Home Guard In WB: নবান্নর নির্দেশে লটারি লাগল সিভিকদের, কয়েকশ হোম গার্ডের নিয়োগ কলকাতা পুলিশের | Nabanna Decided To Recruit Home Guard In WB
প্রীতি পোদ্দার, কলকাতা: সরকারি চাকরি পাওয়ার আশায় এখনও দিন রাত এক করে খেটে চলেছেন বেকার যুবক যুবতীরা। কিন্তু রাজ্যে নিয়োগ প্রক্রিয়ায় একের পর এক দুর্নীতি ক্রমেই সরকারি চাকরি পাওয়ার মনোবল ভেঙে দিচ্ছে। তার উপর পুলিশ বিভাগে দীর্ঘদিন ধরে কলকাতা পুলিসে কনস্টেবল, এসআই, সার্জেন্ট পদে নিয়োগ বন্ধ রাখা হয়েছে। এদিকে কলকাতা পুলিসের থানা, ট্রাফিক গার্ড থেকে গোয়েন্দা বিভাগ কার্যত পুলিসের অভাবে বেজায় সমস্যায় পড়েছে। যার ফলে ২০২৩-২৪ সালে কনস্টেবল, এসআই, সার্জেন্ট পদে নিয়োগ করা হয়েছে। তাই এবার হোমগার্ড পদে নিয়োগের (Home Guard in WB) সিদ্ধান্ত নিল নবান্ন।
সূত্রের খবর গত সোমবার নবান্ন থেকে কলকাতার পুলিস কমিশনারকে হোমগার্ডে নিয়োগ সংক্রান্ত একটি ছাড়পত্র পাঠানো হয়েছে। ওই ছাড়পত্রে জানানো হয়েছে যে, আলোচনায় সিদ্ধান্ত নেওয়া নতুন ৫০০ হোমগার্ড নিয়োগের ক্ষেত্রে ১০ শতাংশ পদ কলকাতা পুলিস এবং রাজ্য পুলিসে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের জন্য সংরক্ষিত করা থাকবে। অর্থাৎ ৪৫০ জন হোমগার্ড নিয়োগ করা হবে ছেলে মেয়েদের। আর বাকি ৫০টি পদে নিয়োগ করা হবে যোগ্য সিভিকদের মধ্যে থেকে। ফলে এই নিয়োগ প্রক্রিয়া একদিকে যেমন বেকার যুবক যুবতীদের কাছে আশার আলো এনে দিয়েছে ঠিক তেমনই সিভিক ভলান্টিয়ারদের এক সুবর্ণ সুযোগ এনে দিয়েছে।
এদিকে নবান্নের তরফে ছাড়পত্র মিলতেই হোমগার্ড নিয়োগের জন্য কলকাতার পুলিস কমিশনার মনোজ ভার্মা একটি এনরোলমেন্ট কমিটি গঠন করতে চলেছে। যোগ্য প্রার্থীদের ৬০ নম্বরের একটি লিখিত পরীক্ষায় বসতে হবে। সিভিকদেরও এই লিখিত পরীক্ষায় বসতে হবে। কত নম্বর পেলে লিখিত পরীক্ষায় পাশ করা যাবে, তা ঠিক করবে সেই এনরোলমেন্ট কমিটি। লিখিত পরীক্ষায় পাশ করলে প্রশিক্ষণের পর নিয়োগ হবে কলকাতা পুলিসের হোমগার্ড পদে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে তাই বড় পদক্ষেপ নিচ্ছে লালবাজার।
প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি মাসে ভাঙড়ে হিংসা দূর করতে রাতারাতি সেই এলাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নিজের দায়িত্বে নিয়ে নেয় কলকাতা পুলিস। যার ফলে কলকাতা পুলিসের ক্ষমতাভুক্ত এলাকা ৩২৪ বর্গ কিমি থেকে বেড়ে দাঁড়ায় ৫৩০ বর্গ কিমিতে। সেক্ষেত্রে আরও দরকার পরে পুলিশের। তার উপর আবার চলতি বছরে নরেন্দ্রপুর থানা ভেঙে আরও দু’টি নতুন থানা কলকাতা পুলিসে যুক্ত করার সম্ভাবনা রয়েছে। তাই পুলিশের অভাব মেটানোর জন্য আরও ৫০০ জন নতুন হোমগার্ড নিয়োগের সিদ্ধান্ত নিল নবান্ন।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Realme 14 Pro সিরিজ জানুয়ারিতে ভারতে পা রেখেছে। আবার মার্চের প্রথমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে…
বেঙ্গালুরুর সংস্থা Oben Electric গত বছরের শেষে Rorr EZ নামে একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করেছিল।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ থেকে ১০ বছর আগে ১০০০ টাকার ক্রয়ক্ষমতা কেমন ছিল, কোনও ধারণা…
Oppo গত ডিসেম্বরে Dimensity 7300 চিপসেটের সাথে A5 Pro স্মার্টফোন লঞ্চ করছিল। পাওয়ারফুল বডি স্ট্রাকচারের…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই হু হু করে বেড়েই চলেছে বন্দে ভারত (Vande…
This website uses cookies.