লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

HMD 130 Launched: ভারতে লঞ্চ হল HMD 130 ও 150 Music ফিচার ফোন, পাবেন UPI পেমেন্টের সুবিধা | HMD 150 Music Launched

Published on:

বুধবার ভারতে দুটি নতুন ফিচার ফোন লঞ্চ করল হিউম্যান মোবাইল ডিভাইসেস (HMD)। এই দুটি নতুন ফিচার ফোন হল – HMD 140 Music এবং HMD 150 Music। মূলত, গান শোনার যে বৈশিষ্ট্য তার উপর বেশি জোর দেওয়া হয়েছে এই দুই ডিভাইসে। যে কারণে এই ধরনের নামকরণ। এতে আলাদা একটি মিউজিক কন্ট্রোল বাটন এবং বড় স্পিকার পাওয়া যাবে।

READ MORE:  Realme Narzo 80 Pro Ram: ফোনের জায়গা নিয়ে চিন্তার দিন শেষ! বিশাল স্টোরেজ থাকবে Realme-র নতুন স্মার্টফোনে | Realme Narzo 80 Pro Storage

মিউজিক প্লেব্যাকের পাশাপাশি এফএম রেডিয়ো এবং কন্নড়, হিন্দি ও মালায়ালামের মতো ১৩টি ভারতীয় ভাষার জন্য এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও রয়েছে। ফোনগুলি লঞ্চের সময়, কোম্পানি, আইপিএল টিম রাজস্থান রয়্যালসের সাথে তাদের অংশীদারিত্বও পুনর্নবীকরণ করেছে।

HMD 130 ও 150 Music ফিচার ফোনের দাম

এইচএমডি ১৩০ মিউজিকের দাম ১৮৯৯ টাকা এবং এইচএমডি ১৫০ মিউজিকের দাম ২৩৯৯ টাকা। আজ থেকে সারা দেশে অনলাইন এবং অফলাইন চ্যানেলের মাধ্যমে উভয় ডিভাইসই কেনার জন্য উপলব্ধ হবে বলে জানিয়েছে কোম্পানি।

READ MORE:  আজ আসছে সবচেয়ে সস্তা আইফোন! iPhone SE 4 এর লঞ্চ ইভেন্ট এখান থেকে দেখুন সরাসরি

HMD 130 ও 150 Music ফিচার ফোনের বৈশিষ্ট্য

দুটি ফোনেই চার্জিং সাপোর্ট-সহ একটি USB-C পোর্ট রয়েছে। একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে ২৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৫০ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক এবং ৩৬ ঘণ্টা স্ট্যান্ডবাই সময় প্রদান করতে পারে। দুটি ডিভাইসেই রয়েছে ২.৪ ইঞ্চি QVGA ডিসপ্লে এবং এস৩০+ অপারেটিং সিস্টেম।

দুটি ডিভাইসেই UPI পেমেন্ট সমর্থন করে। তবে, শুধুমাত্র এইচএমডি ১৫০ মিউজিক ফোনে স্ক্যান এবং পেমেন্ট সুবিধা পাওয়া যাবে। কারণ এইচএমডি ১৩০ মডেলে ক্যামেরা নেই। তবে উভয় ডিভাইসেই ব্লুটুথ ৫.০ সংযোগ রয়েছে, যা ব্যবহারকারীদের ফিচার ফোনের সাথে ওয়্যারলেস ইয়ারবাড এবং নেকব্যান্ড কানেক্ট করতে সাহায্য করবে।

READ MORE:  iPhone 16e- এর থেকেও ভাল ক্যামেরা রয়েছে এই ৫ ফোনে, Vivo X200 সহ আর কোন কোন মডেল আছে

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.