HImachal Budget 2025: ৩% DA বৃদ্ধি, পেনশনভোগীদের বকেয়া পরিশোধ, সঙ্গে বিপুল চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর | Himachal Pradesh Budget

শ্বেতা মিত্র, কলকাতা: দোলের পরেই লটারি লাগল সরকারি কর্মীদের। অবশেষে পেশ হয়েছিল রাজ্য বাজেট। আর বাজেট পেশ হতে না হতেই রাজ্যের সরকারি কর্মী থেকে শুরু করে পেনশনভোগী ও অন্যান্যদের জন্য একগুচ্ছ ঘোষণা করা হল সরকারের তরফে। বাজেটে কর্মচারী এবং পেনশনভোগীদের প্রতিও বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী কর্মচারীদের জন্য তিন শতাংশ মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) ঘোষণা করেছেন। ১৫ মে থেকে DA কিস্তি পরিশোধ করা হবে। ডিএ ছাড়াও, কর্মচারী এবং পেনশনভোগীদের সংশোধিত বেতন স্কেলের বকেয়া পরিশোধের ঘোষণাও করা হয়েছে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

ডিএ বৃদ্ধির ঘোষণা সরকারের

হিমাচল প্রদেশ সরকার বাজেটে একগুচ্ছ ঘোষণা করেছে। যার মধ্যে রয়েছে DA বৃদ্ধির থেকে শুরু করে পেনশনভোগীদের বকেয়া টাকা পরিশোধ করা। প্রথম পর্যায়ে, রাজ্য সরকার এই আর্থিক বছরে ৭০ থেকে ৭৫ বছর বয়সী পেনশনভোগীদের বকেয়া বেতন পরিশোধ করবে। এই অর্থ প্রদান ১৫ মে থেকে শুরু হবে। চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় এবং প্রথম শ্রেণীর কর্মচারী ও কর্মকর্তাদের বকেয়া বেতন পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।

READ MORE:  Petrol Diesel Price Today: প্রায় ১ টাকা বাড়ল পেট্রলের দাম, আজ ডিজেলের রেট কত? | Petrol And Diesel Fuel Price Today

১ লক্ষ ৭৫ হাজারেরও বেশি কর্মচারী ও কর্মকর্তা এর মাধ্যমে উপকৃত হবেন। বেতন ও পেনশন বকেয়া বাবদ ৪২৫ কোটি টাকা ব্যয় করা হবে। বাজেটে কর্মসংস্থান, কর্মচারী, পেনশনভোগী, মহিলা, গ্রামীণ উন্নয়ন, কৃষি-উদ্যানপালন এবং অন্যান্য ক্ষেত্রে অনেক বড় ঘোষণা করা হয়েছে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

শিক্ষকদের জন্য বড় ঘোষণা

মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বাজেটে অনেক কর্মচারীর বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন। স্কুল ম্যানেজমেন্ট কমিটির (এসএমসি) শিক্ষকদের সম্মানী ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি, রাজ্য সরকার এই কর্মচারীদের নিয়মিতকরণের বিষয়টিও বিবেচনা করবে।

READ MORE:  চিটফান্ডের টাকা ফেরত দিচ্ছে, আপনি যোগ্য হলে এখনই এভাবে আবেদন করুন

১) আইটি শিক্ষকদের বেতন ৫০০ টাকা বৃদ্ধি।

২) আউটসোর্স করা কর্মীরা প্রতি মাসে সর্বনিম্ন ১২,৭৫০ টাকা বেতন পাবেন।

৩) এসপিও-দের সম্মানী ভাতা প্রতি মাসে ৩০০ টাকা বৃদ্ধি।

৪) সেলাই শিক্ষকদের মাসিক সম্মানী ৫০০ টাকা বৃদ্ধি পাবে।

৫) গণপূর্ত বিভাগের বহুমুখী কর্মীদের সম্মানী ভাতা প্রতি মাসে ৫০০ টাকা বৃদ্ধি।

বিপুল চাকরি দেওয়ার ঘোষণা

মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বাজেটে ঘোষণা করেছেন যে ২০২৫-২৬ অর্থবর্ষে বিভিন্ন বিভাগের পদ পূরণ সহ ২৫,০০০ লোকের কর্মসংস্থান করা হবে। কলেজ এবং স্কুলগুলিতে বিভিন্ন বিভাগের মোট ১০০০টি পদ পূরণ করা হবে। ২০০টি আয়ুষ মেডিকেল অফিসার, ৩টি হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার, ৩টি সোয়া রিগপা অফিসার, ২টি ইউনানি মেডিকেল অফিসার, ৫২টি আয়ুর্বেদিক ফার্মেসি, ৩২টি ল্যাব টেকনিশিয়ান, ৩৩টি স্টাফ নার্স, ৮২টি এএনএম, ৪২টি জেওএ (আইটি) পদ পূরণ করা হবে। পুলিশ বিভাগে ১ হাজার পুলিশ কনস্টেবল পদের জন্য নিয়োগ প্রক্রিয়া ২০২৫-২০২৬ অর্থবছরে শুরু হবে।

READ MORE:  এবার স্বনির্ভর হবেন মহিলারা, বাজেটে দুটি বড় ঘোষণা, মিলবে বিরাট লাভ

পুলিশ কনস্টেবল পদোন্নতি সংক্রান্ত পরীক্ষা প্রায় ৫০০টি পদের জন্য নেওয়া হবে। আগামী আর্থিক বছরে গৃহ প্রতিরক্ষা ও সিভিল ডিফেন্স বিভাগে হোম গার্ড ড্রাইভারের ১১৩টি পদ পূরণ করা হবে। পঞ্চায়েত সচিবের ৮৫৩টি পদ সরাসরি নিয়োগের মাধ্যমে এবং ২১৯টি কারিগরি সহকারীর পদ পূরণ করা হবে। স্বাস্থ্যসেবা সুষ্ঠুভাবে প্রদানের জন্য অতিরিক্ত ২৯০ জন আশা কর্মী নির্বাচন করা হবে। জল বিদ্যুৎ বিভাগে ৪,৫০০ জন প্যারা কর্মচারী নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে ২৫০০ জন বহুমুখী কর্মী, ১২৭৬ জন প্যারা পাম্প অপারেটর, ৫০০ জন প্যারা ফিটার, ৯২ জন প্যারা রাঁধুনি এবং ১৩২ জন প্যারা হেল্পার।

Scroll to Top