লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Honda কোম্পানির বাইক, স্কুটারে বাম্পার অফার, এই মাসে কিনলে 5,100 টাকা ছাড় | Honda Cashback Offer in March

Published on:

হোন্ডার এই ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার থাকবে ৩১ মার্চ পর্যন্ত। অর্থাৎ হাতে আর ৪ দিন সময় রয়েছে।

শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: হোন্ডা মোটরসাইকেল ও স্কুটার ভারতে জনপ্রিয় একটি নাম। প্রচুর মানুষ এই জাপানি কোম্পানির বাইক ও স্কুটার নিত্য যাতায়াতে ব্যবহার করেন। এখন অনেকে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন। তাঁদের জন্য জানিয়ে রাখি, হোন্ডা এই মাসে একটি বিশেষ অফারের মাধ্যমে ক্যাশব্যাক দিচ্ছে গ্রাহকদের। জনপ্রিয় Activa 110, Activa 125, Shine 100, ও SP125 মডেলের উপর রয়েছে অফার।

READ MORE:  ভ্রমণপিপাসুদের জন্য উপযুক্ত বাইক এনেছে Hero, সহজেই পৌঁছনো যাবে পাহাড়-জঙ্গল

পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড, ওড়িশা, ও উত্তর পূর্বের রাজ্যগুলিতে উক্ত বাইক ও স্কুটারগুলিতে ৫,১০০ টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে। আবার ভাউচার স্ক্র্যাচ করে নিশ্চিত উপহার বাড়ি আনা যাবে। সাথে থাকছে ২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অফার। তবে ক্যাশব্যাকের সাথে এই অতিরিক্ত সুবিধাগুলি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ও উত্তরাখন্ডে পাওয়া যাবে।

এই অফার থাকবে ৩১ মার্চ পর্যন্ত। অর্থাৎ হাতে আর ৫ দিন সময় রয়েছে। যাঁরা কিনতে আগ্রহী তাঁরা নিকটবর্তী শোরুমের সঙ্গে যোগাযোগ করতে পারেন। উল্লেখ্য, স্যালারি স্লিপ দেখালেই হোন্ডার বিগইউং থেকে বিক্রিত প্রিমিয়াম বাইকগুলিতে ৫,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তবে জানা গিয়েছে, XL750 Transalp অ্যাডভেঞ্চার বাইকটিতে ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক ক্যাশ ডিসকাউন্ট হিসেবে ৮০,০০০ টাকা পর্যন্ত অফার করা হচ্ছে। সমস্ত অফার মার্চ পর্যন্ত চলবে।

READ MORE:  Xiaomi SU7 Ultra Launched: 350 কিমি টপ স্পিড, 620 কিমি মাইলেজ, অসাধারণ বৈদ্যুতিক গাড়ি আনল Xiaomi | Xiaomi SU7 Ultra Price

2025 Honda H’ness CB350 এবং CB350RS লঞ্চ হয়েছে

সম্প্রতি ভারতে দুই বাইকের আপডেটেড ভার্সন লঞ্চ করেছে হোন্ডা। সিবি৩৫০ এবং সিবি৩৫০আরএস দুই মডেলে নতুন রঙের বিকল্প পাওয়া যাবে। সিবি৩৫০ মডেলে তিনটি নতুন কালার অপশন যুক্ত হয়েছে। আর সিবি৩৫০আরএস মডেলেও দুটি রং যোগ করা হয়েছে। এছাড়াও বাইকের সাইড প্যানেল এবং ফুয়েল ট্যাঙ্কের ডিজাইনেও পরিবর্তন করেছে হোন্ডা।

READ MORE:  তেল খরচ বেশি হচ্ছে? বাইকের মাইলেজ বাড়ানোর অব্যর্থ উপায় জেনে রাখুন

Honda NX200

এই দুই বাইক ছাড়াও সদ্য বাজারে লঞ্চ হয়েছে আরও একটি মডেল NX200। আসলে হোন্ডা তাদের পুরনো CB200X অ্যাডভেঞ্চার বাইকের নাম পাল্টে NX200 হিসাবে বিক্রি করেছে। ৪.২ ইঞ্চি টিএফটি ডিজিটাল স্ক্রিন, ব্লুটুথ কানেক্টিভিটি, টাইপ-সি চার্জিং পোর্ট সহ এসেছে এই মোটরসাইকেল। এটির দাম রাখা হয়েছে ১.৬৮ লাখ টাকা (এক্স-শোরুম)।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.