Home Loan: ২০, ৩০ ও ৫০ লক্ষের হোম লোনে এবার দিতে হবে এত টাকা কম EMI, দেখুন হিসেব | Reserve Bank Of India Repo Rate Home Loan

শ্বেতা মিত্র, কলকাতা: দীর্ঘ ৫ বছর পর রেপো রেটে বদল করেছে আরবিআই (Reserve Bank of India)। RBI-র গভর্নর সঞ্জয় মালহোত্রা শুক্রবার সকালে ঘোষণা করেন যে মুদ্রা নীতি কমিটি রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.৫% থেকে ৬.২৫ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ। এদিকে রেপো রেটে এহেন পতনের ফলে মধ্যবিত্তের ঘাড় থেকে ইএমআই-এর বোঝা বেশ খানিকটা যে কমবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক কত লক্ষ টাকায় এবার থেকে কত টাকা ইএমআই দিতে হবে।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

২০ লাখ টাকার হোম লোন

আপনি যদি ২০ বছরের জন্য ৮.৫% সুদের হারে ২ মিলিয়ন গৃহঋণ নিয়ে থাকেন, তাহলে আগে ইএমআই হিসেবে প্রতি মাসে দিতে হবে ১৭,৩৫৬ টাকা। তবে রেপো রেট ০.২৫% কমানোর পর আপনার ইএমআই হয়ে যাবে ১৭,০৪১ টাকা। এক্ষেত্রে বছরে ৩,৭৮০ টাকা সাশ্রয় হবে।

READ MORE:  RBI New Update On 2000 Rupees Note: ২০০০ টাকার নোট নিয়ে RBI-র বিরাট আপডেট | Reserve Bank Of India On 2000 Bank Note

৩০ লাখ টাকার হোম লোন

একইভাবে ২০ বছরের জন্য ৩০ লাখ টাকা লোন নিলে আগে ইএমআই হিসেবে দিতে হত ২৬,০৩৫ টাকা। রেপো রেট কমার পর তা হয়ে যাবে ২৫,৫৬২ টাকা, আর আপনার বার্ষিক সাশ্রয় হবে ৫,৬৭৬ টাকা।

৫০ লাখ টাকার হোম লোন

বর্তমানে ২০ বছরের জন্য নেওয়া ৫০ লাখ ঋণের বিপরীতে ৮.৫০ শতাংশ হারে বর্তমান ইএমআই ৪৩,৩৯১ টাকা। রেপো রেট ০.২৫% কমানোর পর ৮.২৫ শতাংশে তা দাঁড়াবে ৪২,৬০৩ টাকা। এক্ষেত্রে বছরে ৯,৪৫৬ টাকা সাশ্রয় হবে।

READ MORE:  Foreclosure Charge: ব্যাঙ্ক থেকে লোন নিয়ে আর পড়তে হবে না চাপে, বিরাট বদল আনছে RBI | Foreclosure Charge May Not Be Take By Bank

ইএমআই গণনার ফর্মুলা

P x R x (1+R)^N / [(1+R)^N-1]

P = ঋণের পরিমাণ

N = ঋণের মেয়াদ (মাসে)

R = মাসিক সুদের হার

আপনার ঋণের সুদের হার (R) প্রতি মাস অনুযায়ী গণনা করা হয়, যা আপনাকে বার্ষিক সুদের হার / 12/100 পেতে সাহায্য করে।

Scroll to Top