Hero Xpulse 210-এর ডেলিভারি কবে থেকে শুরু হচ্ছে? জানাল হিরো - hero xpulse 210 delivery start date announced
Hero Xpulse 210 সম্প্রতি ভারত মোবিলিটি এক্সপো ২০২৫-এ লঞ্চ হয়েছে। এই অ্যাডভেঞ্চার মোটরসাইকেলটির দাম রাখা হয়েছে ১.৭৬ লাখ টাকা (এক্স-শোরুম)। নয়া মডেলটির দাম আগের মডেল…
Hero Xpulse 210 সম্প্রতি ভারত মোবিলিটি এক্সপো ২০২৫-এ লঞ্চ হয়েছে। এই অ্যাডভেঞ্চার মোটরসাইকেলটির দাম রাখা হয়েছে ১.৭৬ লাখ টাকা (এক্স-শোরুম)। নয়া মডেলটির দাম আগের মডেল Xpulse 200-এর চেয়ে ২৪,০০০ টাকা বেশি। এবারে বাইকটির ডেলিভারি কবে থেকে শুরু হচ্ছে সেই সময়কাল ঘোষণা করল হিরো মোটোকর্প (Hero MotoCorp)। চলুন জেনে নেওয়া যাক।
Royal Enfield Scram 411-এর বিক্রি বন্ধ হল, পরিবর্তে মিলবে আরও শক্তিশালী Scram 440
কোম্পানি জানিয়েছে, এবছর মার্চ থেকে এক্সপালস ২১০-এর ডেলিভারি শুরু হবে। আবার সামনের মাস থেকে বুকিং চালু হচ্ছে। মডেলটি ডিজাইনের ক্ষেত্রে তার পূর্বসূরি মডেলের মতোই একটি আদর্শ ডুয়েল-স্পোর্ট মোটরসাইকেল। বাইকটির সামনের অংশে রাউন্ড এলইডি হেডলাইট রয়েছে, যার ওপরে স্বচ্ছ ভাইজার ও পাশে এলইডি টার্ন ইন্ডিকেটর রয়েছে। এছাড়া, এতে টিউবুলার হ্যান্ডেলবার এবং দীর্ঘ সিঙ্গেল পিস সিট দেওয়া হয়েছে, যা লং রাইডে সুবিধা দেবে।
Hero Xpulse 210-তে ২১০ সিসি, সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড, ৪-ভাল্ভ ইঞ্জিন রয়েছে। এটি ২৪.৬ বিএইচপি শক্তি ও ২০.৭ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম এবং এতে ছয়-গতির গিয়ারবক্স সংযুক্ত করা হয়েছে। ইঞ্জিন ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অতিরিক্ত ষষ্ঠ গিয়ার থাকায় এটি হাইওয়েতে আরও ভালো পারফরম্যান্স দিতে পারবে এবং উচ্চ গতিতে গিয়ার পরিবর্তন আরও সাবলীল হবে।
ফ্লিপকার্ট রিপালবিক ডে বোনানজা সেলে TVS iQube-এ বিশাল ছাড়, অনেকটা দাম কমল
বাইকটিতে ফুল এলইডি লাইটিং দেওয়া হয়েছে, যা রাতের রাইডিংয়ে দারুণ সুবিধা দেবে। পাশাপাশি, এতে ৪.২-ইঞ্চি টিএফটি ডিজিটাল কনসোল উপস্থিত, যা স্মার্টফোন কানেক্টিভিটি সাপোর্ট করে। এর ডিসপ্লেতে স্পিডোমিটার, ওডোমিটার, ট্যাকোমিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর সহ আরও নানা তথ্য দেখা যাবে।
Hero Xpulse 210-এ লম্বা ট্র্যাভেলের টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ব্যবহার করা হয়েছে, যা ২১০ মিমি ট্র্যাভেল প্রদান করে। পিছনে মনোশক সাসপেনশন রয়েছে, যার ট্র্যাভেল ২০৫ মিমি। এই সেটআপ বাইকটিকে অফ-রোডিংয়ে অত্যন্ত দক্ষ করে তুলেছে। ব্রেকিংয়ের জন্য সামনের ও পিছনের উভয় চাকায় ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে, যা ডুয়াল-চ্যানেল এবিএস সমর্থন করে। এর চাকা সেটআপে সামনে ২১-ইঞ্চি এবং পিছনে ১৮-ইঞ্চি স্পোক হুইল ব্যবহার করা হয়েছে, যা টিউব টাইপ ব্লক-প্যাটার্ন টায়ার দ্বারা আবৃত। এটি অফ-রোডিং এবং দুর্গম পথ চলার জন্য আদর্শ।
Tata Avinya X আত্মপ্রকাশ করল, চমকপ্রদ ডিজাইন যে কারোর নজর টানবে!
হিরো এক্সপালস ২০০ ৪ভি অনেকদিন ধরে এন্ট্রি-লেভেল অফ-রোড বাইক হিসেবে জনপ্রিয় ছিল। এক্সপালস ২১০ সেই স্থান দখল করতে আসছে এবং এটি আরও উন্নত পারফরম্যান্স দিতে সক্ষম। নতুন এই বাইকটি দুটি ভ্যারিয়েন্টে আসবে এবং খুব শীঘ্রই এর বুকিং শুরু হবে।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.