Holi Sale: আজ অফার শেষ, ১০ হাজার টাকায় ১২ জিবি র‌্যামের Realme Narzo N65 5G, রয়েছে ৫০ এমপি ক্যামেরা | Smartphone Under 10000 Rupees

কম দামে চোখের জন্য ভালো ডিসপ্লের ফোন কিনতে চাইলে রিয়েলমির হোলি সেলের অফার কাজে লাগাতে পারেন। আজ ১৮ মার্চ Realme Holi Sale শেষ হতে চলেছে। এই সেলে Realme Narzo N65 5G সাশ্রয়ী মূল্যে কেনা যাবে। ফোনটির ৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট বর্তমানে অ্যামাজনে সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে। এই রিয়েলমি ডিভাইসে আছে দুর্দান্ত এআই ক্যামেরা, ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ চোখের আরামদায়ক ডিসপ্লে এবং আল্ট্রা-স্লিম ডিজাইন।

READ MORE:  Infinix Note 50 Pro Plus Launched: কম দামে তিনটি অসাধারণ ফোন লঞ্চ করল Infinix, রয়েছে 90W চার্জিং, দুর্দান্ত ক্যামেরা | Infinix Note 50 Pro Plus Price

Realme Narzo N65 5G ফোনে হোলি সেলে দুর্দান্ত ছাড়

রিয়েলমি নারজো এন৬৫ ৫জি এর ৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট ১২,৪৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। তবে হোলি সেল চলাকালীন এটি ২২৫০ টাকার কুপন ডিসকাউন্ট সহ বিক্রি হচ্ছে, যার ফলে এর দাম কমে হয়েছে ১০,২৪৮ টাকা। এর সাথে ব্যাঙ্ক অফারের সুবিধা নেওয়া যাবে। কানাড়া ব্যাঙ্কের কার্ড দিয়ে ফোনটি কিনলে ৭৫০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

READ MORE:  মিড রেঞ্জে প্রথমবার, Realme P3 Pro 5G ও Realme P3x 5G জবরদস্ত ফিচার সহ আজ লঞ্চ হচ্ছে | Realme P3 Pro 5G and Realme P3x 5G Launch Today in India

Realme Narzo N65 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি নারজো এন৬৫ ৫জি ডিভাইসে ৬.৬৭-ইঞ্চি এইচডি প্লাস স্ক্রিন আছে যা ১২০ হার্টজ আই কমফোর্ট ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ৫জি প্রসেসর, ৬ জিবি পর্যন্ত ফিজিক্যাল র‌্যাম ও ৬ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম দেওয়া হয়েছে। অর্থাৎ মোট ১২ জিবি র‌্যাম পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য Realme Narzo N65 5G ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফির জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এটি আইপি৫৪ রেটিং সহ এসেছে, যা ধুলো এবং জল প্রতিরোধ করতে পারে। ফোনটি ভেজা হাতেও ব্যবহার করা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

READ MORE:  বাজেট ৮ থেকে ৯ হাজার টাকা, দুর্দান্ত ক্যামেরা ও ফিচারের এই দুই ফোন আপনার জন্য

Scroll to Top