Hindi Serial: প্রয়াত ACP প্রদ্যুম্ন? মন খারাপ ভক্তদের, CID নিয়ে বড় সিদ্ধান্ত SONY-র | ACP Pradyuman's Death News
শ্বেতা মিত্র, কলকাতাঃ CID…সিরিয়াল দুনিয়ার এক অনন্য নাম। বছরের পর বছর ধরে চলে আসা এই টেলিভিশন সিরিজ দর্শকদের মনে এক আলাদাই জায়গা করে রেখেছে। এসিপি প্রদ্যুমনের ‘কুছ তো গড়বর হ্যায়’, অভিজিতের বুদ্ধিমত্তা, দয়া’র দরজা ভাঙার দৃশ্য ৮ থেকে ৮০ সকলেরই মনে এক আলাদাই জায়গা করে নিয়েছে। মাঝে কয়েক বছর বন্ধ থাকলেও ফের এই সিরিজ শুরু হয়। কিন্তু এই সিরিজ শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই এল খারাপ খবর। জানা যাচ্ছে, মেগা থেকে বিদায় নিচ্ছেন এসিপি প্রদ্যুমনের জায়গায় অভিনয় করা শিবাজি সত্যম।
ইতিমধ্যে সোনি চ্যানেলের তরফে একটি বিস্ফোরক পোস্ট করা হয়েছে। আর এই পোস্ট দেখে চমকে গিয়েছেন সকলেই। যেখানে বলা হয়েছে। সকলের প্রিয় শিবাজি সত্যম মেগা থেকে বিদায় নিচ্ছেন। এর ফলে বেজায় মন খারাপ দর্শকদের। এসিপি প্রদ্যুমনের চরিত্রে অভিনয় করা এই বর্ষীয়ান অভিনেতা শো-এর ইউএসপি ছিলেন সেটা বলাই বাহুল্য। কিন্তু আচমকা তাঁর মেগা ছাড়াটাকে মেনে নিতে পারছেন না দর্শকরা। আচমকা কেন এই সিদ্ধান্ত, সেই বিষয়ে কিছু জানা যায়নি।
কিছুদিন ধরেই আলোচনা চলছিল যে এসিপি প্রদ্যুমন অর্থাৎ শিবাজি সাতমকে আর সিআইডি ২-তে দেখা যাবে না। শোতে তার মৃত্যুর মাধ্যমে তার চরিত্রটি শেষ করা হচ্ছে। এখন অবশেষে নির্মাতারা এটি ঘোষণা করেছেন। সোনি চ্যানেল শিবাজি সাতম ওরফে এসিপি প্রদ্যুম্নের ছবি RIP ACP হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করেছে।
সোনি লিখেছে, “একটি যুগের সমাপ্তি। এসিপি প্রদ্যুমন (১৯৯৮-২০২৫)।” পোস্টের সাথে থাকা ক্যাপশনে লেখা ছিল, “এসিপি প্রদ্যুম্নের সুন্দর স্মৃতিতে। এমন একটি ক্ষতি যা কখনও ভোলা যাবে না।” এদিকে এহেন পোস্ট দেখে বেজায় চটেছেন দর্শকরাও। নির্মাতাদের এই পোস্টটি দেখার পর, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তাদের রাগ নিয়ন্ত্রণ করতে পারছেন না। একজন ব্যবহারকারী লিখেছেন, “এই খবরটি অবশ্যই অনেক দর্শককে অনুষ্ঠানটি ছেড়ে যেতে বাধ্য করবে।”
একজন বলেছেন, “এসিপি প্রদ্যুমনকে ফিরিয়ে আনতে হবে, সোনি টেলিভিশনের অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া উচিত।” একজন মন্তব্য করেছেন, “তাহলে যখন কোনও প্রধান চরিত্র থাকবে না, তখন সিআইডি চালিয়ে আপনারা কী করবেন?” কেউ কেউ তো এমনও বলেছেন যে RIP ACP-এর জন্য নয়, CID-এর জন্য। মানুষ বলছে যে এই খবর তাদের হৃদয় ভেঙে দিয়েছে।
প্রীতি পোদ্দার, কলকাতা: আর তো মাত্র কয়েকটা দিন। তার পরেই এবারের মত চৈত্র বিদায় নিয়ে…
ভারতীয় রেলওয়ে তৎকাল বুকিং প্রক্রিয়া আরও সহজ এবং যাত্রীবান্ধব করেছে। এখন: – এসি ক্লাসের তৎকাল…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষমেশ ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে সীলমোহর পেতে চলেছে বাংলাদেশ। সূত্রের খবর, খুব শীঘ্রই…
সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। সম্প্রতি NTPC Green Energy Limited (NGEL) এর তরফ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারস্পারিক শুল্ক আরোপ নীতির জ্বালায় জ্বলছে গোটা বিশ্ব।…
প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েক মাসে রান্নার গ্যাসের দাম (LPG Cylinder Price) কখনও একধাক্কায় অনেকটাই…
This website uses cookies.