লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Highest Mountain peak: এভারেস্টের থেকে ১০০ গুণ উঁচু দুই পর্বত শৃঙ্গের খোঁজ | two mountain peaks 100 times higher than Mount Everest

Published on:

শ্বেতা মিত্র, কলকাতা: বিশ্বের সবথেকে উঁচু পর্বতমালা কোনটি? আপনারও উত্তর হবে নিশ্চয়ই মাউন্ট এভারেস্ট (Mount Everest)। কিন্তু এবার খুব সম্ভবত মাউন্ট এভারেস্ট-র এই তকমা বেশিদিন টিকিয়ে রাখতে পারবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই সন্দেহ জাগতে শুরু করেছে অনেকের মধ্যে। নিশ্চয়ই ভাবছেন কেন? আসলে বিজ্ঞানীর নাকি এভারেস্টের থেকে উঁচু দুটি শৃঙ্গ-এর খোঁজ পেয়েছে বলে শোনা যাচ্ছে। হ্যাঁ ঠিকই শুনেছেন।

এভারেস্টের থেকেও উঁচু পর্বতের মিলল খোঁজ!

নেচার জার্নালে প্রকাশিত এক আর্টিকেলে একটি গবেষণার কথা বলা হয়েছে। যেটি অনুযায়ী, পৃথিবীতে নাকি মাউন্ট এভারেস্টের চেয়ে ১০০ গুণ উঁচু একটি শৃঙ্গ রয়েছে। আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরের সীমান্তে পৃথিবীর সবচেয়ে বড় পর্বতের সন্ধান পাওয়া গেছে। এই পর্বতমালা মাউন্ট এভারেস্টের চেয়ে ১০০ গুণ উঁচু।

READ MORE:  সমুদ্রের নীচে ‘সাদা সোনা’! ৫৪০ বিলিয়ন ডলারের গুপ্তধন পেল আমেরিকা, দাপট কমবে চিনের

এই উভয় শিখর পৃথিবীর পৃষ্ঠের নীচে গভীরভাবে উপস্থিত এবং তাদের উচ্চতা প্রায় ১০০০ কিলোমিটার, যা মাউন্ট এভারেস্টের উচ্চতার থেকে অনেকটাই বেশি। গবেষকরা অনুমান করেছেন যে এই পর্বতগুলি কমপক্ষে অর্ধ বিলিয়ন বছরের পুরনো। তাদের ইতিহাস পৃথিবী সৃষ্টির সময় থেকে। পৃথিবী সৃষ্টির চার বিলিয়ন বছর আগে থেকেই এই পর্বতমালা এখানে ছিল। প্রশ্ন উঠছে, এতদিন তাহলে এগুলি আবিষ্কার হয়নি কেন বা এগুলি সম্পর্কে মানুষ কিছু জানতে পারেননি কেন?

READ MORE:  পাইকারি দর বৃদ্ধিতে এবার চোখে জল রাজ্যবাসীর! চিন্তা বাড়াচ্ছে পেঁয়াজ ও ফলের দাম

কী বলছেন গবেষকরা?

প্রধান গবেষক ড. আরউইন ডিউস একজন ভূকম্পন বিশেষজ্ঞ। তিনি ইউট্রেখট বিশ্ববিদ্যালয়ের পৃথিবীর গভীর অভ্যন্তরের রচনা ও রচনার অধ্যাপক। আরউইন বলেন, ‘কেউ জানে না এগুলো কী। এটা কি শুধুই সাময়িক ঘটনা? নাকি তারা লক্ষ লক্ষ বা সম্ভবত বিলিয়ন বছর ধরে সেখানে আছে?’

আরও পড়ুনঃ ডেরায় ঢুকে নিকেশ ৩০ সন্ত্রাসবাদী, উথালপাতাল পাকিস্তান

ড. ডিউয়েস বলেন, গবেষণা অনুযায়ী পৃথিবীর কোর ও ম্যান্টলের মধ্যবর্তী সীমানায় দুটি বিশাল কাঠামো অবস্থিত। এটি আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগরের অধীনে ভূত্বকের নীচে একটি আধা-কঠিন অঞ্চল। তাদের ঘিরে রয়েছে বিশাল টেকটনিক স্থান, যা ‘সাবডাকশন’ নামে একটি প্রক্রিয়ায় সেখানে স্থানান্তরিত হয়েছে। এই টেকটোনিক প্লেট অন্য একটি প্লেটের নিচে ডুব দিয়ে পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার কিলোমিটার গভীরে ডুবে যায়।

READ MORE:  আরও কড়াকড়ি! ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে নয়া সিদ্ধান্ত ভারতীয় রেলের
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.