iQube এবং বাজাজ চেতকের সঙ্গে প্রতিযোগিতা করছে।

নতুন ইলেকট্রিক স্কুটার আনছে Hero

হিরো মটোকর্প ইলেকট্রিক স্কুটারের বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে খুব শীঘ্রই Vida Z নামে একটি নতুন মডেল লঞ্চ করতে চলেছে, যার টেস্টিং মডেল ইতিমধ্যে রাস্তায় দেখা গেছে।

READ MORE:  ল্যাম্বরগিনির নয়া চমক, মাত্র 4.3 লাখে চার চাকা গাড়ি, বাজারে মিলবে মাত্র 500 পিস

ইলেকট্রিক স্কুটারের বাজারে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। নতুন প্রযুক্তি, উন্নত রেঞ্জ এবং আকর্ষণীয় দামের ফলে ক্রেতারা নতুন কোম্পানির স্কুটার কিনতে আগ্রহ দেখাচ্ছে। হিরো মটোকর্পের এই মূল্য হ্রাসের কৌশল নিঃসন্দেহে হিরো ভিডা ভি২ সিরিজের বিক্রিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আমাদের বিশ্বাস।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.