লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Holi Sale: হোলি উপলক্ষে প্রায় অর্ধেক দামে Motorola Edge 50 Fusion স্মার্টফোন, রয়েছে দুর্দান্ত ক্যামেরা সহ বেশি র‌্যাম

Published on:

এ কথা অস্বীকার করার উপায় নেই যে, গত কয়েক বছরে ভারতীয় স্মার্টফোন বাজারে উল্লেখযোগ্য পুনরুত্থান করেছে Motorola। বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন থেকে শুরু করে মিডরেঞ্জ এবং ফ্ল্যাগশিপ ডিভাইস সেগমেন্টে তুমুল ঝড় তুলেছে এই কোম্পানি। যারা নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য একটি দারুন বিকল্প হতে পারে Motorola Edge 50 Fusion 5G। কারণ ফোনটি এখন লোভনীয় অফারে এই প্রথম সবথেকে কম দামে পাওয়া যাচ্ছে।

Motorola Edge 50 Fusion 5G একটি প্রিমিয়াম স্মার্টফোন হিসাবে বাজারে লঞ্চ হয়েছিল। এর মধ্যে রয়েছে একাধিক ফ্ল্যাগশিপ ফিচার যা দামি ফোনে পাওয়া যায়। কমপক্ষে ৪-৫ বছর ব্যবহার করা যাবে এমন একটি স্মার্টফোনের সন্ধানে থাকলে অনবদ্য বিকল্প হতে পারে এই হ্যান্ডেসেট। এই ফোনে রয়েছে পর্যাপ্ত RAM এবং ভরপুর স্টোরেজ। এছাড়াও, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাও পাওক যাবে। আসুন চটফট জেনে নেওয়া যাক Motorola Edge 50 Fusion 5G ফোনে ঠিক কত টাকা ছাড় রয়েছে।

READ MORE:  Vivo T4 5G Camera: আগামী সপ্তাহে আসছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও 7300mAh ব্যাটারির ভিভো ফোন | Vivo T4 5G Launch 22 April in India

Motorola Edge ৫০ Fusion ফোনের সাথে ডিসকাউন্ট অফার

এই মুহূর্তে ই-কমার্স সাইট Amazon-এ মোটোরোলা এজ ৫০ ৫জি ফিউশন ফোনটির দাম ৩৭,৯৯৯ টাকা। তবে এর উপর ৩৮ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এই অফারটির কারণে আপনি এটি মাত্র ২৩,৪৮০ টাকায় কিনতে পারবেন। অর্থাৎ প্রথম অফারেই ১৪,০০০ টাকারও বেশি সাশ্রয় করতে পারবেন। এর সঙ্গে রয়েছে ব্যাংক ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ বোনাস, যা যোগ করলে দাম আরও কমাতে পারেন।

READ MORE:  50MP Camera Smartphone: ৯ হাজার টাকার মধ্যে Redmi সহ জনপ্রিয় ব্র্যান্ডের সেরা স্মার্টফোন, রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা | Smartphone 5G Under 9000 Rupees

ব্যাংক অফার ও এক্সচেঞ্জ বোনাস

Amazon আরও বিভিন্ন অফার লঞ্চ করেছে, যা আপনাকে বাড়তি টাকা সাশ্রয় করার সুযোগ দেবে। আপনি নির্বাচিত ব্যাংক কার্ডের মাধ্যমে ১,০০০ টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা নিতে পারেন, সেই সাথে ৭০৪ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফারও পেতে পারেন।

যদি আপনি পুরনো ফোন এক্সচেঞ্জ করতে চান এবং সেই ফোন যদি ভালো অবস্থায় থাকে, যেমন ব্যাটারি, হার্ডওয়্যার ও অন্যান্য পার্টস ভালো মতো কাজ করে তাহলে সর্বাধিক ১৮,৯৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন। সব অফার যোগ করে নূন্যতম ৪,৫৩০ টাকায় এটি কেনা যাবে। যদিও সর্বাধিক এক্সচেঞ্জ বোনাস পাওয়া মুশকিল। তবে একটি ঠিকঠাক মূল্য পেলে বেশ সস্তায় অর্ডার করতে পারবেন মোটোরোলা এজ ৫০ ফিউশন ৫জি স্মার্টফোন।

READ MORE:  সীমিত সময়ের অফার, ৫৫০০ টাকা ডিসকাউন্টে কিনুন এই তিন জনপ্রিয় Motorola 5G স্মার্টফোন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.