Holi Sale: হোলি উপলক্ষে প্রায় অর্ধেক দামে Motorola Edge 50 Fusion স্মার্টফোন, রয়েছে দুর্দান্ত ক্যামেরা সহ বেশি র‌্যাম

এ কথা অস্বীকার করার উপায় নেই যে, গত কয়েক বছরে ভারতীয় স্মার্টফোন বাজারে উল্লেখযোগ্য পুনরুত্থান করেছে Motorola। বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন থেকে শুরু করে মিডরেঞ্জ এবং ফ্ল্যাগশিপ ডিভাইস সেগমেন্টে তুমুল ঝড় তুলেছে এই কোম্পানি। যারা নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য একটি দারুন বিকল্প হতে পারে Motorola Edge 50 Fusion 5G। কারণ ফোনটি এখন লোভনীয় অফারে এই প্রথম সবথেকে কম দামে পাওয়া যাচ্ছে।

Motorola Edge 50 Fusion 5G একটি প্রিমিয়াম স্মার্টফোন হিসাবে বাজারে লঞ্চ হয়েছিল। এর মধ্যে রয়েছে একাধিক ফ্ল্যাগশিপ ফিচার যা দামি ফোনে পাওয়া যায়। কমপক্ষে ৪-৫ বছর ব্যবহার করা যাবে এমন একটি স্মার্টফোনের সন্ধানে থাকলে অনবদ্য বিকল্প হতে পারে এই হ্যান্ডেসেট। এই ফোনে রয়েছে পর্যাপ্ত RAM এবং ভরপুর স্টোরেজ। এছাড়াও, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাও পাওক যাবে। আসুন চটফট জেনে নেওয়া যাক Motorola Edge 50 Fusion 5G ফোনে ঠিক কত টাকা ছাড় রয়েছে।

READ MORE:  Vivo Y300i এই মাসেই বাজারে ঝড় তুলতে আসছে, ৬৫০০mAh ব্যাটারি সহ থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা | Vivo Y300i Launch Date

Motorola Edge ৫০ Fusion ফোনের সাথে ডিসকাউন্ট অফার

এই মুহূর্তে ই-কমার্স সাইট Amazon-এ মোটোরোলা এজ ৫০ ৫জি ফিউশন ফোনটির দাম ৩৭,৯৯৯ টাকা। তবে এর উপর ৩৮ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এই অফারটির কারণে আপনি এটি মাত্র ২৩,৪৮০ টাকায় কিনতে পারবেন। অর্থাৎ প্রথম অফারেই ১৪,০০০ টাকারও বেশি সাশ্রয় করতে পারবেন। এর সঙ্গে রয়েছে ব্যাংক ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ বোনাস, যা যোগ করলে দাম আরও কমাতে পারেন।

READ MORE:  Amazon 5G Superstore offer: Amazon ৫জি সুপারস্টোরে দারুন অফার, জলের দরে কিনুন OnePlus 12R | OnePlus 12R Discount

ব্যাংক অফার ও এক্সচেঞ্জ বোনাস

Amazon আরও বিভিন্ন অফার লঞ্চ করেছে, যা আপনাকে বাড়তি টাকা সাশ্রয় করার সুযোগ দেবে। আপনি নির্বাচিত ব্যাংক কার্ডের মাধ্যমে ১,০০০ টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা নিতে পারেন, সেই সাথে ৭০৪ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফারও পেতে পারেন।

যদি আপনি পুরনো ফোন এক্সচেঞ্জ করতে চান এবং সেই ফোন যদি ভালো অবস্থায় থাকে, যেমন ব্যাটারি, হার্ডওয়্যার ও অন্যান্য পার্টস ভালো মতো কাজ করে তাহলে সর্বাধিক ১৮,৯৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন। সব অফার যোগ করে নূন্যতম ৪,৫৩০ টাকায় এটি কেনা যাবে। যদিও সর্বাধিক এক্সচেঞ্জ বোনাস পাওয়া মুশকিল। তবে একটি ঠিকঠাক মূল্য পেলে বেশ সস্তায় অর্ডার করতে পারবেন মোটোরোলা এজ ৫০ ফিউশন ৫জি স্মার্টফোন।

READ MORE:  OnePlus Nord 4 5G Discount: সস্তা OnePlus ফোনে বাম্পার ডিসকাউন্ট, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আছে সুপার ফাস্ট চার্জিং প্রযুক্তি | Smartphone Under Rs 25000

Scroll to Top