Hindi Cinema: Krrish 4 এর ভবিষ্যৎ অনিশ্চিত! হৃত্বিক রোশনের স্বপ্ন অধরাই থেকে যাবে? | Hrithik Roshan Krrish 4
সৌভিক মুখার্জী, কলকাতা: বলিউডের জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি Krrish এর চতুর্থ ছবি নিয়ে বহুদিন ধরেই চলছে আলোচনা। হৃত্বিক রোশনের অনুরাগীরা তো অধীর আগ্রহে অপেক্ষা করছেন Krrish-4 এর জন্য। তবে বেশ কিছু সূত্র বলছে, এই সিনেমাটি তৈরি হওয়া নিয়ে আসছে এক বড় প্রশ্নচিহ্ন। কারণ? আসলে বাজেট। জানা যাচ্ছে, সিনেমাটি নির্মাণের জন্য বিশাল পরিমাণে অর্থের প্রয়োজন। কিন্তু এত বড় বাজেটের ঝুঁকি নিতে চাইছে না কোন প্রযোজনা সংস্থা। তাহলে কি এই কারণেই থমকে গেল Krrish 4? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
বেশ কিছু সূত্র বলছে, Krrish-4 নির্মাণের জন্য প্রায় 700 কোটির এক বিশাল বাজেটের প্রয়োজন। তবে বড় কোন স্টুডিও বা প্রযোজনা সংস্থা এত বড় বাজেটে ঝুঁকি নিতে চাইছে না। প্রথমে হৃত্বিক রোশন তার ঘনিষ্ঠ বন্ধু সিদ্ধার্থ আনন্দকে প্রযোজক হিসেবে নিযুক্ত করতে চাইছিল। কারণ সিদ্ধার্থ আনন্দ আগে বড় বাজেটের অ্যাকশন সিনেমা করেছেন। কিন্তু সাম্প্রতিক মার্বেল সিনেমাগুলির সাফল্যের পর বলিউড স্টুডিওগুলি কার্যত দ্বিধায় পড়েছে। সুপার হিরো সিনেমার ক্ষেত্রে আন্তর্জাতিক মানের ভিএফএক্স, গল্প এবং প্রযুক্তির প্রয়োজন, যা করতে গেলে মোটা অঙ্কের বিনিয়োগ দরকার। আর এই কারণেই Krrish 4 এর ভবিষ্যৎ এখন অনিশ্চিত।
বহুদিন ধরেই শোনা যাচ্ছিল রাকেশ রোশন আবারও পরিচালনায় ফিরবেন Krrish-4 সিনেমার মাধ্যমে। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, হয়তো এবার নতুন কোন পরিচালকের হাতে এই দায়িত্ব তুলে দেওয়া হবে। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “একদিন দায়িত্ব অন্য কারোর হাতে তুলে দিতেই হবে। তাই আমি সচেতনভাবে সেই সিদ্ধান্ত নেব, যাতে সবকিছু ঠিকঠাক হয়।” তিনি আরো বলেন যে, এই সিদ্ধান্ত নেওয়ার বিষয় তার কোন রকম অনুশোচনা নেই। কারণ সুপারহিরো সিনেমা বানানোর ক্ষেত্রে ঝুঁকি নেওয়া লাগে।
প্রথম 2003 সালে ‘Koi Mil Gaya’ ছবির মাধ্যমে রাকেশ রোশন বলিউডে আত্মপ্রকাশ করে। এই সিনেমায় শিশুদের মধ্যে জাদু চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তারপর 2006 সালে ‘Krrish’ সিনেমাটি ছিল বলিউডের প্রথম পূর্ণাঙ্গ সুপারহিরো সিনেমা। এই সিনেমায় হৃতিক রোশনের দুর্দান্ত অভিনয় এবং অ্যাকশন দর্শকদের মন কেড়ে নেয়। এরপর 2013 সালে ‘Krrish-3’ ছবিতে নতুন ভিলেনদের সঙ্গে হৃতিকের সুপারহিরো ফাইট সিন দর্শকদের আবারো মন জয় করে। এখন সবার মনেই একটাই প্রশ্ন, Krrish 4 কি আদৌ তৈরি হবে? নাকি 700 কোটি বাজেটের কারণে এটি চাপা পড়ে যাবে।
তবে দর্শকদের মনে এখনো আশা রয়েছে। কারণ হৃতিক রোশন নিজেও সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির প্রতি যথেষ্ট আগ্রহী। তিনি চাইছেন এই সিনেমা যেন বলিউডে সুপার হিরো ঘরানায় আবারও নতুন মাত্রা যোগ করে।
এইচএমডি গ্লোবাল (HMD Global) ভারতে বার্বি ফোন (Barbie Phone) লঞ্চের ঘোষণা করল। ম্যাটেলের সাথে জোট…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২১শে মার্চ, শুক্রবার। আজকের রাশিফল অনুযায়ী কেমন কাটতে চলেছে আজ আপনার…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রেলে প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করে। আর রেলে যাত্রার সময়…
5G স্মার্টফোন কেনার পরিকল্পনা আছে কিন্তু বাজেট ২৫ হাজার টাকা? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য।…
বর্তমান ডিজিটাল যুগে ডিজিটাল পেমেন্টই মানুষের প্রধান ভরসা—হোক তা ১০ টাকার কেনাকাটা বা ১০ হাজার…
শ্বেতা মিত্র, কলকাতা: লোকাল ট্রেনের পাশাপাশি মেট্রো (Kolkata Metro) পরিষেবাকেও যে কোনো শহরের লাইফলাইন বলা…
This website uses cookies.