Hero Xpulse 210-এর বুকিং অবশেষে চালু হল, এই বাইক থাকলে স্পেশাল 3000 টাকা ছাড় পাবেন | Hero Xpulse 210 Bookings Open
জানুয়ারিতে ভারত মোবিলিটি এক্সপো-তে লঞ্চের পর, Hero অবশেষে নতুন Xpulse 210 মোটরসাইকেলের বুকিং নেওয়া শুরু করেছে। সাধারণ ক্রেতাদের এই বাইক বুক করতে ১০,০০০ টাকা দিতে হবে। তবে যাঁরা আগে থেকেই Xpulse 200 চালাচ্ছেন, তাঁদের ৭,০০০ টাকা দিলেই বুকিং হয়ে যাবে। পরবর্তীতে টাকা রিফান্ড পাওয়া পাবে। এই অফ-রোড ফ্রেন্ডলি বাইকের বেস মডেলের দাম ১.৭৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)। আর টপ মডেল কিনতে ১.৮৬ লক্ষ টাকা (এক্স-শোরুম) খরচ হবে।
হিরো এক্সপালস ২১০ একেবারে ব্র্যান্ড-নিউ এবং আগের এক্সপালস ২১০-এর সাথে কোনও মিল নেই।বড় ইঞ্জিন, নতুন ডিজাইন, ও বেশি ফিচার্স রয়েছে নয়া মডেলটিতে। হেডল্যাম্প, ফ্রন্ট ফেন্ডার, ফুয়েল ট্যাঙ্ক, রেডিয়েটর কাউল এবং টেল সেকশন সহ বডি প্যানেলগুলি নতুনভাবে ডিজাইন করা হয়েছে। টেললাইটের নকশা বদলেছে। চওড়া ফুয়েল ট্যাঙ্ক কভার ও লম্বা উইন্ডস্ক্রিনের সৌজন্যে খাঁটি ডুয়াল স্পোর্ট বাইকের মতো দেখতে লাগছে নতুন হিরো এক্সপালস ২১০ মডেলটিকে।
এক্সপালস ২১০ এর ২১০ সিসি, লিকুইড কুল্ড ইঞ্জিন কারিশ্মা এক্সএমআর মডেলটির পাওয়ারট্রেনের উপর ভিত্তি করে তৈরি। এটি ২৪.২ হর্সপাওয়ার এবং ২০.৭ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। ইঞ্জিনের সঙ্গে ছয় গতির গিয়ারবক্স রয়েছে। মসৃণ রাইডের জন্য অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ উপস্থিত। টপ মডেলে সম্পূর্ণ এলইডি লাইটিং সহ বাইকে একটি ৪.২ ইঞ্চি টিএফটি কনসোল রয়েছে, যা স্মার্টফোন কানেক্টিভিটি সাপোর্ট করে।
এছাড়া, ডুয়াল-চ্যানেল এবিএস, লম্বা উইন্ডস্ক্রিন, নাকল গার্ড এবং একটি রিয়ার লাগেজ র্যাক রয়েছে। বেস ট্রিমটিতে একটি এলসিডি কনসোল, ছোট ফ্লাইস্ক্রিন এবং সিঙ্গেল-চ্যানেল এবিএস বর্তমান। উভয় ভেরিয়েন্টেই টেলিস্কোপিক ফর্ক ও মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। উভয় চাকায় সিঙ্গেল ডিস্ক ব্রেক আছে। সামনের চাকা ২১ ইঞ্চি এবং পিছনের চাকা ১৮ ইঞ্চির।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সে এক দানব আকৃতির অজগর। চেহারায় পৃথিবীর অন্যান্য অজগরদেরও হার মানাবে। দৈর্ঘ্য…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: গানের মাধ্যমে প্রাক্তন স্বামীর কেচ্ছা-কাহিনী তুলে ধরলেন ধনশ্রী! বৃহস্পতিবার মুম্বইয়ের পারিবারিক আদালতে…
সুমন পাত্র, কলকাতা: Vivo V50 Lite 5G গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গেল। প্রথমে এই স্মার্টফোনের…
আজকাল অনলাইন যে কোনও কাজের জন্য রয়েছে নানা ধরনের অ্যাপ। যা ডাউনলোড করে ফোনের স্টোরেজ…
প্রীতি পোদ্দার, কলকাতা: ২০২৬ সালের মধ্যে জেলার প্রতিটি বাড়িতে জনস্বাস্থ্য কারিগরি দফতরের পরিস্রুত পানীয় জল…
শ্বেতা মিত্র, কলকাতা: এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স বা ESI-এ যোগ দেওয়ার জন্য বাড়তে চলেছে বেতনের ঊর্ধ্বসীমা।…
This website uses cookies.