HMD Barbie Phone Launched: বার্বি ফোন চলে এল ভারতে, গোলাপী রঙের সঙ্গে নস্টালজিয়ায় মাতাবে নতুন প্রজন্মকে | HMD Barbie Phone Price
এইচএমডি গ্লোবাল (HMD Global) ভারতে বার্বি ফোন (Barbie Phone) লঞ্চের ঘোষণা করল। ম্যাটেলের সাথে জোট বেঁধে বার্বি পুতুলের আইকনিক হট পিঙ্ক (গোলাপী রঙ) থিমের উপর এই ক্লাসিক ফ্লিপ ফোনের ডিজাইন করা হয়েছে। এতে পুরানো কিপ্যাড ফর্ম্যাট রয়েছে, যা কল এবং টেক্সট করার মতো মৌলিক কার্যকারিতা প্রদান করে। নস্টালজিয়া উস্কে দিতেই পুরনো ফ্লিপ ফোনের অনুকরণে এটি বানিয়েছে সংস্থা।
এএইচএমডি বার্বি ফোনের ভিতরে ২.৮ ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে রয়েছে। বাইরে একটি ১.৭৭ ইঞ্চি কভার ডিসপ্লে রয়েছে যা আয়না হিসেবেও কাজ করে। ফোনটি ইউনিসক টি১০৭ প্রসেসর দ্বারা চালিত। ৬৪ এমবি র্যাম ও ১২৮ এমবি অনবোর্ড স্টোরেজ মিলবে এতে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। বার্বি-থিমযুক্ত ফ্লিপ ফোনটি এস৩০+ অপারেটিং সিস্টেমে চলে।
কোর ওএস-এর উপরে বার্বি পুতুলের থিমযুক্ত ইউজার ইন্টারফেস রয়েছে। এতে বার্বি-থিমযুক্ত ইস্টার এগ এবং সমুদ্র সৈকত-থিমযুক্ত মালিবু স্নেক গেম মিলবে। কিপ্যাডটি বার্বির আইকনিক গোলাপী রঙের এবং এতে লুকানো ফ্লেমিংগো মোটিফ অন্ধকারে আলোকিত হয়। ফোন চালু করা হলে, ব্যবহারকারীদের “হাই বার্বি” টোন দিয়ে স্বাগত জানানো হবে।
এছাড়া, ফোনে ১,৪৫০ এমএএইচ রিমুভেবল ব্যাটারি আছে যা গোলাপী রঙের বিকল্পে পাওয়া যায়। এটি ৪জি, ব্লুটুথ ৫.০, ৩.৫ মিমি অডিও জ্যাক, ও টাইপ-সি সংযোগ সমর্থন করে। ফোনটিতে ০.৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশ রয়েছে। যারা শুধুমাত্র ফোন ও টেক্সট করার জন্য সাধারণ খুঁজছেন, তাদের জন্য এটি আদর্শ হতে পারে।
HMD Global তাদের এক্স পোস্টে নিশ্চিত করেছে যে ভারতে Barbie Phone কিনতে ৭,৯৯৯ টাকা খরচ হবে। এটি বর্তমানে সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে কেনার জন্য উপলব্ধ। এটি পাওয়ার পিঙ্ক রঙে পাওয়া যাবে। ফোনটি একটি গহনার বাক্সের মতো দেখতে কেসে পাঠানো হয়েছে, যার মধ্যে রয়েছে একটি গোলাপী ইউএসবি টাইপ-সি কেবল, দুটি অতিরিক্ত বার্বি থিমযুক্ত ব্যাক কভার, জেম স্টিকার, প্রভৃতি।
সুমন পাত্র, কলকাতা: কেউ পছন্দ করেন অ্যাপল আইফোন, কেউ ওয়ানপ্লাস, তো কেউ রেডমি, ভিভো, মটোরোলার…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সে এক দানব আকৃতির অজগর। চেহারায় পৃথিবীর অন্যান্য অজগরদেরও হার মানাবে। দৈর্ঘ্য…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: গানের মাধ্যমে প্রাক্তন স্বামীর কেচ্ছা-কাহিনী তুলে ধরলেন ধনশ্রী! বৃহস্পতিবার মুম্বইয়ের পারিবারিক আদালতে…
সুমন পাত্র, কলকাতা: Vivo V50 Lite 5G গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গেল। প্রথমে এই স্মার্টফোনের…
আজকাল অনলাইন যে কোনও কাজের জন্য রয়েছে নানা ধরনের অ্যাপ। যা ডাউনলোড করে ফোনের স্টোরেজ…
প্রীতি পোদ্দার, কলকাতা: ২০২৬ সালের মধ্যে জেলার প্রতিটি বাড়িতে জনস্বাস্থ্য কারিগরি দফতরের পরিস্রুত পানীয় জল…
This website uses cookies.