লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Hero Xtreme 160R 4V-তে ৩০০ সিসির সেফটি ফিচার, দুর্দান্ত লুকের স্পোর্টি ডিজাইন, জানুন গাড়ির দাম

Published on:

দেশের শীর্ষস্থানীয় টু-হুইলার প্রস্তুতকারক হিরো মোটোকর্প নতুন লুক ও নতুন ফিচার নিয়ে তাদের জনপ্রিয় বাইক Hero Xtreme 160R 4V লঞ্চ করেছে। এবার কোম্পানি অনেক নতুন ফিচার যুক্ত করেছে, যেগুলো ১৬০ সিসি সেগমেন্টে প্রথমবারের মতো একটি বাইকে দেওয়া হয়েছে। এই ফিচারগুলি ৩০০ সিসি বাইকে পাওয়া যায় কিন্তু হিরো তার গ্রাহকদের খুশি করার জন্য হিরো এক্সট্রিম ১৬০আর ৪ভি তে এই ফিচারগুলি দিয়েছে।

৮৫০০ আরপিএমে সর্বোচ্চ ১৬.৯ পিএস পাওয়ার

কোম্পানি এই বাইকটির একটি বিশেষ সংস্করণও চালু করেছে, যা সাধারণ সংস্করণের তুলনায় কিছুটা ব্যয়বহুল। জেনে নিন নতুন বাইকে নতুন কী কী ফিচার পাওয়া যাচ্ছে। এই বাইকে কোম্পানি একটি ১৬৩ সিসি এয়ার অয়েল কুলড ইঞ্জিন দিয়েছে। এই ইঞ্জিনটি ৮৫০০ আরপিএমে সর্বোচ্চ ১৬.৯ পিএস পাওয়ার এবং ৬৫০০ আরপিএমে সর্বোচ্চ ১৪.৬ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। বাইকটিতে রয়েছে ৫ স্পিড গিয়ারবক্স।

READ MORE:  দেশের প্রথম বুলেটপ্রুফ রোলস রয়েস কিনলেন মুকেশ আম্বানি, গাড়ির বৈশিষ্ট্য শুনলে মাথা ঘুরবে!

ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ১২ লিটার

বাইকটির সামনের এবং পিছনের ব্রেকগুলিতে ডিস্ক ব্রেক এবং ১৭ ইঞ্চি অ্যালয় হুইল রয়েছে। বাইকটির ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ১২ লিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬৫ মিলিমিটার। প্রিমিয়াম ১৬০ সিসি বাইকটিতে আগের টপ ভেরিয়েন্টের সব ফিচার পাবেন। এতে ডুয়াল-চ্যানেল এবিএস এবং একটি ড্র্যাগ রেস টাইমার রয়েছে। সংস্থাটি হিরো ম্যাভরিক ৪৪০ এর মতো একটি নতুন এলইডি টেললাইট ব্যবহার করেছে।

READ MORE:  Jio-এর এই 90 দিনের রিচার্জ প্ল্যানের সামনে হার মানল Airtel, BSNL, কম খরচে মিলবে 200 জিবি ডেটা

৬৩ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন

প্যানিক ব্রেক অ্যালার্ট ফিচার যুক্ত করে সেফটি ফিচারগুলো আরও জোরদার করা হয়েছে। নতুন মডেলের হিরো এক্সট্রিম ১৬০আর ৪ভি আগের মতোই পাবে ১৬৩ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। সাসপেনশনের জন্য সামনে একটি ৩৭ মিমি কেওয়াইবি ইউএসডি ফর্ক রয়েছে, যখন পিছনের অংশটি একটি প্রিলোডেড অ্যাডজাস্টেবল মনোশক পাচ্ছে।

READ MORE:  আইফোন সহ অ্যাপল প্রোডাক্টে গুরুতর সিকিউরিটি সমস্যা, সতর্ক করল সংস্থা

বাইকের দাম

  • বেস ভ্যারিয়েন্ট প্রাইস – ১,৩৮,৫০০ টাকা (এক্স-শোরুম, দিল্লি)
  • কেভলার ব্রাউন এডিশনের দাম ১,৩৯,৫০০ (এক্স-শোরুম, দিল্লি)

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.