Honda BigWing Motorcycles Price: স্টক খালি করতে ছাড় দিচ্ছে Honda, 10 হাজার টাকা সস্তায় কিনুন পছন্দের বাইক | Honda BigWing Discount

Honda তাদের বিগউইং (BigWing) ডিলারশিপ থেকে বিক্রিত প্রিমিয়াম মোটরসাইকেলগুলির উপর ১০,০০০ টাকা ছাড় ঘোষণা করেছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এমনটাই জানা গিয়েছে। তবে এই বেনিফিট কেবল ২০২৪ সালে তৈরি মডেলগুলির জন্য। আবার CB200X ও Hornet 2.0 বাইক দুটি বিগউইং নেটওয়ার্ক থেকে বিক্রি হলেও ছাড়ের বাইরে রাখা হয়েছে।

Honda BigWing মোটরসাইকেলে ডিসকাউন্ট

মূলত গত বছরের স্টক খালি করতেই এই অফার নিয়ে এসেছে জাপানি সংস্থাটি। উল্লেখ্য, বর্তমানে হোন্ডার এই প্রিমিয়াম শোরুম থেকে স্পোর্টস বাইক, ক্রুজার, রেট্রো, অ্যাডভেঞ্চার মোটরসাইকেল ধরে একাধিক মডেল বিক্রি হয়। এগুলি হল – CB300F, H’ness CB350, CB350, CB350RS, NX500, Transalp, CB650R, এবং GoldWing। এদের মধ্যে গোল্ডউইং ভারতে হোন্ডার সবচেয়ে দামি টু-হুইলার। কিনতে প্রায় ৪০ লক্ষ টাকা (এক্স-শোরুম) খরচ।

READ MORE:  Oben Rorr EZ Electric Bike: দাম বাড়ার আগেই কিনে ফেলুন ১৭৫ কিমি মাইলেজের এই অনবদ্য ইলেকট্রিক বাইক | Oben Rorr EZ Price

উল্লেখ্য, হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া কিছুদিন আগেই H’ness CB350 তিনটি নতুন কালার অপশনে লঞ্চ করেছে। পার্ল নাইটস্টার ব্ল্যাক, ম্যাট ম্যাসিভ গ্রে মেটালিক ও অ্যাথলেটিক ব্লু মেটালিক নামে তিনটি নতুন পেইন্ট স্কিম টপ-স্পেক ডিএলএক্স প্রো ক্রোম ভ্যারিয়েন্টে যুক্ত হয়েছে। প্রতিটি রঙের দাম শুরু হচ্ছে ২.১৫ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে।

এছাড়াও, গত মাসে Honda Hornet 2.0 বাইকটির নতুন সংস্করণ লঞ্চ হয়েছে। নয়া মডেলের ডিজাইন, ইঞ্জিন এবং ফিচার্স আরও উন্নত করা হয়েছে। এতে সম্পূর্ণ এলইডি লাইটিং সেটআপ ও নতুন গ্রাফিক্স যোগ করেছে কোম্পানি। সাথে পাবেন ৪.২-ইঞ্চি টিএফটি ডিসপ্লে যা ব্লুটুথ কানেক্টিভিটি, নেভিগেশন, ইনকামিং কল অ্যালার্ট ও এসএমএস নোটিফিকেশন অফার করে। টাইপ-সি চার্জিং পোর্টও, ডুয়াল চ্যানেল এবিএস এবং ট্র্যাকশন কন্ট্রোল ফিচার্সও উপলব্ধ।

READ MORE:  Honda Activa স্কুটারের এই আকর্ষণীয় ফিচার্সের কথা অর্ধেক চালক জানেই না | Honda Activa 125 Features

Scroll to Top