লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Hero Xtreme 160R 4V Mileage: দেশের একমাত্র ১৫০ সিসি মোটরসাইকেল যা প্রতি লিটারে ৫০ কিলোমিটার মাইলেজ দেয় | Best Fuel Efficient Bike

Published on:

দেশের দু’চাকার বাজারে বিকল্পের অভাব নেই। নানা দামে একাধিক ডিজাইনের বাইক রয়েছে। যার যেমন পছন্দ বা প্রয়োজনীয়তা তার কাছে সেই অনুযায়ী বেছে নেওয়ার সুযোগ রয়েছে। এর মধ্যে অনেকেরই পছন্দের একটি মডেল Hero Xtreme 160R 4V। কারণ এই বাইকে রূপে স্পোর্টি হলেও, গুণে উচ্চ মাইলেজ সম্পন্ন কমিউটির বাইকের সমান। এটি প্রতি লিটার পেট্রলে ৫০ কিলোমিটার ভ্রমণ করতে পারে।

READ MORE:  Hero Xpluse 210 250R Bookings: অন্য বাইক ভুলে যান, Hero Xpulse 210 ও Xtreme 210 এর বুকিং অবশেষে শুরু হচ্ছে | Hero Xpluse 210 250R Price

হিরো এক্সট্রিমের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং ব্লুটুথ কানেক্টিভিটি, যা রাইডিং অভিজ্ঞতা আরও সংগঠিত করে। জ্বালানি দক্ষতার দিক থেকে, এই মোটরসাইকেলটি প্রতি লিটার পেট্রোলে প্রায় ৫০ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। যারা এই বাইকটি কিনতে আগ্রহী, তাদের ১ লক্ষ ২৭ হাজার টাকা খরচ করতে হবে।

Xtreme 160R 4V, ইঞ্জিন, কালার অপশন

হিরোর এই স্পোর্টি মোটরসাইকেলে রয়েছে ১৬৩.২ সিসি ইঞ্জিন, যা ১৬.৬ হর্সপাওয়ার শক্তি এবং ১৪.৬ এনএম টর্ক প্রদান করে। সামনের এবং পিছনে উভয় প্রান্তেই ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। অতিরিক্ত সুরক্ষার জন্য অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেমও মিলবে। ১৪৫ কেজি ওজনের এই বাইকের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ১২ লিটার।

READ MORE:  Tata Electric Scooter: ন্যানোর দামে ইলেকট্রিক গাড়ি আনছে Tata, ভাইরাল পোস্ট কি শুধুই গুজব নাকি সত্যি | Tata Electric Bike

আকর্ষণীয় ডিজাইন বাইকটিকে তরুণ রাইডারদের মধ্যে একটি পছন্দের বিকল্প করে তুলেছে, যার ফলে জনপ্রিয়তা সাম্প্রতিক সময়ে ব্যাপক বৃদ্ধি পেয়েছে।একটি নতুন মডেল রয়েছে, যেখানে কালো এবং ব্রোঞ্জ-সহ একটি নতুন বাদামী রঙের স্কিম দেওয়া হয়েছে, সঙ্গে আপডেটেড বডি গ্রাফিক্সও রয়েছে। পাশাপাশি নিয়ন শুটিং স্টার এবং ম্যাট স্লেট ব্ল্যাক রঙের বিকল্পগুলি বজায় রেখেছে কোম্পানি।

READ MORE:  Royal Enfield Sales Record FY25: ২০২৫ অর্থবর্ষে রেকর্ড গড়ল Royal Enfield, বুলেট ও ক্লাসিকের দাপটে তৈরি হল ইতিহাস | Royal Enfield Motorcycles Highest Sold India

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.