HMD 130 Launched: ভারতে লঞ্চ হল HMD 130 ও 150 Music ফিচার ফোন, পাবেন UPI পেমেন্টের সুবিধা | HMD 150 Music Launched
বুধবার ভারতে দুটি নতুন ফিচার ফোন লঞ্চ করল হিউম্যান মোবাইল ডিভাইসেস (HMD)। এই দুটি নতুন ফিচার ফোন হল – HMD 140 Music এবং HMD 150 Music। মূলত, গান শোনার যে বৈশিষ্ট্য তার উপর বেশি জোর দেওয়া হয়েছে এই দুই ডিভাইসে। যে কারণে এই ধরনের নামকরণ। এতে আলাদা একটি মিউজিক কন্ট্রোল বাটন এবং বড় স্পিকার পাওয়া যাবে।
মিউজিক প্লেব্যাকের পাশাপাশি এফএম রেডিয়ো এবং কন্নড়, হিন্দি ও মালায়ালামের মতো ১৩টি ভারতীয় ভাষার জন্য এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও রয়েছে। ফোনগুলি লঞ্চের সময়, কোম্পানি, আইপিএল টিম রাজস্থান রয়্যালসের সাথে তাদের অংশীদারিত্বও পুনর্নবীকরণ করেছে।
এইচএমডি ১৩০ মিউজিকের দাম ১৮৯৯ টাকা এবং এইচএমডি ১৫০ মিউজিকের দাম ২৩৯৯ টাকা। আজ থেকে সারা দেশে অনলাইন এবং অফলাইন চ্যানেলের মাধ্যমে উভয় ডিভাইসই কেনার জন্য উপলব্ধ হবে বলে জানিয়েছে কোম্পানি।
দুটি ফোনেই চার্জিং সাপোর্ট-সহ একটি USB-C পোর্ট রয়েছে। একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে ২৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৫০ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক এবং ৩৬ ঘণ্টা স্ট্যান্ডবাই সময় প্রদান করতে পারে। দুটি ডিভাইসেই রয়েছে ২.৪ ইঞ্চি QVGA ডিসপ্লে এবং এস৩০+ অপারেটিং সিস্টেম।
দুটি ডিভাইসেই UPI পেমেন্ট সমর্থন করে। তবে, শুধুমাত্র এইচএমডি ১৫০ মিউজিক ফোনে স্ক্যান এবং পেমেন্ট সুবিধা পাওয়া যাবে। কারণ এইচএমডি ১৩০ মডেলে ক্যামেরা নেই। তবে উভয় ডিভাইসেই ব্লুটুথ ৫.০ সংযোগ রয়েছে, যা ব্যবহারকারীদের ফিচার ফোনের সাথে ওয়্যারলেস ইয়ারবাড এবং নেকব্যান্ড কানেক্ট করতে সাহায্য করবে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইউনূসের বেয়াক্কেলে মন্তব্যকে এবার এক হাত নিল ভারতীয় বিদেশ মন্ত্রক। চিনের মাটিতে…
ভারতীয় রেলওয়ে যাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন প্রকল্প পরিচালনা করে। তবে অনেক মানুষ এসব সুবিধার বিষয়ে…
শ্বেতা মিত্র, কলকাতাঃ বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়নের নামে এখনও নির্বিচারে গাছ কাটা হচ্ছে। ধ্বংস করে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা Bharti Airtel এবার তাদের গ্রাহকদের জন্য সেরা…
সৌভিক মুখার্জী, কলকাতা: বৈশ্বিক বাণিজ্যের মোড় ঘুরিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন, ভারত সহ…
গত বছর এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Case) মামলায়…
This website uses cookies.