Honda কোম্পানির বাইক, স্কুটারে বাম্পার অফার, এই মাসে কিনলে 5,100 টাকা ছাড় | Honda Cashback Offer in March
হোন্ডার এই ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার থাকবে ৩১ মার্চ পর্যন্ত। অর্থাৎ হাতে আর ৪ দিন সময় রয়েছে।
শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: হোন্ডা মোটরসাইকেল ও স্কুটার ভারতে জনপ্রিয় একটি নাম। প্রচুর মানুষ এই জাপানি কোম্পানির বাইক ও স্কুটার নিত্য যাতায়াতে ব্যবহার করেন। এখন অনেকে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন। তাঁদের জন্য জানিয়ে রাখি, হোন্ডা এই মাসে একটি বিশেষ অফারের মাধ্যমে ক্যাশব্যাক দিচ্ছে গ্রাহকদের। জনপ্রিয় Activa 110, Activa 125, Shine 100, ও SP125 মডেলের উপর রয়েছে অফার।
পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড, ওড়িশা, ও উত্তর পূর্বের রাজ্যগুলিতে উক্ত বাইক ও স্কুটারগুলিতে ৫,১০০ টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে। আবার ভাউচার স্ক্র্যাচ করে নিশ্চিত উপহার বাড়ি আনা যাবে। সাথে থাকছে ২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অফার। তবে ক্যাশব্যাকের সাথে এই অতিরিক্ত সুবিধাগুলি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ও উত্তরাখন্ডে পাওয়া যাবে।
এই অফার থাকবে ৩১ মার্চ পর্যন্ত। অর্থাৎ হাতে আর ৫ দিন সময় রয়েছে। যাঁরা কিনতে আগ্রহী তাঁরা নিকটবর্তী শোরুমের সঙ্গে যোগাযোগ করতে পারেন। উল্লেখ্য, স্যালারি স্লিপ দেখালেই হোন্ডার বিগইউং থেকে বিক্রিত প্রিমিয়াম বাইকগুলিতে ৫,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তবে জানা গিয়েছে, XL750 Transalp অ্যাডভেঞ্চার বাইকটিতে ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক ক্যাশ ডিসকাউন্ট হিসেবে ৮০,০০০ টাকা পর্যন্ত অফার করা হচ্ছে। সমস্ত অফার মার্চ পর্যন্ত চলবে।
সম্প্রতি ভারতে দুই বাইকের আপডেটেড ভার্সন লঞ্চ করেছে হোন্ডা। সিবি৩৫০ এবং সিবি৩৫০আরএস দুই মডেলে নতুন রঙের বিকল্প পাওয়া যাবে। সিবি৩৫০ মডেলে তিনটি নতুন কালার অপশন যুক্ত হয়েছে। আর সিবি৩৫০আরএস মডেলেও দুটি রং যোগ করা হয়েছে। এছাড়াও বাইকের সাইড প্যানেল এবং ফুয়েল ট্যাঙ্কের ডিজাইনেও পরিবর্তন করেছে হোন্ডা।
এই দুই বাইক ছাড়াও সদ্য বাজারে লঞ্চ হয়েছে আরও একটি মডেল NX200। আসলে হোন্ডা তাদের পুরনো CB200X অ্যাডভেঞ্চার বাইকের নাম পাল্টে NX200 হিসাবে বিক্রি করেছে। ৪.২ ইঞ্চি টিএফটি ডিজিটাল স্ক্রিন, ব্লুটুথ কানেক্টিভিটি, টাইপ-সি চার্জিং পোর্ট সহ এসেছে এই মোটরসাইকেল। এটির দাম রাখা হয়েছে ১.৬৮ লাখ টাকা (এক্স-শোরুম)।
মোটোরোলার নতুন মিড-রেঞ্জ ফোন Motorola Edge 60 Fusion ভারতে আজ লঞ্চ হল। এই স্মার্টফোনে অনেক…
শ্বেতা মিত্র, কলকাতাঃ ফের একবার রেকর্ড গড়ল কলকাতা মেট্রো (Kolkata Metro)। ২০২৪-২৫ অর্থবছরটি কলকাতা মেট্রোর…
সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ সুখবর। Motorola অবশেষে তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন Moto…
শ্বেতা মিত্র, কলকাতাঃ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুখবর অপেক্ষা করছে। যারা মহার্ঘ ভাতা বৃদ্ধির…
রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড় ঘোষণা করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে…
প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন। হাতে বাকি আর কয়েকটা মাস। তাই জনগণের নজর…
This website uses cookies.