Hero Xpulse 210-এর বুকিং অবশেষে চালু হল, এই বাইক থাকলে স্পেশাল 3000 টাকা ছাড় পাবেন | Hero Xpulse 210 Bookings Open

জানুয়ারিতে ভারত মোবিলিটি এক্সপো-তে লঞ্চের পর, Hero অবশেষে নতুন Xpulse 210 মোটরসাইকেলের বুকিং নেওয়া শুরু করেছে। সাধারণ ক্রেতাদের এই বাইক বুক করতে ১০,০০০ টাকা দিতে হবে। তবে যাঁরা আগে থেকেই Xpulse 200 চালাচ্ছেন, তাঁদের ৭,০০০ টাকা দিলেই বুকিং হয়ে যাবে। পরবর্তীতে টাকা রিফান্ড পাওয়া পাবে। এই অফ-রোড ফ্রেন্ডলি বাইকের বেস মডেলের দাম ১.৭৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)। আর টপ মডেল কিনতে ১.৮৬ লক্ষ টাকা (এক্স-শোরুম) খরচ হবে।

READ MORE:  বাজাজ থেকে রয়্যাল এনফিল্ড! মার্চে নজর কাড়তে এন্ট্রি নিচ্ছে দারুণ সব বাইক-স্কুটার | Upcoming Two Wheeler Launches in March 2025

Hero Xpulse 210: ডিজাইন

হিরো এক্সপালস ২১০ একেবারে ব্র্যান্ড-নিউ এবং আগের এক্সপালস ২১০-এর সাথে কোনও মিল নেই।বড় ইঞ্জিন, নতুন ডিজাইন, ও বেশি ফিচার্স রয়েছে নয়া মডেলটিতে। হেডল্যাম্প, ফ্রন্ট ফেন্ডার, ফুয়েল ট্যাঙ্ক, রেডিয়েটর কাউল এবং টেল সেকশন সহ বডি প্যানেলগুলি নতুনভাবে ডিজাইন করা হয়েছে। টেললাইটের নকশা বদলেছে। চওড়া ফুয়েল ট্যাঙ্ক কভার ও লম্বা উইন্ডস্ক্রিনের সৌজন্যে খাঁটি ডুয়াল স্পোর্ট বাইকের মতো দেখতে লাগছে নতুন হিরো এক্সপালস ২১০ মডেলটিকে।

READ MORE:  Toyota C-HR+ Electric SUV: এক চার্জে কলকাতা টু জলপাইগুড়ি! চমকে দিয়ে হাজির টয়োটার নতুন ইলেকট্রিক গাড়ি | Toyota C-HR+ Electric SUV Launch Date

Hero Xpulse 210: ইঞ্জিন ও ফিচার্স

এক্সপালস ২১০ এর ২১০ সিসি, লিকুইড কুল্ড ইঞ্জিন কারিশ্মা এক্সএমআর মডেলটির পাওয়ারট্রেনের উপর ভিত্তি করে তৈরি। এটি ২৪.২ হর্সপাওয়ার এবং ২০.৭ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। ইঞ্জিনের সঙ্গে ছয় গতির গিয়ারবক্স রয়েছে। মসৃণ রাইডের জন্য অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ উপস্থিত। টপ মডেলে সম্পূর্ণ এলইডি লাইটিং সহ বাইকে একটি ৪.২ ইঞ্চি টিএফটি কনসোল রয়েছে, যা স্মার্টফোন কানেক্টিভিটি সাপোর্ট করে।

READ MORE:  2025 Bajaj Dominar 400: চার বছরের অপেক্ষার অবসান, পালসারের ফিচার আসছে নতুন Dominar 400 বাইকে | 2025 Bajaj Dominar 400 Launch Date

এছাড়া, ডুয়াল-চ্যানেল এবিএস, লম্বা উইন্ডস্ক্রিন, নাকল গার্ড এবং একটি রিয়ার লাগেজ র‍্যাক রয়েছে। বেস ট্রিমটিতে একটি এলসিডি কনসোল, ছোট ফ্লাইস্ক্রিন এবং সিঙ্গেল-চ্যানেল এবিএস বর্তমান। উভয় ভেরিয়েন্টেই টেলিস্কোপিক ফর্ক ও মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। উভয় চাকায় সিঙ্গেল ডিস্ক ব্রেক আছে। সামনের চাকা ২১ ইঞ্চি এবং পিছনের চাকা ১৮ ইঞ্চির।

Scroll to Top